হুগলি জেলার মন্দির
হুগলি জেলা প্রথমে বর্ধমানের অন্তর্ভুক্ত ছিল । ১৭৯৫ খ্রিষ্টাব্দে বর্ধমান জেলাকে দু ভাগে ভাগ করা হয় । উত্তরাংশ বর্ধমান এবং দক্ষিনাংশ হুগলি ।
বাঙালীর সভ্যতা ও সংস্কৃতির পরিচয় জানতে হলে হুগলি জেলার প্রাচীন মন্দিরগুলি দেখা একান্তই আবশ্যক । টেরাকোটা শৈলীতে এই জেলার প্রাচীন মন্দিরগুলি খুবই সমৃদ্ধ । সপ্তগ্রাম বন্দর থেকে এক সময় বাঙালী বণিকরা সিংহল, সুমাত্রা, বালি, জাভা প্রভৃতি দেশে ব্যবসা বানিজ্য করত ।
অন্যান্য অনেক জেলার মত এই জেলার মন্দিরগুলি বেশির ভাগ ইঁটের তৈরী । মন্দিরগুলির সিংহভাগ বাংলার নিজস্ব মন্দির শৈলীতে তৈরী অর্থাৎ মন্দিরগুলি দেউল, চালা, রত্ন ও দালান শ্রেণীর । মন্দির দর্শনের সুবিধার্তে এক একটি রেলস্টেশনে নেমে যে যে মন্দিরে যাওয়া যাবে তার বিবরণ দেওয়া হল ।
সপরিবারে দুর্গা |
যে মন্দিরটি দেখতে চান সেই নিদিষ্ট মন্দিরের নামের উপর ক্লিক করুন।
বাণ্ডেল থেকে গুপ্তিপাড়া
( বাণ্ডেল-কাটোয়া রেলপথ )
বাঁশবেড়িয়া রেলস্টেশন :
১) হংসেশ্বরী মন্দির, বাঁশবেড়িয়া, হুগলি
২) অনন্ত বাসুদেব মন্দির, বাঁশবেড়িয়া, হুগলি *
কুন্তিঘাট রেলস্টেশন :
১) জোড়া শিবমন্দির, নিত্যানন্দপুর, হুগলি *
বলাগড় রেলস্টেশন :
১) চণ্ডীমণ্ডপ, মিত্রমুস্তাফী বাড়ি, শ্রীপুর, হুগলি
২) শ্রীশ্রী রাধাগোৱিন্দ ও অন্যান্য মন্দির, শ্রীপুর, হুগলি *
সোমরাবাজার রেলস্টেশন :
গুপ্তিপাড়া রেলস্টেশন :
১) বৃন্দাবনচন্দ্রের মঠ, গুপ্তিপাড়া, হুগলি *
২) রামচন্দ্রের মন্দির, গুপ্তিপাড়া, হুগলি *
উত্তরপাড়া থেকে বৈঁচি
( হাওড়া-বর্ধমান মেন লাইন )
উত্তরপাড়া রেলস্টেশন :
১) শ্রীশ্রী ভদ্রকালী মন্দির, রামসীতা ঘাট স্ট্রীট, দোলতলা, ভদ্রকালী
২) রামসীতা মন্দির, রামসীতা ঘাট স্ট্রীট, দোলতলা, ভদ্রকালী
শ্রীরামপুর রেলস্টেশন :
১) রাধাবল্লভ জিউ মন্দির, বল্লভপুর, শ্রীরামপুর
২) মদনমোহন জিউ মন্দির, আকনা চৌধুরীপাড়া, শ্রীরামপুর
৩) গৌরাঙ্গ মন্দির, চাতরা দোলতলা, শ্রীরামপুর
৪) রামসীতা মন্দির, রামসীতা লেন, শ্রীরামপুর
শেওড়াফুলি রেলস্টেশন :
১) শ্রীশ্রী সর্বমঙ্গলা মন্দির, শেওড়াফুলি রাজবাড়ি
২) শ্রীশ্রী নিস্তারিণী মন্দির, শেওড়াফুলি
ভদ্রেশ্বর রেলস্টেশন :
১) শ্রীশ্রী অন্নপূর্ণার মন্দির, বাবুবাজার, তেলেনিপাড়া, ভদ্রেশ্বর
চন্দননগর রেলস্টেশন :
১) শ্রীশ্রী নন্দদুলাল মন্দির, চন্দননগর *
২) শ্রীশ্রী দশভুজা মন্দির, বারাসাত, চন্দননগর *
৩) বোড়াইচণ্ডী মন্দির, বোড়াইচণ্ডীতলা, চন্দননগর
৪) নবরত্ন মন্দির, উত্তর চন্দননগর *
৫) নবরত্ন মন্দির, বোড়াইচণ্ডীতলা, গোস্বামী ঘাট
৬) নীলকন্ঠেশ্বরী মন্দির, গোন্দলপাড়া
ব্যান্ডেল রেলস্টেশন :
১) শিবমন্দির, সাহাগঞ্জ ও খামারপাড়া *
বালি থেকে গুড়াপ
( হাওড়া-বর্ধমান কর্ড লাইন )
জনাই রোড রেলস্টেশন :
১) রঘুনাথ মন্দির, বাকসা, জনাই
বারুইপাড়া রেলস্টেশন :
বেলমুড়ি রেলস্টেশন :
১) শিবমন্দির, বাগনান চৈতন্যবাটি *
২) গোপীনাথ ও শিবমন্দির, বেলমুড়ি *
৩) আটচালা মন্দির ( শিব ), কৃষ্ণপুর *
শিবাইচন্ডি স্টেশন :
১) শ্রীধর মন্দির, গোপালপুর
ধনিয়াখালি হল্ট :
১) মদনমোহন বলরাম মন্দির, রুদ্রাণী
২) দোলমঞ্চ, তালচিনান *
৩) বিশালাক্ষী মন্দির, সিনেট
৪) লক্ষ্মীজনার্দন মন্দির, কাঁকড়াকুলি *
গুড়াপ রেলস্টেশন :
১) শ্রীশ্রী নন্দদুলাল জিউ মন্দির, গুড়াপ *
২) শ্রীশ্রী গোপীনাথ মন্দির, দশঘরা *
৩) বিশালাক্ষী ও অন্যান্য মন্দির, দশঘরা *
৪) রাধাগোবিন্দ ও অন্যান্য মন্দির, গুড়বাড়ি, জেরুল, চোপা ও মৌবেশিয়া *
৫) দোলমঞ্চ, গুড়বাড়ি *
শেওড়াফুলি থেকে আরামবাগ
( শেওড়াফুলি-আরামবাগ রেল লাইন )
সিঙ্গুর রেলস্টেশন :
১ ) ডাকাত কালী মন্দির *
২) সিঙ্গুরের মন্দির, সিঙ্গুর
২) বন বিশালাক্ষী মন্দির, পুরুষোত্তমপুর *
হরিপাল রেলস্টেশন :
১) দোলমঞ্চ ও অন্যান্য মন্দির, হরিপাল *
২) দ্বারিকা চণ্ডী মন্দির, দ্বারহাট্টা
৩) রাজরাজেশ্বর মন্দির, বাবুপাড়া, দ্বারহাট্টা *
৪) রাধাগোবিন্দ ও অন্যান্য মন্দির, আঁটপুর *
৫) দামোদর মন্দির, বাহিরগড় *
৬) শিব মন্দির, বাহিরগড়
৭) আনন্দময়ী কালী মন্দির, কৃষ্ণনগর কালীতলা
৮) শিব মন্দির, হরিরামপুর *
৯) চণ্ডী মন্দির, পূর্ব গোবিন্দপুর *
১০) লক্ষ্মীজনার্দন মন্দির, চেচুয়া ডিঙ্গলহাটি *
১১) রাজরাজেশ্বর মন্দির, কোতলপুর *
লোকনাথ রেলস্টেশন :
১) শীতলা মন্দির, বালিগোড়ী *
২) রঘুনাথ মন্দির, আকনাপুর *
৩) আটচালা মন্দির, জয়নগর *
তারকেশ্বর রেলস্টেশন :
১) রাধাবল্লভ মন্দির, খানাকুল-কৃষ্ণনগর *
২) শিবমন্দির, দিহিবাতপুর *
৩) রাজরাজেশ্বর ও অন্যান্য মন্দির, সেনহাট *
৪) রঘুনাথ মন্দির, পুরশুড়া *
৫) লক্ষ্মী জনার্দন মন্দির, কুলতেঘরী *
মায়াপুর রেলস্টেশন :
১) জয়চণ্ডী মন্দির, হাটবসন্তপুর *
আরামবাগ :
১) রঘুনন্দন মন্দির, পারুল *
২) বন বিশালাক্ষী মন্দির, পুরুষোত্তমপুর *
হরিপাল রেলস্টেশন :
১) দোলমঞ্চ ও অন্যান্য মন্দির, হরিপাল *
২) দ্বারিকা চণ্ডী মন্দির, দ্বারহাট্টা
৩) রাজরাজেশ্বর মন্দির, বাবুপাড়া, দ্বারহাট্টা *
৪) রাধাগোবিন্দ ও অন্যান্য মন্দির, আঁটপুর *
৫) দামোদর মন্দির, বাহিরগড় *
৬) শিব মন্দির, বাহিরগড়
৭) আনন্দময়ী কালী মন্দির, কৃষ্ণনগর কালীতলা
৮) শিব মন্দির, হরিরামপুর *
৯) চণ্ডী মন্দির, পূর্ব গোবিন্দপুর *
১০) লক্ষ্মীজনার্দন মন্দির, চেচুয়া ডিঙ্গলহাটি *
১১) রাজরাজেশ্বর মন্দির, কোতলপুর *
লোকনাথ রেলস্টেশন :
১) শীতলা মন্দির, বালিগোড়ী *
২) রঘুনাথ মন্দির, আকনাপুর *
৩) আটচালা মন্দির, জয়নগর *
তারকেশ্বর রেলস্টেশন :
১) রাধাবল্লভ মন্দির, খানাকুল-কৃষ্ণনগর *
২) শিবমন্দির, দিহিবাতপুর *
৩) রাজরাজেশ্বর ও অন্যান্য মন্দির, সেনহাট *
৪) রঘুনাথ মন্দির, পুরশুড়া *
৫) লক্ষ্মী জনার্দন মন্দির, কুলতেঘরী *
মায়াপুর রেলস্টেশন :
১) জয়চণ্ডী মন্দির, হাটবসন্তপুর *
আরামবাগ :
১) রঘুনন্দন মন্দির, পারুল *
২) বিশালাক্ষী মন্দির, বিক্রমপুর, পারুল *
৩) কণকেশ্বর শিবমন্দির, কানপুর
৪) শ্রীরাম / দামোদর মন্দির,মাধবপুর *
৫) দামোদর মন্দির, হামিরবাটি *
৬) স্বরূপনারায়ণ মন্দির, ডিহিবায়রা *
৭) দুর্গা মন্দির, বালি-দেওয়ানগঞ্জ *
গোঘাট :
১) দামোদর মন্দির, বদনগঞ্জ *
২) বিষ্ণু মন্দির, কামারপুকুর *
৩) বিষ্ণু মন্দির, মামুদপুর *
৪) বিষ্ণু মন্দির, শ্যামবাজার *
৫) রাধা-দামোদর মন্দির, শ্যামবাজার *
* চিহ্নিত মন্দিরগুলি 'টেরাকোটা' বা 'পঙ্খ' অলংকৃত
৩) কণকেশ্বর শিবমন্দির, কানপুর
৪) শ্রীরাম / দামোদর মন্দির,মাধবপুর *
৫) দামোদর মন্দির, হামিরবাটি *
৬) স্বরূপনারায়ণ মন্দির, ডিহিবায়রা *
৭) দুর্গা মন্দির, বালি-দেওয়ানগঞ্জ *
গোঘাট :
১) দামোদর মন্দির, বদনগঞ্জ *
২) বিষ্ণু মন্দির, কামারপুকুর *
৩) বিষ্ণু মন্দির, মামুদপুর *
৪) বিষ্ণু মন্দির, শ্যামবাজার *
৫) রাধা-দামোদর মন্দির, শ্যামবাজার *
* চিহ্নিত মন্দিরগুলি 'টেরাকোটা' বা 'পঙ্খ' অলংকৃত
Gupti Parar Pase Somra Bazar Station AR kache.. Aandamayi Temple,Maa Nistarini, Mandir, Harasundari Mandir, Maa Siddeswari KALIMATA MANDIR....
উত্তরমুছুনএই সুন্দর ব্লগটির জন্য অসংখ্য ধন্যবাদ।
উত্তরমুছুনতবে কুন্তিঘাটের আগে বাশবেড়িয়া দিলে ভাল হত।
আর সোমরাবাজার পুরোই বাদ পরে গেছে, এটা কি ইচ্ছাকৃত না কি অন্য কোন কারণ আছে?
ভুলকরে বাঁশবেড়িয়ার আগে কুন্তিঘাট লিখেছিলাম। ঠিক করে দিলাম।সোমরাবাজারের কোন মন্দির নিয়ে এখনও লিখিনি। যখন লিখব তখন ওটা যোগ করব। মন্তব্যের জন্য ধন্যবাদ।
মুছুননমস্কার স্যার। এই সম্পর্কে কিছু তথ্য আমার দরকার একটা প্রোজেক্টের জন্য। আপনার একটু সাহায্য পেলে ভালো হয়। আমি স্নেহাশীষ। দয়া করে যদি আপনার যোগাযোগ নম্বর দেন ভীষণ ভালো হয়।
মুছুনAro prochur mondir ache chandannagar chuchura te
উত্তরমুছুনRajrajeswari mondir
Probortok mondir
Buno kalitala mondir
Bhubaneswari mondir
Segulo???
Shandeswar tala Mondir
উত্তরমুছুন.Buno kalitala mondir
Please egulor somporkeo likhun