সোমবার, ৬ নভেম্বর, ২০১৭

Jaychandi Temple, Hatbasantapur, Arambagh, Hooghly, West Bengal


জয়চণ্ডী  মন্দির,  হাটবসন্তপুর,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ  


            হাওড়া-আরামবাগ  রেলপথে আরামবাগের  আগের  স্টেশন  মায়াপুর।  রেলপথে  হাওড়া  থেকে  দূরত্ব  ৭৩  কিমি।  মায়াপুর   স্টেশন  থেকে  ৩  কিমি  দূরের  একটি  গ্রাম  হাটবসন্তপুর।  হাটবসন্তপুরের  বাস-স্টপেজ  বলরামপুর।  মায়াপুর  স্টেশন  থেকে  মোটর  চালিত  ভ্যানে  প্রথমে  মুথাডাঙ্গা।  সেখান  থেকে  টোটো  বা  বাসে  বলরামপুর।  সেখান  থেকে টোটোতে  বা  হেঁটে  হাটবসন্তপুর।  আরামবাগ  বা  তারকেশ্বর  থেকে  বাসেও  এখানে  যাওয়া  যায়।

            এই  গ্রামের  চিনা  বংশ  প্রতিষ্টিত  জয়চণ্ডী  মন্দির  উল্লেখযোগ্য।  এঁদের  পূর্বের  পদবি  ছিল  পাল।  এই  বংশের  কোন  এক  পূর্বপুরুষ  বর্ধমান  রাজ  কর্তৃক  উপাধি  পান  'চিনা'।  তিনি  বর্ধমান  রাজ-দরবারে  কিছু  শনাক্তকরণ  করেছিলেন  অর্থাৎ  চিনেছিলেন।  তাই  এই  উপাধি  পান।  মন্দিরটি  পশ্চিমমুখী,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  ও  আটচালা  শৈলীর।  মন্দিরটি  এখন  অনেকটা  বসে  গেছে।  বর্তমানে  মন্দিরটির  ভিত্তিবেদি  ভূমি  সমতলে  এসে  গেছে।  মন্দিরের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে  ঢোকার  দুটি  প্রবেশদ্বার।  একটি  পশ্চিম  দিকে,  অন্যটি  দক্ষিণ  দিকে।  মন্দিরের  সামনের  অর্থাৎ  পশ্চিম  দিকের  দেওয়ালে  মৃৎফলকের  উপর  বর্ণাঢ্য  চিত্রাবলী  বিদ্যমান।  দক্ষিণ  দিকেও  অল্প  'টেরাকোটা'  অলংকরণ  আছে।  শীর্ষদেশে  তিনটি  আমলক।  মন্দিরটি  ১৬৫৬  শকাব্দে  ( ১৭৩৪  খ্রিস্টাব্দে )  নির্মিত।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  বর্তমান।  গর্ভগৃহে  শ্রীশ্রী  জয়চণ্ডী  দেবী  ঘটে  পূজিত  হন।         


জয়চণ্ডী  মন্দির 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

মন্দিরের  শিখর 

আমলক 

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ - ১ 

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে ) - ১ক 
মাঝের  খিলানের  উপরের  কাজ - ১

মাঝের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে ) - ১ক

মাঝের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে ) - ১খ  

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ - ১

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে ) - ১ক
মন্দিরের  একদিকের  কোনাচ 

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১ 

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ২

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৩

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৪

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৫ 

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৬

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৭

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৮

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৯

প্রতিষ্ঠাফলক 

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১০

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১১

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১২

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১৩

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১৪

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১৫

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১৬

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১৭

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১৮

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১৯

কুলুঙ্গির  মধ্যের  কাজ - ২০

মকর  মূর্তি 

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ১

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ১ক 

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ১খ 

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ২

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৩

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৪

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৪ক 

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৪খ 

পশ্চিম  দিকের  প্রবেশদ্বারের  খিলানের   উপরের  কাজ 

দক্ষিণ  দিকের  ত্রিখিলান  বিন্যাস 

দক্ষিণ  দিকের  বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ 

দক্ষিণ  দিকের  মাঝের  খিলানের  উপরের  কাজ

দক্ষিণ  দিকের  ডান  দিকের  খিলানের  উপরের  কাজ


 সহায়ক  গ্রন্থ : 
          ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য 

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন