সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

Temples of Moukhira, Moukhira, Purba Bardhaman


মৌখিরা  গ্রামের  মন্দির,  মৌখিরা,  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            পূর্ব  বর্ধমান  জেলার  আউশগ্রাম  থানার  অন্তর্গত  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম  মৌখিরা।  বাসে  পানাগড়-ইলামবাজার  রাস্তার  ১১  মাইল  স্টপেজে  নেমে  টোটোতে  বা  যন্ত্রচালিত  ভ্যানে  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে  রায়  পরিবারের  বাড়ির  পাশের  মন্দির  গুচ্ছে  পাঁচটি  দেউল,  তিনটি  আটচালা  মন্দির  ও  একটি  পঞ্চরত্ন  মন্দির  আছে।  এই  মন্দিরগুলির  মধ্যে  পঞ্চরত্ন  মন্দিরটি  নারায়ণের ( লক্ষ্মী-জনার্দনের )  উদ্দেশ্যে  নির্মিত।  বাকি  মন্দিরগুলি  শিবের  উদ্দেশ্যে  নির্মিত।  লক্ষ্মী-জনার্দন  মন্দিরটি  সম্বন্ধে  আগেই  লিখেছি।  এখানে  অন্যান্য  মন্দিরগুলি  সম্বন্ধে  আলোচনা  করব।  লক্ষ্মী-জনার্দন  মন্দিরটি  সম্বন্ধে  জানতে  নিচের  লিংকে  ক্লিক  করুন : 

               ক্ষ্মী-জনার্দন  মন্দির,  মৌখিরা,  পূর্ব  বর্ধমান 

            রাস্তা  থেকে  মন্দির  ক্ষেত্রে  ঢুকলে  বাঁ  দেখা  যাবে  একই  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  তিনটি  মন্দির।  এদের  মধ্যে  দুটি  দেউল  ও  একটি  আটচালা  মন্দির।  দেউল  দুটি  পূর্বমুখী  ও  আটচালা  মন্দিরটি  উত্তরমুখী।  ডান  দিকে  দেখা  যাবে  একই  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পশ্চিমমুখী  তিনটি  দেউল।  আরও  একটু  সামনে  এগিয়ে  গেলে  সামনে  দুটি  দক্ষিণমুখী  আটচালা  মন্দির  দেখা  যাবে।  এই  সবগুলি  মন্দিরই  শিবের  উদ্দেশ্যে  নির্মিত।  সব  কটি  মন্দিরেরই  খিলানের  উপরে  টেরাকোটা  কাজ  আছে।  ডান  দিকের  দেউল  তিনটি  ছাড়িয়ে  ডান  দিকে  গেলে  উত্তরমুখী  লক্ষ্মী-জনার্দন  মন্দির  দেখা  যাবে।

বাঁ দিকের তিনটি মন্দির ও দূরে দুটি মন্দির দেখা যাচ্ছে। 

প্রথম মন্দিরের খিলানের উপরের কাজ 

দ্বিতীয় মন্দিরের খিলানের উপরের কাজ

তৃতীয় মন্দিরের খিলানের উপরের কাজ

চতুর্থ মন্দিরের খিলানের উপরের কাজ

পঞ্চম মন্দিরের খিলানের উপরের কাজ

ডান দিকের তিনটি মন্দির

প্রথম থেকে তৃতীয় মন্দিরের খিলানের উপরের কাজ 

প্রথম থেকে দ্বিতীয় মন্দিরের খিলানের উপরের কাজ 

প্রথম মন্দিরের খিলানের উপরের কাজ 
নন্দির উপর শিব-পার্বতী, কৃষ্ণকালী ও অন্য চিত্র 

কৃষ্ণকালী


 কৃষ্ণকালীর সংক্ষিপ্ত কাহিনী : রাধারাণী  শ্রীকৃষ্ণের  সঙ্গে  গোপনে  দেখা  করতে  যেতেন।  একদিন  রাধারাণীর  শাশুড়ি-ননদ  জটিলা-কুটিলা  জানতে  পেরে  রাধারাণীর  স্বামী  আয়ান  ঘোষকে  জানান।  অন্তর্যামী  শ্রীকৃষ্ণ  আয়ানের  আগমণের  কথা  জানতে  পেরে  রাধারাণীকে  কিছু  ফুল  এনে  তাঁকে  পুজো  করতে  বলেন।  রাধারাণী  যখন  শ্রীকৃষ্ণকে  পুজো  করছিলেন  তখন  শ্রীকৃষ্ণ  নিজেকে  মা  কালীতে  পরিবর্তন  করেন।  আয়ান  ঘোষ  এসে  দেখলেন  রাধারাণী  কালীর  উপাসনা  করছেন। 



কৃষ্ণ কর্তৃক রাধার মানভঞ্জন 



               মন্দিরগুলি  পরিদর্শনের  তারিখ :  ১৩.১২.২০১৯ 

                                              ********

Abandoned Atchala Shib Temple, Paschim Para, Amarargarh ( Amaragarh ), Purba Bardhaman


পরিত্যক্ত  আটচালা  শিবমন্দির,  পশ্চিম  পাড়া,  অমরারগড়  ( অমরাগড় ),  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 



            আউসগ্রাম  ২  নম্বর  ব্লকের  অন্তর্গত  অমরারগড়  ( অমরাগড় )  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম।  বর্ধমান-আসানসোল  রেলপথে  মানকর  স্টেশনে  নেমে  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  এই  গ্রামে  অনেকগুলি  মন্দির  আছে।  তবে  বেশির  ভাগ  মন্দিরের  টেরাকোটা  অপসারিত।  আমার  পরিদর্শন  কালে  আমি  তিনটি  টেরাকোটা  অলংকরণযুক্ত  মন্দির  দেখেছি।  মাঝের  পাড়ার  পঞ্চরত্ন  মন্দির  ও  পশ্চিম  পাড়ার  দামোদর  মন্দির  নিয়ে  আগেই  লিখেছি।  এখানে  পশ্চিম  পাড়ার  একটি  পরিত্যক্ত  মন্দির  নিয়ে  আলোচনা  করব।  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  স্থানীয়  মণ্ডল  ( স্থানীয়দের  কাছে  মোড়ল )  পরিবার। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  একদুয়ারী,  পূর্বমুখী  মন্দিরটি  আটচালা  শৈলীর।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকরণে  অলংকৃত।  টেরাকোটার  বিষয় :  রাজ  দরবারে  রামসীতা,  শিব,  ভক্ত  হনুমান,  কালী,  গণেশ,  ষড়ভুজ  গৌরাঙ্গ,  পুতনা  বধ,  মিথুন  মূর্তি  ও  শালভঞ্জিকা  ইত্যাদি।  মন্দিরটি  এখন  পরিত্যক্ত।   


আটচালা শিব মন্দির 

মন্দিরের সামনের বিন্যাস 

খিলানের উপরের কাজ 

রাজ দরবারে রামসীতা 

ভক্ত হনুমান ও ছিন্নমস্তা 

কৌণিক ভাস্কর্য - ১

কৌণিক ভাস্কর্য - ২

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫



            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৪.১২.২০১৯ 


                                              ********

Pancharatna Narayan Temple, Majher Para Amarargarh ( Amaragarh ), Purba Bardhaman


পঞ্চরত্ন  মন্দির,  মাঝের  পাড়া,  অমরারগড়  ( অমরাগড় ),  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            আউসগ্রাম  ২  নম্বর  ব্লকের  অন্তর্গত  অমরারগড়  ( অমরাগড় )  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম।  বর্ধমান-আসানসোল  রেলপথে  মানকর  স্টেশনে  নেমে  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  এই  গ্রামে  অনেকগুলি  মন্দির  আছে।  তবে  বেশির  ভাগ  মন্দিরের  টেরাকোটা  অপসারিত।  আমার  পরিদর্শন  কালে  আমি  তিনটি  টেরাকোটা  অলংকরণযুক্ত  মন্দির  দেখেছি।  এখানে  মাঝের  পাড়ার  একটি  মন্দির  নিয়ে  আলোচনা  করব। 

            সামান্য  উঁচু  ভিত্তিভূমির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  পূর্বমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  মন্দিরের  ত্রিখিলান  প্রবেশপথের  উপর  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  দুই  প্রান্তে  ও  বাঁকানো  কার্নিসের  নিচে  কিছু  কুলুঙ্গির  মধ্যেও  'টেরাকোটা'র  অলংকরণ  আছে। টেরাকোটার  বিষয় : ফুল-লতাপাতা-পাখি,  কালী,  শিব-পার্বতী,  কূর্ম, মৎস্য,  বরাহ,  ও  বামন  অবতার,  গণেশ  এবং  মহিষাসুরমর্দিনী  ইত্যাদি। 

            মন্দিরের  সামনে  উঠান।  তাকে  ঘিরে  আটটি  আটচালা  শিব  মন্দির  ও  একটি  এক  বাংলা  দুর্গা  মন্দির  আছে।  আটচালা  মন্দিরগুলির  খিলানের  উপর  সামান্য  'টেরাকোটা'র  কাজ  আছে।  মন্দিরগুলিতে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।

           মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ১৪.১২.২০১৯
মহিষাসুরমর্দিনী মূর্তি 

পঞ্চরত্ন মন্দির, অমরারগড় 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ডান দিকের খিলানের উপরের কাজ 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

Add caption

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

গণেশ মূর্তি 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২

নকশা 

একটি আটচালা মন্দিরের খিলানের উপরের কাজ 

আর একটি আটচালা মন্দিরের খিলানের উপরের কাজ 

এক বাংলা দূর্গা মন্দির 

 মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৪.১২.২০১৯ 

                                              ********

Pancharatna Gopaleshwar Shib Temple, Bankati, Kanksa, Paschim Bardhaman


পঞ্চরত্ন  গোপালেশ্বর  মন্দির,  বনকাটি,  কাঁকসা,  পশ্চিম  বর্ধমান  



শ্যামল  কুমার  ঘোষ 


            পশ্চিম  বর্ধমান  জেলার  কাঁকসা  থানার  অন্তর্গত  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম  বনকাটি।  বাসে  পানাগড়-ইলামবাজার  রাস্তার  ১১  মাইল  স্টপেজে  নেমে  টোটোতে  এই  গ্রামে  যাওয়া  যায়।  ঘন  জঙ্গল  কেটে  বসতি  স্থাপন  করা  হয়েছিল  বলে  গ্রামের  নাম  হয়  বনকাটি।  গ্রামে  অনেক  গুলি  মন্দির  আছে।  তার  মধ্যে  স্থানীয়  মুখোপাধ্যায়  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত  গোপালেশ্বের  শিব  মন্দিরটি  খুবই  প্রসিদ্ধ। 

            সামান্য  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী,  একদুয়ারী,  অলিন্দবিহীন  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরের  সামনের  দেওয়ালে  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  পাশের  দুটি  দেওয়ালেও  অল্প  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  টেরাকোটার  বিষয় :  রাজদরবারে  রামসীতা,  সৈন্যদলের  কুচকাওয়াজ,  কালী,  ছিন্নমস্তা,  ত্রিপুরাসুন্দরী,  গজলক্ষ্মী,  কমলা,  ঘোড়ায়  টানা  গাড়ি  ও  মহিষাসুরমর্দিনী  দুর্গা  ইত্যাদি।  মন্দিরটি  ১৭৫৪  শকব্দে  বা  ১৮৩২  খ্রীষ্টাব্দে  নির্মিত  হয়।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  এই  মন্দিরের  পাশেই  একটি  ঘরে  বনকাটির  বিখ্যাত  পিতলের  রথটি  রাখা  আছে। 

           
ঘোড়ায় টানা গাড়ি 

গোপালেশ্বের মন্দির, বনকাটি 

মন্দিরের সামনের বিন্যাস 

খিলানের উপরের কাজ 

রাজদরবারে রামসীতা 

ঘোড়ায় টানা রথ 

বাঁ দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ 
সৈন্যদলের কুচকাওয়াজ

ছিন্নমস্তা ও ত্রিপুরাসুন্দরী 
ছিন্নমস্তা

ত্রিপুরাসুন্দরী

টেরাকোটা চিত্র

গজলক্ষ্মী ও কমলা 

কালী 

ডান দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ
ষড়ভুজ গৌরাঙ্গ, কৃষ্ণ ও কালী 

ষড়ভুজ গৌরাঙ্গ 

নৌকা বিহার 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

টেরাকোটা চিত্র - ১

টেরাকোটা চিত্র - ২

ঘোড়ায় টানা গাড়ি ও অন্যান্য চিত্র 

পাখি ধরা ও অন্য চিত্র 

ঘোড়ায় টানা গাড়ি

বীণাবাদিকা 

মহিষাসুরমর্দিনী দুর্গা 

প্রতিষ্ঠাফলক 

              মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৩.১২.২০১৯ 

                                               ********