পঞ্চরত্ন নারায়ণ ( লক্ষ্মী-জনার্দন ) মন্দির, মৌখিরা, পূর্ব বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম থানার অন্তর্গত একটি প্রাচীন ও বর্ধিষ্ণু গ্রাম মৌখিরা। বাসে পানাগড়-ইলামবাজার রাস্তার ১১ মাইল স্টপেজে নেমে এই গ্রামে যাওয়া যায়। গ্রামে অনেক গুলি মন্দির আছে। তার মধ্যে স্থানীয় রায় পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত লক্ষ্মী-জনার্দন মন্দিরটি খুবই প্রসিদ্ধ।
সামান্য উঁচু ভিত্তিভূমির উপর স্থাপিত, ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট, উত্তরমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। মন্দিরের সামনে অলিন্দ। মন্দিরের ত্রিখিলান প্রবেশপথের উপর 'টেরাকোটা'র অলংকরণ আছে। ত্রিখিলান প্রবেশপথের বাঁ দিকের খিলানের উপর কুবলয়পীড়, চানুরা, মুষ্টিক ও কংস বধ দৃশ্য, মাঝের খিলানের উপর রাসমণ্ডল, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, চুল বাঁধা ইত্যাদি চিত্র ও ডান দিকের খিলানের উপর কৃষ্ণ লীলার বিভিন্ন দৃশ্য দেখা যায়। মন্দিরটি ১৭২৩ শকাব্দে বা ১৮০১ খ্রীষ্টাব্দে নির্মিত হয়। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে।
 |
লক্ষ্মী-জনার্দন মন্দির, মৌখিরা |
 |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
 |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
 |
কৃষ্ণ কর্তৃক কংস বধ ও অন্য চিত্র |
 |
উপরে, কুবলয়পীড় বধ ও নিচে, চানুরা ও মুষ্টিক নামক দুই মল্লবীরের নিধন |
 |
মাঝের খিলানের উপরের কাজ |
 |
রাসমণ্ডল ও অন্যান্য চিত্র |
 |
রাসমণ্ডল |
 |
রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও অন্যান্য চিত্র |
 |
রাধাকৃষ্ণের যুগল মূর্তি ও অন্য চিত্র |
 |
কেশ পরিচর্যা |
 |
ডান দিকের খিলানের উপরের কাজ |
 |
বসুদেবের যমুনা অতিক্রমের দৃশ্য ও অন্য দুটি চিত্র |
 |
বসুদেব-দেবকী কর্তৃক চতুর্ভূজ কৃষ্ণ ( বিষ্ণু ) বন্দনা ও অন্য দুটি চিত্র |
 |
শিশু কৃষ্ণকে যমুনার জলপূর্ণ ঘটের দ্বারা স্নান করানো, শিশু কৃষ্ণের পরিচর্যা ও আনন্দোৎসব |
 |
পুতনা বধ
|
 |
প্রতিষ্ঠাফলক |
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৩.১২.২০১৯
-------------------------------------------------------------------------------- রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
----------------------------------------------------------------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন