শ্রীধর মন্দির, গোপালপুর, হুগলি
শ্যামল কুমার ঘোষ
হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের অন্তর্গত একটি গ্রাম গোপালপুর। গ্রামে স্থানীয় ঘোষ বংশ প্রতিষ্ঠিত একটি ভগ্ন মন্দির আছে। হাওড়া-বর্ধমান ( কর্ড ) লাইনের শিবাইচন্ডি ( রেলপথে হাওড়া থেকে দূরত্ব ৫১ কিমি ) স্টেশন থেকে ট্রেকারে এই মন্দিরে যাওয়া যায়।
মন্দিরটি একসময় পঞ্চরত্ন শৈলীর ছিল। কিন্তু এখন তা বোঝার উপায় নেই। মন্দিরে এখনও কিছু 'টেরাকোটা' অলংকরণ অবশিষ্ট আছে। গর্ভগৃহে শ্রীধর ( শালগ্রাম শিলা ) বিগ্রহ নিত্য পূজিত।
 |
শ্রীধর মন্দির |
 |
মন্দিরের সামনের বিন্যাস - ১ |
 |
মন্দিরের সামনের বিন্যাস - ২ |
 |
কৃষ্ণ |
 |
কৃষ্ণ |
 |
থাম |
 |
তিন বিদেশী |
 |
বলরাম |
 |
নকশা - ১ |
 |
নকশা - ২ |
 |
নকশা - ৩
মন্দিরটির পরিদর্শনের তারিখ : ২০.০১.২০১৮
|
সহায়ক গ্রন্থাবলী :
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
----------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
-------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন