বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০

ShriShri Guhyakalika Temple, Akalipur, Birbhum


শ্রীশ্রীগুহ্যকালিকা  মন্দির,  আকালিপুর,  বীরভূম 

শ্যামল  কুমার  ঘোষ 
    
            বীরভূম  জেলার  নলহাটি  থানার  অন্তর্গত  একটি  গ্রাম  আকালিপুর।  গ্রামটি  মহারাজা  নন্দকুমারের  জন্মস্থান  ভদ্রপুরের  সংলগ্ন।  পূর্ব  রেলপথের  আজিমগঞ্জ-নলহাটি  শাখার  লোহাপুর  রেলস্টেশন  থেকে  সহজেই  এই  গ্রামে  যাওয়া  যায়। 

            গ্রামের  দক্ষিণে  মহারাজ  নন্দকুমার  প্রতিষ্ঠিত  সর্পাসীনা,  সর্পাভরণে  ভূষিতা,  বরাভয়দায়িনী,  দ্বিভুজা,  জগন্মাতা  শ্রীশ্রীগুহ্যকালিকা  মাতার  মন্দিরটি  দ্রষ্টব্য। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী,  ইঁটের  তৈরি  মন্দিরটি  অষ্টকোণাকৃতি।  গর্ভগৃহের  চারদিকে  প্রদক্ষিণ  করার  পথ  আছে।  মন্দিরের  তিনটি  প্রবেশদ্বার।  মূলদ্বারটি  দক্ষিণ  দিকে।  এছাড়া  আরও  দুটি  প্রবেশদ্বার  আছে,  একটি  পূর্ব  দিকে,  অপরটি  পশ্চিম  দিকে।  মন্দিরের  চৌকাঠগুলি  ব্যাসাল্ট ( Basalt )  পাথরে  নির্মিত।  জনশ্রুতি,  এই  মন্দিরটি  নির্মাণকালে  হঠাৎ  মন্দিরটির  দেওয়াল  ফেটে  যায়  এবং  রাতে  দেবী  স্বপ্নে  দেখা  দিয়ে  বলেন  যেহেতু  তিনি  স্মশানবাসিনী  তাই  তাঁর  জন্য  মন্দিরের  দরকার  নেই।  মন্দিরের  উত্তর-পূর্ব  দিকের  দুটি  ফাটল  এখনও  সেই  ঘটনার  সাক্ষী  দেয়।  মন্দিরটি  ১১৭৮  বঙ্গাব্দের  ১১ ই  মাঘ  রটন্তী  কালী  পুজোর  দিন  প্রতিষ্ঠিত  হয়।  ইং  ২০০৪  সালে  আকালিপুর  গ্রামের  সত্যব্রত  মুখোপাধ্যায়ের  কন্যা  মধুমিতা  মুখোপাধ্যায়  মন্দিরটির  সংস্কার  করেন। 

            গর্ভগৃহে  শ্রীশ্রীগুহ্যকালিকা  মাতার  কাল  পাথরের  মনমুগ্ধকর  মূর্তি  নিত্য  পূজিত।  প্রতি  বছর  মাঘ  মাসের  রটন্তী  কালী  পুজোর  দিন  মহা  সমারোহে  দেবীর  পূজা  অনুষ্ঠিত  হয়। 
 
শ্রীশ্রীগুহ্যকালিকা  মাতার  মন্দির - ১

শ্রীশ্রীগুহ্যকালিকা  মাতার  মন্দির - ২

শ্রীশ্রীগুহ্যকালিকা  মাতা - ১

শ্রীশ্রীগুহ্যকালিকা  মাতা - ২



সহায়ক  গ্রন্থ  /  সূত্র : 
                 ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী
                 ২)  মন্দিরে  সামনে  থাকা  সংস্কার-ফলক   

 -------------------------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

-------------------------------------------------------------                                

Damodar Temple, Putunda, Purba Bardhaman


আটচালা  দামোদর  মন্দির,  পুতুন্ডা,  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 

            হাওড়া-বর্ধমান  রেলপথে  শক্তিগড়  একটি  রেলস্টেশন।  শক্তিগড়  স্টেশন  থেকে  ২  কিমি  দূরের  একটি  গ্রাম  পুটুন্ডা।  শক্তিগড়  স্টেশন  থেকে  টোটোতে  সহজেই  এই  গ্রামে  যাওয়া  যায়।  বর্ধমান  থেকে  বাসেও  এখানে  যেতে  পারেন।  গ্রামে  ক্ষেত্ৰনাথ  চৌধুরীর  পূর্বপুরুষের  প্রতিষ্ঠিত  আটচালা  দামোদর  মন্দিরটি  দ্রষ্টব্য।

            অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী  মন্দিরটি  আটচালা  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে  প্রবেশের  একটিই  দরজা, সামনে।  উত্তর  দিকে  একটি  জানলা  আছে।  মন্দিরের  সামনের  দেওয়াল  ও  অলিন্দ  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  তবে  বেশির  ভাগ  'টেরাকোটা'  এখন  নষ্ট  হয়ে  গেছে।  'টেরাকোটা'র  বিষয় :  কৃষ্ণলীলা,  সামাজিক  দৃশ্য,  দেবদেবীর  চিত্র,  লতাপাতার  নকশা  ইত্যাদি।  মন্দিরটি  ১৬৭১  শকাব্দে ( ১৭৪৯ খ্রিষ্টাব্দে )  প্রতিষ্ঠিত  হয়।  পরে  ১৩৪৪  বঙ্গাব্দে  ক্ষেত্ৰনাথ  চৌধুরী  সংস্কার  করেন।  গর্ভগৃহে  দামোদর ( নারায়ণ  শিলা )  নিত্য  পূজিত। 

            
আটচালা দামোদর মন্দির, পুতুন্ডা 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

মাঝের খিলানের উপরের কাজ 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১ 

শিয়াল  প্রদর্শিত  পথে  বসুদেবের  যমুনা  অতিক্রমের  দৃশ্য  
ও  শিশু  কৃষ্ণের  পরিচর্যা। 

বাঁকে করে ভারবহন 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২

 কুবলয়পীড় বধ  ও অন্য চিত্র 

কৃষ্ণের  নিকট  চতুর্ভুজ  ব্রহ্মার  নতিস্বীকার

ঘোড়ার গাড়িতে ভ্রমণ 

কানাই-বলাই 

প্রতিষ্ঠাফলক 

সংস্কারফলক 

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫

কুলুঙ্গির কাজ - ৬

কুলুঙ্গির কাজ - ৭

                                               *******

Pancharatna Ratneswar Shib Temple, Bhattabati, Murshidabad


পঞ্চরত্ন  রত্নেশ্বর  শিব  মন্দির,  ভট্টবাটি,  মুর্শিদাবাদ 

শ্যামল  কুমার  ঘোষ 

            মুর্শিদাবাদ  জেলার  নবগ্রাম  থানার  অন্তর্গত  একটি  গ্রাম  ভট্টবাটি  বা  ভট্টমাটি।  সুলতান  হোসেন  শাহের  সময়  ( ১৪৯৪-১৫১৯ খ্রিস্টাব্দ )  এখানে  বারশ  ব্রাহ্মণের  বসতি  ছিল।  এঁদের  পদবি  ছিল  'ভট্ট'।  তাই  গ্রামের  নাম  ভট্টবাটি।  পূর্ব  রেলের  কাটোয়া-আজিমগঞ্জ  রেলপথে  লালবাগ  কোর্ট  রোড  স্টেশনে  নেমে  টোটোতে  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে  পঞ্চরত্ন  রত্নেশ্বর  শিব মন্দিরটি  একটি  দ্রষ্টব্য। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  দক্ষিণমুখী,  অলিন্দ  বিহীন  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরের  গৰ্ভগৃহে  প্রবেশের  একটিই  দরজা,  সামনে।  মন্দিরের  চারদিকের  দেওয়ালে  ও  চূড়াগুলোর  গায়ে  উচ্চমানের  'টেরাকোটা'-অলংকরণ  আছে।  'টেরাকোটা'র  বিষয়  বলতে  গেলে  প্রথমেই  মন্দিরের  সামনের  দেওয়ালের  'টেরাকোটা'র  কথা  উল্লেখ  করতে  হয়।  দরজার  খিলানের  উপরে  প্রথম  আয়তাকার  আর্চে  নানা  সামাজিক  দৃশ্য  দেখা  যায়।  এর  মধ্যে  ডান  দিকের  নিচে  একজন  জমিদার  বা  নবাবের  সামনে  নৃত্যরতা  এক  বাইজি  কে  দেখা  যায়,  সঙ্গে  তবলচি।  এরই   নিচে  আছে  বিভিন্ন  বাজনা  বাজিয়ের  দল  আর  উপরে  আছে  একটি  বিয়ের  দৃশ্য।  বাঁ  দিকের  নিচের  দিকে  জমিদার  বা  ওই  শ্রেণীর  কাউকে  বন্ধু-বান্ধবদের  সঙ্গে   আলাপ  করতে  দেখা  যায়।  এর  উপরে  আছে  রাজসভায়  উপস্থিত  রাজা-রানি।  আয়তাকার  আর্চের  মাঝে  আছে  মঙ্গল-ঘট।  তার  উপরে  আছে  এক  দম্পতি।  এর  উপরের  দ্বিতীয়  আয়তকার  আর্চটিতে  আছে  দশাবতার,  কালী, নারদ  সহ  মোট  চব্বিশটি  ছোট  ছোট  মূর্তি।  মূর্তি গুলো  খুবই  ক্ষুদ্র।   কিন্তু   প্রতিটি  মূর্তি  খুবই স্পষ্ট।  দেওয়ালের  ধারের  দুই  সারি  উলম্ব  কুলুঙ্গির  বাঁ  দিকের  কুলুঙ্গিগুলোতে  আছে  রামায়ণ  কাহিনী  ও  ডান  দিকের  কুলুঙ্গিগুলোতে  আছে  কৃষ্ণ  লীলা।  এছাড়া  সামনের  দেওয়ালে  আছে  Yali,  সৈন্যদলের  কুচকাওয়াজ।  মন্দিরের  অন্যান্য  দেওয়ালের  টেরাকোটার  বিষয় :  গৌর-নিতাই,  রাধা-কৃষ্ণ,  ষড়ভুজ  গৌরাঙ্গ,  রাসমণ্ডল,  সপরিবারে  দুর্গা,  কৃষ্ণ  লীলা,  বামন  অবতার,  মৎস্যাবতার  ইত্যাদি।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  তবে  খ্রিস্টীয়  আঠারো  শতকের  বলে  অনুমান  করা  হয়।  গর্ভগৃহে  রত্নেশ্বর  শিবলিঙ্গ  নিত্য  পূজিত।  মন্দিরটি  পশ্চিমবঙ্গ  সরকার  কর্তৃক  সংরক্ষিত।  তবে  একটি  সাইনবোর্ড  ছাড়া  তার  কোন  অস্তিত্ব  পাওয়া  যায়  না।   

পঞ্চরত্ন  রত্নেশ্বর  মন্দির,  ভট্টবাটি

মন্দিরের সামনের বিন্যাস 

দরজার খিলানের উপরের কাজ 

দরজার খিলানের উপরের কাজ ( বড় করে )

বাঁ দিকের কৌণিক ভাস্কর্য ( Yali )

ডান দিকের কৌণিক ভাস্কর্য ( Yali )

বাঁকানো কার্নিসের নিচের কাজ 

বাঁকানো কার্নিসের নিচের কাজ ( দশাবতার ও অন্যান্য চিত্র )

বাঁকানো কার্নিসের নিচের কাজ ( কালী ও অন্যান্য চিত্র )

নকশা - ১

নকশা - ২

মারিচ বধ ও ভক্ত হনুমান 

রামরাজা ও হরধনু ভঙ্গ 

রামায়ণ কাহিনী 

কৃষ্ণের দুগ্ধ দহন ও শিশু কৃষ্ণ কোলে যশদা 

কৃষ্ণের দুগ্ধ দোহন

শিশু কৃষ্ণ কোলে যশদা

দধি মন্থন ও অন্য চিত্র 

দধি মন্থন

বকাসুর বধ ও অন্যান্য চিত্র 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ -১
( সৈন্যদলের  কুচকাওয়াজ ) 

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২
( সৈন্যদলের  কুচকাওয়াজ )

ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ৩
( সৈন্যদলের  কুচকাওয়াজ )

ভার বাহক 

মন্দিরের পূর্ব দিকের বিন্যাস

উপরে, গৌর-নিতাই ও রাধা-কৃষ্ণ
নিচে, ষড়ভুজ গৌরাঙ্গ 

বাঁ দিকে গৌর-নিতাই ও ডান দিকে রাধা-কৃষ্ণ

ষড়ভুজ গৌরাঙ্গ

বাঁ দিকের কৌণিক ভাস্কর্য ( সিংহ মানব )

ডান দিকের কৌণিক ভাস্কর্য ( সিংহ মানব )

টেরাকোটার বড় ফুল - ১

টেরাকোটার বড় ফুল - ২

নকশা - ৩

মন্দিরের উত্তর দিকের বিন্যাস

নাথ যোগী ও রাসমণ্ডল 

রাসমণ্ডল

বামন অবতার 

ডান দিকের কৌণিক ভাস্কর্য 

নকশা - ৪

নকশা - ৫

মন্দিরের পশ্চিম দিকের বিন্যাস

মন্দিরের পশ্চিম দিকের একটি 'টেরাকোটা' চিত্র 

সপরিবারে দুর্গা 

সপরিবারে দুর্গা ( বড় করে )

মৎস্যাবতার  

নকশা - ৬

নকশা - ৭

বড় চূড়ার উপরের কাজ ( গরুড় )

সহায়ক  গ্রন্থ :
                 ১)  বাংলার  মন্দির  স্থাপত্য  ও  ভাস্কর্য  :  প্রণব  রায় 

  ---------------------------------------------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।
--------------------------------------------------------------