নদিয়া জেলার মন্দির
শ্যামল কুমার ঘোষ
মুসলমান রাজত্বকালে দীর্ঘ তিনশ বছর ধরে নদিয়ায় প্রাচীন কোন মন্দিরের নিদর্শন পাওয়া যায় না । ষোল শতকের শুরুতে মহাপ্রভু শ্রীচৈতন্যের আবির্ভাবের ফলে বাঙালি জাতি আবার নবজীবন লাভ করল । শিল্প ও সংস্কৃতির বিকাশ ঘটল এই সময়ে । স্থাপত্য ও ভাস্কর্যের ক্ষেত্রেও এল যুগান্তকারী পরিবর্তন । মন্দির ও পোড়ামাটির ভাস্কর্য সমৃদ্ধশালী হয়ে উঠল । চৈতন্য পরবর্তী যুগে এইসব মন্দির বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে, হুগলি ও বর্ধমান জেলায় বহু নির্মিত হলেও নদিয়ায় এ যুগে নির্মিত তেমন কোন উল্লেখযোগ্য মন্দির নেই বললেই চলে । অবশ্য, পালপাড়ার মন্দিরটিকে এ ক্ষেত্রে ব্যতিক্রম বলা চলে ।
নদিয়ার বর্তমান প্রাচীন মন্দিরগুলি প্রায় সবই নির্মিত হয়ে ছিল নদিয়া রাজবংশের অভ্যুদয়ের কিছুকাল পর থেকে । নদিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা ভবানন্দের পৌত্র রাঘবের আগে পর্যন্ত কোন মন্দির নদিয়াতে পাওয়া যায় না । রাঘব কয়েকটি সুন্দর মন্দির নির্মাণ করেন । এর মধ্যে উল্লেখযোগ্য হল দিগনগরের রাঘবেশ্বরের মন্দির, যার পোড়ামাটির কাজ খুবই উন্নত মানের । অষ্টাদশ শতকে নদিয়ার মন্দির ইতিহাসে সূচিত হয় নতুন অধ্যায় । শিল্প ও সংস্কৃতির একনিষ্ট অনুরাগী মহারাজ কৃষ্ণচন্দ্র নির্মিত বিভিন্ন মন্দিরের নির্মাণে গতানুগতিকতাবর্জিত এক নতুন রীতি অনুসৃত হয়েছে । খিলান-মিনার প্রভৃতির সংযোজনে মুসলিম স্থাপত্যরীতির এমন কি গথিক স্থাপত্যশৈলীর প্রতিফলন হয়েছে । নদিয়ার মন্দিরগুলো ভাল ভাবে দেখতে হলে দু-একদিন ঘুরলে হবে না । এক একদিন এক একটা জায়গায় গিয়ে দেখতে হবে । যাতায়াত ও রাত্রিবাসের সুবিধার্থে জেলাকে কয়েকটি সার্কিটে ভাগ করে নিয়ে ঘুরলে দর্শনার্থীরা উপকৃত হবেন ।
রাজরাজেশ্বর শিবমন্দির |
যে মন্দিরটি দেখতে চান সেই নিদিষ্ট মন্দিরের নামের উপর ক্লিক করুন।
১. কল্যাণী সার্কিট :
১. কল্যাণী সার্কিট :
ঘ ) পালপাড়ার মন্দির *
২. রানাঘাট সার্কিট :
ঘ ) কৃষ্ণ মন্দির, উলা, বীরনগর *
ঙ ) রাজরাজেশ্বর শিব ও অন্যান্য মন্দির, শিবনিবাস
চ ) যুগলকিশোর মন্দির, আড়ংঘাটা, নদিয়া *
ছ ) চিন্ময়ী ও সিদ্ধেশ্বরী কালী মন্দির, রানাঘাট
জ ) রুদ্রেশ্বর শিবমন্দির, মাটিয়ারি, বানপুর *
ঙ ) রাজরাজেশ্বর শিব ও অন্যান্য মন্দির, শিবনিবাস
চ ) যুগলকিশোর মন্দির, আড়ংঘাটা, নদিয়া *
ছ ) চিন্ময়ী ও সিদ্ধেশ্বরী কালী মন্দির, রানাঘাট
জ ) রুদ্রেশ্বর শিবমন্দির, মাটিয়ারি, বানপুর *
৩. কৃষ্ণনগর সার্কিট :
চ ) কৃষ্ণরায় জিউ মন্দির, তেহট্ট *
৪. বেথুয়াডহরী সার্কিট :
ক ) সর্বমঙ্গলা ও গোপীনাথ মন্দির, মুড়াগাছা
খ ) শিবমন্দির, নাকাশিপাড়া *
গ ) ব্রহ্মাণীতলা, নাকাশিপাড়া
ঘ ) শিবমন্দির ও বুড়িমার মন্দির, বহিরগাছি
ঙ ) গোপীনাথ মন্দির, ধর্মদা
চ ) বিল্বেশ্বরী ও মদনমোহন মন্দির, বিল্বগ্রাম
ছ ) অন্নপূর্ণা মন্দির, সোনাডাঙা *
৪. বেথুয়াডহরী সার্কিট :
ক ) সর্বমঙ্গলা ও গোপীনাথ মন্দির, মুড়াগাছা
খ ) শিবমন্দির, নাকাশিপাড়া *
গ ) ব্রহ্মাণীতলা, নাকাশিপাড়া
ঘ ) শিবমন্দির ও বুড়িমার মন্দির, বহিরগাছি
ঙ ) গোপীনাথ মন্দির, ধর্মদা
চ ) বিল্বেশ্বরী ও মদনমোহন মন্দির, বিল্বগ্রাম
ছ ) অন্নপূর্ণা মন্দির, সোনাডাঙা *
থ ) শ্যামরাই মন্দির, শ্যামবাজার, শান্তিপুর
দ ) কৃষ্ণচন্দ্র মন্দির, রায়বাড়ি, রাধাবল্লভী আচার্য পাড়া, শান্তিপুর
ধ ) বিশ্বমোহন মন্দির, গোস্বামী ভট্টাচার্য লেন, শান্তিপুর দ ) কৃষ্ণচন্দ্র মন্দির, রায়বাড়ি, রাধাবল্লভী আচার্য পাড়া, শান্তিপুর
Dhannobad Apnake..... Kub Sundor Laglo...
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনরানাঘাট এর radhabollov jiur Mondir nei keno, eta sob theke prachin mondir ranaghat er
উত্তরমুছুনস্যার আপনার কন্টাক্ট নাম্বারটা দেওয়া যাবে
উত্তরমুছুনআমার ইমেল shyamalfpb@gmail.com
মুছুন