Temples of Nadia District


নদিয়া  জেলার  মন্দির

                                শ্যামল  কুমার  ঘোষ
           
          মুসলমান   রাজত্বকালে  দীর্ঘ  তিনশ  বছর  ধরে  নদিয়ায়  প্রাচীন  কোন  মন্দিরের   নিদর্শন  পাওয়া  যায়  না ।   ষোল  শতকের  শুরুতে  মহাপ্রভু  শ্রীচৈতন্যের   আবির্ভাবের  ফলে  বাঙালি  জাতি  আবার  নবজীবন  লাভ  করল ।  শিল্প  ও  সংস্কৃতির  বিকাশ  ঘটল  এই  সময়ে ।  স্থাপত্য  ও  ভাস্কর্যের  ক্ষেত্রেও  এল  যুগান্তকারী  পরিবর্তন ।  মন্দির  ও  পোড়ামাটির  ভাস্কর্য  সমৃদ্ধশালী  হয়ে  উঠল ।  চৈতন্য  পরবর্তী  যুগে  এইসব  মন্দির  বাঁকুড়া  জেলার  বিষ্ণুপুরে,  হুগলি  ও  বর্ধমান  জেলায়  বহু  নির্মিত  হলেও  নদিয়ায়  এ  যুগে  নির্মিত  তেমন  কোন  উল্লেখযোগ্য  মন্দির  নেই  বললেই  চলে ।  অবশ্য,  পালপাড়ার  মন্দিরটিকে  এ  ক্ষেত্রে  ব্যতিক্রম  বলা  চলে । 
 
          নদিয়ার  বর্তমান  প্রাচীন  মন্দিরগুলি  প্রায়  সবই  নির্মিত  হয়ে  ছিল  নদিয়া  রাজবংশের  অভ্যুদয়ের  কিছুকাল  পর  থেকে ।  নদিয়া  রাজবংশের  প্রতিষ্ঠাতা  ভবানন্দের  পৌত্র  রাঘবের  আগে  পর্যন্ত  কোন  মন্দির  নদিয়াতে  পাওয়া  যায়  না ।  রাঘব  কয়েকটি  সুন্দর  মন্দির  নির্মাণ  করেন ।  এর  মধ্যে  উল্লেখযোগ্য  হল  দিগনগরের  রাঘবেশ্বরের  মন্দির,  যার  পোড়ামাটির  কাজ  খুবই  উন্নত  মানের ।  অষ্টাদশ  শতকে  নদিয়ার  মন্দির  ইতিহাসে  সূচিত  হয়  নতুন  অধ্যায় ।  শিল্প  ও   সংস্কৃতির  একনিষ্ট  অনুরাগী  মহারাজ  কৃষ্ণচন্দ্র  নির্মিত  বিভিন্ন  মন্দিরের  নির্মাণে  গতানুগতিকতাবর্জিত  এক  নতুন  রীতি  অনুসৃত  হয়েছে ।  খিলান-মিনার  প্রভৃতির  সংযোজনে  মুসলিম  স্থাপত্যরীতির  এমন  কি  গথিক  স্থাপত্যশৈলীর  প্রতিফলন  হয়েছে ।  নদিয়ার  মন্দিরগুলো  ভাল  ভাবে  দেখতে  হলে  দু-একদিন  ঘুরলে  হবে  না ।  এক  একদিন  এক  একটা  জায়গায়  গিয়ে  দেখতে  হবে ।   যাতায়াত  ও  রাত্রিবাসের  সুবিধার্থে  জেলাকে  কয়েকটি  সার্কিটে  ভাগ  করে  নিয়ে  ঘুরলে  দর্শনার্থীরা  উপকৃত  হবেন । 
রাজরাজেশ্বর  শিবমন্দির
 
যে  মন্দিরটি  দেখতে  চান  সেই  নিদিষ্ট  মন্দিরের  নামের  উপর  ক্লিক  করুন। 


১. কল্যাণী  সার্কিট :
২. রানাঘাট  সার্কিট :
৩.  কৃষ্ণনগর  সার্কিট 
চ )  কৃষ্ণরায়  জিউ  মন্দির,  তেহট্ট  *

৪.  বেথুয়াডহরী  সার্কিট :
ক )  সর্বমঙ্গলা  ও  গোপীনাথ  মন্দির,  মুড়াগাছা 
খ )  শিবমন্দির, নাকাশিপাড়া  *
গ )  ব্রহ্মাণীতলা, নাকাশিপাড়া 
ঘ )  শিবমন্দির ও  বুড়িমার  মন্দির,  বহিরগাছি
ঙ )  গোপীনাথ  মন্দির,  ধর্মদা
চ )  বিল্বেশ্বরী  ও  মদনমোহন  মন্দির,  বিল্বগ্রাম 
ছ )  অন্নপূর্ণা  মন্দির,  সোনাডাঙা  *
    
. শান্তিপুর  সার্কিট :
 )  শ্রীঅদ্বৈত  পাট
ধ  )  বিশ্বমোহন মন্দির,  গোস্বামী  ভট্টাচার্য  লেন,  শান্তিপুর 
ন )  গণেশ মন্দির, সূত্রাগড়, শান্তিপুর *
                                                         


* চিহ্নিত  মন্দিরগুলি  'টেরাকোটা'  বা  'পঙ্খ'  অলংকৃত


৫টি মন্তব্য: