বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

Ramsita Temple, Rajbari Temple Complex, Ambika Kalna, Purba Bardhaman


রামসীতার  মন্দির,  কৃষ্ণচন্দ্র  মন্দির  প্রাঙ্গণ, রাজবাড়ি  মন্দির  চত্বর,  অম্বিকা  কালনা,  

পূর্ব  বর্ধমান

            শ্যামল  কুমার  ঘোষ


            অম্বিকা  কালনার  রাজবাড়ি  মন্দির  চত্বরের  পূর্ব  দিকে  অবস্থিত  কৃষ্ণচন্দ্র  মন্দির।  এই  মন্দিরের  বিবরণ  আগেই  দিয়েছি।   এখানে  আলোচনা  করবো  রামসীতার  মন্দির  সম্বন্ধে।  

            কৃষ্ণচন্দ্র  মন্দিরের  প্রাচীর  বেষ্টনীর  মধ্যে  রয়েছে  তিনটি  উপমন্দির।  বদ্রিনারায়ণ,  রাধাবল্লভ  ও  রামসীতার  মন্দির।  মন্দিরের  সামনে  আছে  রাধাবল্লভ  মন্দির,  পশ্চিম  দিকে  আছে  বদ্রিনারায়ণের  মন্দির।  আর  পূর্ব  দিকে  আছে  রামসীতার  মন্দির।  মন্দিরটি  ইঁটের  তৈরি  দালান।  মন্দিরে  রামসীতা  ও  অন্যান্য  বিগ্রহ  নিত্য  পূজিত।

রামসীতার মন্দির,অম্বিকা কালনা, পূর্ব বর্ধমান 

রামসীতা ও অন্যান্য বিগ্রহ 

রামসীতার বিগ্রহ 

            অম্বিকা  কালনার  এই  মন্দিরে  যেতে  হলে  শিয়ালদহ  থেকে  সকাল  ৮ টা  ৬ মিনিটের  কাটোয়া  লোকাল  বা  হাওড়া  থেকে  কাটোয়া  লোকাল  ধরুন।  ব্যাণ্ডেল  থেকেও  অম্বিকা  কালনা  যাওয়ার  গাড়ি  পাবেন।  স্টেশন  থেকে  রিকশা  বা  টোটোতে  মন্দিরে  পৌঁছে  যান।  নদিয়া  জেলার  শান্তিপুর  থেকেও  গঙ্গা  পেরিয়ে  কালনায়  যেতে  পারেন। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ০১.০৭.২০১৬