শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

Siddheshwari Kali Temple, Crossing of Rabindra Sarani and Madanmohantala, Kumortuli, Kolkata

 সিদ্ধেশ্বরী  কালী  মন্দির, রবীন্দ্র  সরণি  ও  মদনমোহনতলার  সংযোগ  স্থল,  বাগবাজার /  কুমোরটুলি,  কলকাতা 

                      শ্যামল  কুমার  ঘোষ 

            সিদ্ধেশ্বরী  কালী  মন্দির  কলকাতার  বাগবাজার /  কুমোরটুলি  অঞ্চলে  অবস্থিত  একটি  প্রাচীন  কালী  মন্দির।  অতীতে  এই  অঞ্চল  ছিল  বন-জঙ্গলে  ঢাকা।  এখন  যেখানে  মন্দির  তার  সামনে  দিয়ে  বয়ে  যেত   হুগলি  নদী।  নদী  এখন  অনেকটা  পশ্চিমে  সরে  গেছে।  এক  সময়  হিমালয়ে  তপস্যারত  কালীবর  নামে  এক  সন্ন্যাসী  স্বপ্নাদেশ  পান  যে  দক্ষিণে  সতীর  অঙ্গ  পড়েছে।  সেই  অঙ্গ  খুঁজে  বের  করে  মায়ের  প্রতিষ্ঠা  করতে  হবে।  কালীবর  নদীর  পার  বরাবর  হাঁটতে  হাঁটতে  এখানে  এসে  একটি  বেদি,  কিছু  ফুল  ও  হাড়গোড়  পড়ে  আছে  দেখতে  পান। কালীবর ভাবেন  এই  সেই  স্থান।  আসলে  সেটি  ছিল  ডাকাতদের  আস্তানা।  ডাকাতি  করার  আগে  ডাকাতরা  মায়ের  উদ্দেশ্যে  বলি  দিত।  তিনি  হোগলা  পাতার  একটি  কুটির  তৈরি  করে  তপস্যা  শুরু  করেন  এবং  সিদ্ধি  লাভ  করেন।  মা  তাঁকে  মন্দিরের  এই  মূর্তিতে  দেখা  দেন।  কালীবর   সিদ্ধি  লাভ  করেন। তাই  মায়ের  নাম  হয়  'সিদ্ধেশ্বরী'।  মা  তাকে  বলেন  সতীর  অঙ্গ  পেতে  তাকে  আরও  দক্ষিণে  যেতে  হবে।  মা  তাঁকে  যে  মূর্তিতে  দেখা  দিয়েছিলেন  তিনি  সেই  মূর্তি  প্রতিষ্ঠা  করলেন।  তারপর  দেবী  মূর্তির  ভার  দুই  কাপালিকের  হাতে  সমর্পণ  করে  মায়ের  আদেশে  আরও  দক্ষিণে  রহনা  দিলেন।  তারপর  অনেক  বছর  কেটে  গেছে।  কালক্রমে  কাপালিক  ও  ডাকাতদের  থেকে  হাতবদল  হয়ে  মায়ের  পূজার  ভার  এল  গৃহীর  হাতে।  প্রথমে  মন্দিরটি  ছিল  হোগলা  পাতার।  অনেক  পরে  কুমোরটুলির  গোবিন্দ  মিত্রের  পরিবার  মন্দিরটি  তৈরি  করে  দেন।  বর্তমান  মন্দিরটি  কয়েকটি  ঘর  সহ  একটি  'দালান'।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  তার  সামনে  গাড়ি  বারান্দা।  মন্দিরটির  শেষ  সংস্কার  হয়েছে  ইং  ২০১৯  সালে। 

            মন্দিরে  স্থাপিত  দেবী  মূর্তিটি  মৃন্ময়ী।  বছরে  একবার  মায়ের  অঙ্গরাগ  হয়।  দেবীর  বাম  চরণের  দিকে  সম্পূর্ণ  দিগম্বর  শ্বেত  মহাদেবের  মস্তক।  বসনে  দেবী  নয়নাভিরাম।  মায়ের  হাতের  খাঁড়া  ছাড়াও  মন্দিরে  আরও  দুটি  খাঁড়া  আছে।  একটি  খাঁড়া  খুবই  ভারি।  আগে  এই  খাঁড়া  দিয়ে  মোষ  বলিও  হয়েছে।  সেটি  এখন  তাকে  তোলা  আছে।  আর  একটি  খাঁড়া  আছে  খুবই  প্রাচীন।  এই  খাঁড়া  ধোয়া  জল  ভক্তকে  দেওয়া  হয়।  এখানে  উল্লেখ্য,  অনেক  মানুষের  বিশ্বাস  এই  খাঁড়া  ধোয়া  জল  বাড়িতে  রাখলে  কোন  অশুভ  শক্তি  পরিবার  কে  স্পর্শ  করতে  পারে  না।  খাঁড়া  ধোয়া  জল  দিতে  দিতে  খাঁড়াটি  ক্ষয়প্রাপ্ত  হয়ে  খুবই  ছোট  হয়ে  গেছে।  জনশ্রুতি,  এক  সময়  দেবীর  সামনে  নরবলি  দেওয়া  হত। 

            ঠাকুর  রামকৃষ্ণ  এই  মন্দিরে  আসতেন।  একবার  কেশবচন্দ্র  সেন  গুরুতর  অসুস্থ  হয়ে  পড়লে  ঠাকুর  সিদ্ধেশ্বরী  মায়ের  কাছে  ডাব-চিনি  মানত  করেছিলেন।  উপেন্দ্রনাথ  মুখোপাধ্যায়  ছিলেন  বসুমতী  সাহিত্য  মন্দিরের  প্রতিষ্ঠাতা।  তিনি  ছিলেন  ঠাকুর  রামকৃষ্ণের  কৃপাধন্য।  ঠাকুর  তাঁকে  বলেছিলেন,  যা  উপেন  মা  সিদ্ধেশ্বরীর  কাছে  মানত  কর।  তোর  এক  দরজা  শত  দরজা  হবে।  তাইই  হয়েছিল।  নট  ও  নাট্যকার  গিরিশচন্দ্র  ঘোষ  এই  মন্দিরে  আসতেন।  তিনি  নাটক  রচনা  করে  খসড়াটি  প্রথমে  মায়ের  পায়ে  ছুঁইয়ে  তারপর  নাটকের  মহড়া  শুরু  করতেন।  তিনি  আদর  করে  এই   মাকে  'উত্তর  কলকাতার  গিন্নি'  বলে  ডাকতেন । 

             নিত্য  পূজা  ছাড়াও  প্রতি  অমাবস্যায়  রাত্রে  মন্দিরে  বিশেষ  পূজা  অনুষ্ঠিত  হয়।  এ  ছাড়া  কালী  পূজা,  রটন্তি  কালী  পূজা  ও  ফলহারিণী  কালী  পূজাতে  মহা  সমারোহে  মায়ের  পূজা  হয়।  আর  মায়ের  বিশেষ  উৎসবের  দিন  বৈশাখ  মাসে  বুদ্ধ  পূর্ণিমায়  মায়ের  ফুলদোল  হয়।  মাকে  ফুল  দিয়ে  সাজানো  হয়।  ফুলের  গহনা  পড়ানো  হয়।  সেদিন  ফুলের  সাজে  মায়ের  জগৎজননী  রূপ  ফুটে  ওঠে।


সিদ্ধেশ্বরী মন্দির, বাগবাজার / কুমোরটুলি 

গর্ভগৃহের সামনের অলিন্দ - ১

গর্ভগৃহের সামনের অলিন্দ - ২

মা সিদ্ধেশ্বরী - ১

মা সিদ্ধেশ্বরী - ২

মা সিদ্ধেশ্বরী - ৩

মা সিদ্ধেশ্বরী - ৪
                               
         পশ্চিমবঙ্গের অন্যান্য কালী মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 

            কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 

                        কলকাতার  মন্দির

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------

মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১

Bhabatarini Kali Temple, Balaram Ghosh Street, Shyampukur, Kolkata

 ভবতারিণী  কালী  মন্দির,  বলরাম  ঘোষ  স্ট্রিট,  কলকাতা 

            শ্যামল  কুমার  ঘোষ 

             ভবতারিণী  কালী  মন্দির  উত্তর  কলকাতার  শ্যামপুকুরের  ২/২,  বলরাম  ঘোষ  স্ট্রিটে  অবস্থিত  একটি  প্রাচীন  কালী  মন্দির।  ১২৯৫ বঙ্গাব্দের  ( ১৮৮৮ খ্রীষ্টাব্দ )  ৫ই  বৈশাখ  মন্দিরটি  প্রতিষ্ঠিত  হয়।  দিনটি  ছিল  বাসন্তী  পঞ্চমী।  প্রতিষ্ঠা  করেন  সারদা  প্রসাদ  ঘোষের  মাতা  দয়াময়ী  দাসী। 

            উঁচু  ভিত্তিবেদির  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত,  দক্ষিণমুখী  মন্দিরটি  নবরত্ন  শৈলীর।  মন্দিরের  খিলানের  এক  একটি  স্তম্ভ  'কলাগেছ্যা'  রীতির  গোল  ও  সরু  স্তম্ভগুচ্ছের  সমষ্টি।  গর্ভগৃহের  সামনে  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  অলিন্দ। গর্ভগৃহে  কষ্টিপাথরের  দক্ষিণাকালী  'ভবতারিণী'  নামে   নিত্য  পূজিতা।  কালী  মূর্তিটি  ঘোমটা  দেওয়া।  তাই  এঁকে  অনেকে  'ঘোমটা  কালী'   বলে  থাকেন।  মন্দিরের  গর্ভগৃহের  একদিকে  শ্রীধর  ( নারায়ণ  শিলা ),  কৃষ্ণ-রাধিকা  মূর্তি,  একটি  একক  কৃষ্ণ  মূর্তি  ইত্যাদিও  নিত্য  পূজিত।  বড়  কৃষ্ণ-রাধিকা  মূর্তিদ্বয়  এই  মন্দিরের  পূর্বতন  এক  পুরোহিতের।  মন্দিরের  দুপাশে  আছে  দুটি  আটচালা  শিব  মন্দির।  দুটি  মন্দিরের  ভিতরে  যথাক্রমে  হরেশ্বর  ও  হরপ্রসন্ন  নামে  দুটি  কষ্টিপাথরের  শিবলিঙ্গ  নিত্যপূজিত।  তিনটি  মন্দির  একটি  লম্বা  বারান্দা  দিয়ে  যুক্ত।  টানা  বারান্দার  সামনের  দিকটা  ও  সিঁড়ি  ঢালাই  লোহার  সুদৃশ্য  রেলিং  দিয়ে  ঘেরা।  তিনটি  মন্দিরের  চারিদিকে  প্রদক্ষিণ  করার  প্রশস্ত  জায়গা  আছে।  মন্দিরের  সামনে  একটি  চাঁদনি  আকৃতির  নাটমন্দির  আছে।  মন্দিরটি  পাঁচিল  দিয়ে  ঘেরা।  মন্দির  প্রাঙ্গণের  প্রবেশ-দ্বারের  পাশে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  মন্দির  প্রাঙ্গণ  গাছের  ছায়া-ঘেরা। 

            বলরাম  ঘোষ  ঢাকায়  মুর্শিদকুলি  খাঁর  অধীনে  চাকরি  করতেন।  কলকাতায়  এসে  শ্যামপুকুর  অঞ্চলে  জমি  কিনে  বাড়ি  তৈরি  করেন।  তাঁর  নামে  রাস্তার  নাম  বলরাম  ঘোষ  স্ট্রিট।  এই  বংশের  তুলসীরাম  ঘোষ  কর্মসূত্রে  ঢাকায়  থাকতেন।  ঢাকায়  নবাবের  অধীনে  উচ্চ  পদে  চাকরি  করতেন।  তুলসীরামের  নাতি  সারদাপ্রসাদ।  তুলসীরাম  স্বপ্নে  এক  কালী  মূর্তি  দেখেছিলেন।  স্বপ্নে  দেখা  কালী  মূর্তি  অনুযায়ী  তিনি  একটি  ছবি  আঁকিয়েছিলেন।  সেটি  মন্দিরের  গর্ভগৃহের  দেওয়ালে  টাঙানো  আছে।  স্বামীর  মৃত্যুর  পর  তুলসীরামের  পুত্রবধূ  দয়াময়ী  দেবী  ছেলের  সঙ্গে  কলকাতায়  ফিরে  আসেন।  এই  জমি  কিনে  মন্দির  তৈরি  শুরু  করেন  এবং  তুলসীরামের  আঁকানো  ছবি  অনুযায়ী  কালী  মূর্তি  তৈরি  করান।  কিন্তু  তিনি  মন্দির  প্রতিষ্ঠা  দেখে  যেতে  পারেন  নি।  তাঁর  অবর্তমানে  তাঁর  পুত্র  সারদাপ্রসাদ  সেই  কাজ  সমাপন  করেন।

            বৈষ্ণব  মতে  পূজা  হয়।  নিত্য  পূজা  ছাড়াও  কালী  পূজার  সময়  ও  বাসন্তী  পঞ্চমীর  দিন  প্রতিষ্ঠাবার্ষিকীতে  ধুমধাম  সহকারে  মন্দিরে  পূজা  অনুষ্ঠিত  হয়।  প্রতি  অমাবস্যায়  হোম  হয়।  কালী  পূজায়  অন্নভোগ  ও  আমিষ  ভোগ  হয়  না।  নুন  ছাড়া  লুচি,  পাঁচ  রকমের  ভাজা,  বোঁদে,  মিষ্টি  ইত্যাদি  দিয়ে  ভোগ  দেওয়া  হয়।  এছাড়া  দুর্গা  পূজাতে  নবমীর  দিন  এক  দিনের  দুর্গা  পূজা,  জগদ্ধাত্রী  পূজা,  চাঁচর,  জন্মাষ্টমী  ইত্যাদি  মন্দিরে  অনুষ্ঠিত  হয়।  চার-পাঁচ  জন  সেবায়েত  পালা  করে  মন্দিরে  পূজা-কার্য  করে  থাকেন।  মন্দিরের  বর্তমান  পুরোহিত  রূপ  মুখার্জী।            

      কী ভাবে  যাবেন ?          
             শ্যামবাজার  পাঁচ  মাথার  মোড়  থেকে  ভূপেন  বোস  এভিনিউ  ধরে  মণীন্দ্র  নাথ  কলেজ  পর্যন্ত  হাঁটুন।  তারপর  মণীন্দ্র  নাথ  কলেজের  বিপরীত  দিকে  অবস্থিত  শ্যামবাজার  স্ট্রিট  ধরে  একটু  এগুলেই  শ্যামপুকুর  থানা।  থানার  সামনে  বলরাম  ঘোষ  স্ট্রিট।  ডান  দিকেই  মন্দির।

             মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ০৯.১০.২০২১ 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

ভবতারিণী মন্দির 

মন্দিরের সামনের রেলিং, বাঁ দিকে হরেশ্বর শিবমন্দির 

মন্দিরের শিখর 

দেওয়ালে টাঙানো কালীর ছবি 

ভবতারিণী কালী মূর্তি - ১

ভবতারিণী কালী মূর্তি - ২

শ্রীধর ( শালগ্রাম শিলা ) ও অন্যান্য বিগ্রহ 

হরেশ্বর শিবলিঙ্গ

প্রতিষ্ঠাফলক 

*********
          পশ্চিমবঙ্গের অন্যান্য কালী মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 


          কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 

                        কলকাতার  মন্দির

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------