সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

Abandoned Atchala Shib Temple, Paschim Para, Amarargarh ( Amaragarh ), Purba Bardhaman


পরিত্যক্ত  আটচালা  শিবমন্দির,  পশ্চিম  পাড়া,  অমরারগড়  ( অমরাগড় ),  পূর্ব  বর্ধমান 

শ্যামল  কুমার  ঘোষ 



            আউসগ্রাম  ২  নম্বর  ব্লকের  অন্তর্গত  অমরারগড়  ( অমরাগড় )  একটি  প্রাচীন  ও  বর্ধিষ্ণু  গ্রাম।  বর্ধমান-আসানসোল  রেলপথে  মানকর  স্টেশনে  নেমে  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  এই  গ্রামে  অনেকগুলি  মন্দির  আছে।  তবে  বেশির  ভাগ  মন্দিরের  টেরাকোটা  অপসারিত।  আমার  পরিদর্শন  কালে  আমি  তিনটি  টেরাকোটা  অলংকরণযুক্ত  মন্দির  দেখেছি।  মাঝের  পাড়ার  পঞ্চরত্ন  মন্দির  ও  পশ্চিম  পাড়ার  দামোদর  মন্দির  নিয়ে  আগেই  লিখেছি।  এখানে  পশ্চিম  পাড়ার  একটি  পরিত্যক্ত  মন্দির  নিয়ে  আলোচনা  করব।  মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  স্থানীয়  মণ্ডল  ( স্থানীয়দের  কাছে  মোড়ল )  পরিবার। 

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  একদুয়ারী,  পূর্বমুখী  মন্দিরটি  আটচালা  শৈলীর।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকরণে  অলংকৃত।  টেরাকোটার  বিষয় :  রাজ  দরবারে  রামসীতা,  শিব,  ভক্ত  হনুমান,  কালী,  গণেশ,  ষড়ভুজ  গৌরাঙ্গ,  পুতনা  বধ,  মিথুন  মূর্তি  ও  শালভঞ্জিকা  ইত্যাদি।  মন্দিরটি  এখন  পরিত্যক্ত।   


আটচালা শিব মন্দির 

মন্দিরের সামনের বিন্যাস 

খিলানের উপরের কাজ 

রাজ দরবারে রামসীতা 

ভক্ত হনুমান ও ছিন্নমস্তা 

কৌণিক ভাস্কর্য - ১

কৌণিক ভাস্কর্য - ২

কুলুঙ্গির কাজ - ১

কুলুঙ্গির কাজ - ২

কুলুঙ্গির কাজ - ৩

কুলুঙ্গির কাজ - ৪

কুলুঙ্গির কাজ - ৫



            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৪.১২.২০১৯ 


                                              ********

২টি মন্তব্য: