শ্রীশ্রী আনন্দময়ী কালী মন্দির, কৃষ্ণনগর কালীতলা, হুগলি
শ্যামল কুমার ঘোষ হাওড়া-তারকেশ্বর রেলপথে হরিপাল ১৬ তম রেলস্টেশন। রেলপথে হাওড়া থেকে দূরত্ব ৪৫ কিমি। হরিপাল স্টেশন থেকে হরিপাল-জাঙ্গিপাড়া-জগৎবল্লভপুর রাস্তায়, জাঙ্গিপাড়া ব্লকের একটি গ্রাম বাহিরগড়।
বাহিরগড়ে দামোদর মন্দির ও সিংহরায়দের শিবমন্দির দেখে চলুন কৃষ্ণনগর কালীতলায় আনন্দময়ী কালী দেখতে। আনন্দময়ী কালী এই অঞ্চলের খুবই জাগ্রত দেবী। কৃষ্ণ পাথরে তৈরি খুবই সুন্দর মূর্তি। বহু প্রাচীন মূর্তিটি একটি নতুন তৈরি দালান মন্দিরে প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। দেবীর সামনে পঞ্চানন্দ, কালী, শীতলা ও মনসার চারটি ঘট আছে। পুরানো মন্দিরে মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন কৈলাশ মুখার্জি। বর্তমানে নীলকান্ত, তারাকদাস ও হারাধন ভট্টাচার্য তিন ভাই মন্দিরের সেবায়েত। তাঁরাই পালাক্রমে পূজা করে থাকেন।
আনন্দময়ী কালী মন্দির, কৃষ্ণনগর |
আনন্দময়ী কালী মাতা - ১ |
আনন্দময়ী কালী মাতা - ২ |
সহায়ক গ্রন্থাবলী :
১) হুগলি জেলার ইতিহাস ও বঙ্গসমাজ ( ৩ য় খণ্ড ) : সুধীর কুমার মিত্র
২) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য ********
পশ্চিমবঙ্গের অন্যান্য কালী মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : ------------------------------------------- আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। -------------------------------------------- |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন