সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯

Lakshmijanardan Temple, Bamunpara, IIlambazar, Birbhum, West Bengal


লক্ষ্মীজনার্দন  মন্দির,  বামুনপাড়া, ইলামবাজার,  বীরভূম 

                 শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম  জেলার  বোলপুর  মহকুমা  ও  ইলামবাজার  থানার  অন্তর্গত  ইলামবাজার  একটি  পৌর  শহর।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  সহজেই  এখানে  যাওয়া  যায়। 

            ইলামবাজারের  বামুন  পাড়ায়  দক্ষিণমুখী  লক্ষ্মীজনার্দনের  মন্দির  অবস্থিত।  উঁচু  ভিত্তিভূমির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  দক্ষিণমুখী  মন্দিরটি  পঞ্চরত্ন  শৈলীর।  মন্দিরের  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  ত্রিখিলান  প্রবেশপথের  মাঝের  খিলানের  উপর  রাসমণ্ডল,  গিরিগোবর্ধন  ধারণ,  গোষ্ঠলীলা  ইত্যাদি  দৃশ্য।  বামপার্শের  খিলানের  উপর  রামরাবণের  যুদ্ধ,  সিংহাসনে  উপবিষ্ট  রামসীতা  ইত্যাদির  প্রতিকৃতি  ও  ডানদিকের  খিলানের  উপর  সপরিবারে দুর্গা  ও  শিবদুর্গা  উৎকীর্ণ।  বাঁকানো  কার্নিসের  নিচে  মথুরায়  গমনোদ্যত  কৃষ্ণ-বলরাম  ও  সংকীর্তনের  দৃশ্যাবলী  রূপায়িত।   কুলুঙ্গির  মধ্যে  দশাবতার  ও  অন্যান্য  মূর্তি আছে।  মন্দিরের  দুপাশের  প্রান্তদেশে  লম্বালম্বিভাবে  মৃত্যুলতা  ফলক  দেখা  যায়।  স্তম্ভের  গায়ে  কোন  অলংকরণ  নেই।  মন্দিরটি  ১৭৬৮  শকব্দে ( ১৮৪৬  খ্রীষ্টাব্দে )  বা  ১২৫৩  বঙ্গাব্দে  প্রতিষ্ঠিত।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  ২০০৬  খ্রীষ্টাব্দে  মন্দিরটির  সংস্কার  করা  হয়। 


রাসমণ্ডল 

লক্ষ্মীজনার্দন মন্দির, ইলামবাজার 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের কাজ 

মাঝের খিলানের কাজ 

বড় করে 

রাসমণ্ডল 

ডান দিকের খিলানের কাজ 

সপরিবারে দুর্গা  

বাঁকানো কার্নিসের নিচের কাজ 

বড় করে 

Yali

Yali

প্রতিষ্ঠাফলক 

কুলুঙ্গির মধ্যের কাজ 

পরশুরাম ও বামন অবতার 

নৃসিংহ ও বরাহ অবতার 

কূর্মাবতার ও মাৎস্যবতার 

মৃত্যুলতা - ১

মৃত্যুলতা - ২

মৃত্যুলতা - ৩


          মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ৩১.১০.২০১৯

       সহায়ক  গ্রন্থ :           
                    ৩)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী                                                                                                       

 ----------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।                               
   

২টি মন্তব্য:

  1. অসাধারণ মন্দির, সুরক্ষিত। পৌরাণিক টেরাকোটা মূর্তি গুলি
    এখনও অটুট। শিল্পীদের কুর্নিশ জানাই। মন্দির নগরী ইলামবাজারের মন্দির গুলি খুব সুন্দর।সুন্দর উপস্থাপনা ।মলবাবুকে আমার আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা।
    দুর্গা শঙ্কর দীর্ঘাঙ্গী।
    জয়ন্তিপুর, চন্দ্রকোণা।

    উত্তরমুছুন