রবিবার, ২৮ আগস্ট, ২০২২

Three Shib Temple, Mudipara, Dubrajpur, Birbhum

 


তিনটি শিব মন্দির, মুদিপাড়াদুবরাজপুর, বীরভূম

                   শ্যামল কুমার ঘোষ


             বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমা ও দুবরাজপুর ব্লকের অন্তর্গত দুবরাজপুর একটি পৌর শহর। শহরের দক্ষিণ প্রান্তে 'মামা ভাগনে পাহাড় ' এখানকার একটি দর্শনীয় স্থান।

             দুবরাজপুরে অনেকগুলি ইঁটের তৈরি মন্দির আছে, বিশেষ করে কয়েকটি তেররত্ন মন্দির। আজ এখানে মুদিপাড়ার তিনটি মন্দির নিয়ে আলোচনা করবো।

            মুদিপাড়ায় উঁচু এবং একই ভিত্তিভূমির উপর পাশাপাশি অবস্থিত, দক্ষিণমুখী তিনটি শিব মন্দির বর্তমান। দুপাশে অবস্থিত দুটি দেউলের মাঝখানে একটি তেররত্ন মন্দির দণ্ডায়মান। প্রতিটি মন্দিরের একটি করে প্রবেশদ্বার, সামনে। মন্দির তিনটির সংস্কার করা হয়েছে। সংস্কারের সময় টেরাকোটার গায়ে সোনালী রং করা হয়েছে। তিনটি শিবমন্দিরে তিনটি শিবলিঙ্গ নিত্যপূজিত। 

তিনটি শিব মন্দির ( সামনে থেকে তোলা )

তিনটি শিব মন্দির ( পাশ থেকে তোলা )

সোনালী টেরাকোটা - ১

সোনালী টেরাকোটা - ২

সোনালী টেরাকোটা - ৩

           কলকাতা থেকে কী ভাবে যাবেন ?

            কলকাতা  থেকে ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে দুবরাজপুরের পাওয়ার হাউস স্টপেজে নামুন। সেখান থেকে টোটোতে মন্দির।

 সহায়ক গ্রন্থ :

               ১)  বীরভূম জেলার পুরাকীর্তি : দেবকুমার চক্রবর্তী           

 -------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।