শিবমন্দির, সাহাগঞ্জ ও খামারপাড়া, হুগলি
শ্যামল কুমার ঘোষ
হাওড়া-বর্ধমান মেন লাইনে ব্যাণ্ডেল জং একটি রেলস্টেশন। রেলপথে হাওড়া থেকে দূরত্ব ৩৯.৪ কিমি। ব্যাণ্ডেল স্টেশন থেকে অটোতে সাহাগঞ্জে আসা যায়। এই গ্রামটি মুঘল বাদশাহ আজিমওস্মান শাহর দৃষ্টি আকর্ষণ করে এবং তাঁর ইচ্ছা অনুসারে গ্রামটি তাঁর নামযুক্ত হয়ে 'সা-আজিমগঞ্জ' নামে পরিচিত হয়। পরে সংক্ষিপ্ত হয়ে নাম হয় সাগঞ্জ বা সাহাগঞ্জ। নবাব আজিমওস্মান আওরঙ্গজেবের পৌত্র ছিলেন এবং তাঁর রাজত্বকালে আজিমওস্মান বাংলার শাসনকর্তা ছিলেন। সাহাগঞ্জের নন্দী পরিবার এক সময় খুবই বিখ্যাত ছিল।
সাহাগঞ্জের সোজা উত্তরে ডানলপ কারখানা ছাড়িয়ে খামারপাড়ার বকুলতলায় অষ্টাদশ শতকে নির্মিত দুটি জীর্ণ মন্দির আছে। একটি নবরত্ন ও অপরটি পঞ্চরত্ন। আলোচ্য নবরত্ন মন্দিরটি উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত, পূর্বমুখী ও একদ্বারবিশিষ্ট। তিনটি খিলানের মাঝের খিলানটির নিচে একমাত্র দরজা। পাশের দুটি খিলানের নিচে দুটি ভরাট করা দরজা। মন্দিরটিতে এক সারি ছোট ছোট কুলুঙ্গির মধ্যে টেরাকোটা মূর্তি আছে। শিখরগুলি রেখ দেউল ধরণের। আগে মনে হয় তিনটি দেওয়ালে 'টেরাকোটা' অলংকার ছিল। ( কারণ পাশের দুটি দেওয়ালে কার্নিসের কাছে সামান্য 'টেরাকোটা' অবশিষ্ট আছে। ) এখন কেবলমাত্র সামনের দেওয়ালে 'টেরাকোটা' বর্তমান। তাও সেই 'টেরাকোটা' অলংকারের বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। যেটুকু অবশিষ্ট আছে তাতে বোঝা যায়, এই 'টেরাকোটা' উন্নতমানের।
মন্দিরে রামরাবণের যুদ্ধ, মহিষমর্দিনী, বৃষপৃষ্ঠে শিব, মকর, প্রতীক শিবমন্দির ও শিবলিঙ্গ, ফুলকারি নকশা, বড় ফুল, পাখি, নারী মূর্তি, কল্পলতা বা মৃত্যুলতা ইত্যাদি বর্তমান। মন্দিরে কালোপাথরের শিবলিঙ্গ নিত্যপূজিত। পঞ্চরত্ন মন্দিরটিতে এখন আর কোন 'টেরাকোটা' অলংকার অবশিষ্ট নেই। মন্দিরটি বর্তমানে পরিত্যক্ত।
 |
নবরত্ন মন্দির |
 |
মন্দিরের সামনের বিন্যাস |
 |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
 |
ডান দিকের খিলানের উপরের কাজ |
 |
মাঝের খিলানের উপরের কাজ |
 |
মহিষাসুরমর্দিনী মূর্তি |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
 |
ভরাট করা দরজার উপরের কাজ |
 |
মকর মূর্তি ও অন্যান্য নকশা |
 |
কল্পলতা বা মৃত্যুলতা - ১ |
 |
কল্পলতা বা মৃত্যুলতা - ২ |
 |
কল্পলতা বা মৃত্যুলতা - ৩ |
 |
কল্পলতা বা মৃত্যুলতা - ৪ |
 |
মন্দিরের কোনাচ |
 |
মন্দিরের উত্তরের দিকের দেওয়ালের কাজ |
 |
শিবলিঙ্গ |
সহায়ক গ্রন্থাবলী :
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
২) হুগলি জেলার ইতিহাস ও বঙ্গসমাজ ( ২ য় খণ্ড ) : সুধীরকুমার মিত্র
----------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে। কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
--------------------------------------------------------