শ্রীশ্রী রাধাবল্লভ জিউ মন্দির, চাকফেরা গোস্বামী বাড়ি , শান্তিপুর, নদিয়া
শ্যামল কুমার ঘোষ
বৈষ্ণব কুলতিলক শ্রীঅদ্বৈতাচার্যের পুত্র বলরাম মিশ্রের কৃতি সন্তান মথুরেশ গোস্বামীর ( চক্রবর্তী ) কনিষ্ট পুত্র রামেশ্বর গোস্বামী ( চক্রবর্তী )-র বংশধরেরা চাকফেরা গোস্বামী বাড়ি নামে পরিচিত। এই বাড়ি সীতানাথের বাড়ি নামেও পরিচিত। রামেশ্বর-প্রতিষ্ঠিত রাধাবল্লভ ( রাধা কৃষ্ণ ) বিগ্রহ তিন খিলান বিশিষ্ট এক দালান মন্দিরে প্রতিষ্ঠিত। মন্দিরে রাধাবল্লভ বিগ্রহ ছাড়াও গৌর-নিতাই ও সীতানাথ-সীতাবুড়ীর মূর্তি আছে। মূল মন্দির ছাড়াও এই গোস্বামী বাড়িতে একটি রাসমন্দির ও একটি নাটমন্দির আছে। তা ছাড়া বাড়ির বাইরে, কিছুটা দূরে একটি দোলমঞ্চও আছে। এই বাড়িতে রাসের সময় 'রাসমণ্ডল'-এর মত রাধাবল্লভ বিগ্রহকে মধ্যস্থলে রেখে, এক গোলাকার কাঠের চাকার প্রান্তে স্থাপিত জোড়ায় জোড়ায় গোপগোপিনী মূর্তি পরস্পরের হাত ধরে ঘুরতে থাকেন বলে এই বাড়ির নাম হয় 'চাকাফেরা' বা 'চাকফেরা'।
শ্রীঅদ্বৈতাচার্যের প্রপৌত্র রামেশ্বর অসাধারণ পাণ্ডিত্যের জন্য আচার্যের জীবদ্দশায় 'চক্রবর্তী সার্বভৌম' উপাধি পান। সমস্ত শাস্ত্রে তাঁর দখল ছিল। বিদেশী ভাষা সহ সাতটি ভাষায় তিনি পারদর্শী ছিলেন। জনশ্রুতি, আহ্নিক ও রাসপঞ্চাধ্যায় অধ্যয়ন করতে করতে তিনি নাকি রাধাবল্লভ জিউর দর্শন পেতেন। শান্তিপুরের একটি চলতি কথা আছে, ' দিনে রাস রাতে দোল এই হ'ল রামেশ্বরের বোল।' রামেশ্বরের আমলে দিনে রাস হলেও বর্তমানে শান্তিপুরে অন্যান্য মন্দিরের মত রাধাবল্লভের রাস রাতেই হয়। তাঁর অনবদ্য সৃষ্টি 'চাকরাস' আজও ছোট গোস্বামী বাড়ির এক প্রাণবন্ত নজির। বর্তমান সেবায়তরা মূল মন্দির ও রাসমন্দিরের আমূল সংস্কার করেছেন। এ ছাড়া শতাব্দি প্রাচীন নাটমন্দিরটি ধ্বংস হওয়ায় ওই স্থানে নতুন নাটমন্দির নির্মাণ করা হয়েছে।
শান্তিপুরে যেতে হলে শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরুন। রেলপথে শান্তিপুরের দূরত্ব ৯৩ কি. মি. ; ট্রেনে সময় লাগে আড়াই ঘন্টা। ৩৪ নং জাতীয় সড়ক শান্তিপুরের ওপর দিয়ে গেছে। তাই বাসে বা গাড়িতেও যেতে পারেন।
সহায়ক গ্রন্থাবলি :
১. নদিয়া জেলার পুরাকীর্তি : মোহিত রায় ( তথ্য-সংকলন ও গ্রন্থনা )
শান্তিপুরে যেতে হলে শিয়ালদহ থেকে শান্তিপুর লোকাল ধরুন। রেলপথে শান্তিপুরের দূরত্ব ৯৩ কি. মি. ; ট্রেনে সময় লাগে আড়াই ঘন্টা। ৩৪ নং জাতীয় সড়ক শান্তিপুরের ওপর দিয়ে গেছে। তাই বাসে বা গাড়িতেও যেতে পারেন।
চাকফেরা গোস্বামী বাড়ির ফটক |
শ্রীশ্রী রাধাবল্লভ মন্দির |
রাসমন্দির |
নাটমন্দির ও রাসমন্দির |
দোলমঞ্চ |
গৌর ও নিতাই |
সীতানাথ ও সীতাবুড়ি |
শ্রীশ্রী রাধাবল্লভ বিগ্রহ - ১ |
শ্রীশ্রী রাধাবল্লভ বিগ্রহ - ২ |
১. নদিয়া জেলার পুরাকীর্তি : মোহিত রায় ( তথ্য-সংকলন ও গ্রন্থনা )
২. রাসোৎসব - ২০১৫ উপলক্ষে শান্তিপুর বিগ্রহ বাড়ি সমন্বয় সমিতি কর্তৃক প্রকাশিত পুস্তিকা
৩. পশ্চিমবঙ্গ ভ্রমণ ও দর্শন : ভূপতিরঞ্জন দাস
--------------------------
আমার ইমেল : shyamalfpb@gmail.com প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন