বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

Atabunia Goswami Bari, Santipur, Nadia, West Bengal

   আতাবুনিয়া  গোস্বামী  বাড়ি ( সাধক  বিজয়কৃষ্ণ  গোস্বামী  বাড়ি ),  শান্তিপুর,  নদিয়া 

                                                     শ্যামল  কুমার  ঘোষ

               আতাবুনিয়া  গোস্বামী  বাড়ির  প্রতিষ্ঠাতা  শান্তিপুর  পুরন্দর  শ্রীঅদ্বৈতাচার্যের  পৌত্র  দেবকীনন্দন  গোস্বামী।  কথিত  আছে,  আগে  এখানে  আতাবন  ছিল।  তাই  নাম  হয়  আতাবুনিয়া।  এই  বংশকে  বকুলতলা  গোস্বামী  শাখাও বলা  হয়।  এই  বংশের  কুলদেবতা  শ্রীশ্রী শ্যামসুন্দর-রাধিকা  ( রাধাকৃষ্ণ )  এক  দালান  মন্দিরে  প্রতিষ্ঠিত।  নোয়াখালির  জমিদার  নরেন্দ্রকিশোর  রায়  মন্দিরটি  নির্মাণ  করে  দেন।  প্রবাদ,  অদ্বৈতপ্রভু  দেবকীনন্দনের শ্যামসুন্দর  বিগ্রহের  প্রতিষ্ঠাকার্যে  পৌরোহিত্য  করেছিলেন।  মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  এবং  পাঁচ  খিলান  বিশিষ্ট।  মন্দিরের  সামনে  ফাঁকা  উঠোন  এবং  তাকে  ঘিরে চকমিলানো  ছোট  ছোট  ঘর।

               এই  বংশে  শ্রীঅদ্বৈতপ্রভুর  নবম  পুরুষে  আনন্দকিশোর   গোস্বামী  নামে  এক  পরম  ভাগবত  জন্মগ্রহণ  করেন।  সাধক  বিজয়কৃষ্ণ  গোস্বামী  ছিলেন  পিতা  আনন্দকিশোর   গোস্বামী  ও  মাতা  স্বর্ণময়ী  দেবীর  সুসন্তান।  শ্যামসুন্দর  বিগ্রহের  সঙ্গে  সাধক  বিজয়কৃষ্ণের  অনেক  মধুর  লীলার  সাক্ষী  এই   আতাবুনিয়া  গোস্বামী  বাড়ি  বা  বিজয়কৃষ্ণ  গোস্বামী  বাড়ি।  এখানে  বিজয়কৃষ্ণের  সাধনগৃহ  সযত্নে  সংরক্ষিত।

             শান্তিপুরে  বিজয়কৃষ্ণ  গোস্বামী  বাড়ি   যেতে  হলে  শিয়ালদহ  থেকে  শান্তিপুর  লোকালে  উঠুন।  রেলপথে  শান্তিপুরের  দূরত্ব  ৯৩  কি. মি. ; ট্রেনে  সময়  লাগে  আড়াই  ঘন্টা।  ৩৪  নং  জাতীয়  সড়ক শান্তিপুরের  ওপর  দিয়ে  গেছে।  তাই  বাসে  বা  গাড়িতেও  যেতে  পারেন।  স্টেশন  থেকে  টোটো  বা  রিকশায়  পৌঁছে  যান  বিজয়কৃষ্ণ  গোস্বামী  বাড়ি।

আতাবুনিয়া  গোস্বামী  বাড়ি

শ্রীশ্রী  শ্যামসুন্দর  জিউ  মন্দির

বিজয়কৃষ্ণ  গোস্বামীর  সাধনগৃহ 

শ্রীশ্রী  শ্যামসুন্দর  বিগ্রহ - ১

শ্রীশ্রী  শ্যামসুন্দর  বিগ্রহ - ২

       সহায়ক  গ্রন্থাবলি  :
                ১. নদিয়া  জেলার  পুরাকীর্তি  :  মোহিত  রায়  ( তথ্য-সংকলন  ও  গ্রন্থনা )
                ২. রাসোৎসব - ২০১৫  উপলক্ষে  শান্তিপুর  বিগ্রহ  বাড়ি  সমন্বয়  সমিতি  কর্তৃক  প্রকাশিত  পুস্তিকা 
                ৩. পশ্চিমবঙ্গ  ভ্রমণ  ও  দর্শন  :  ভূপতিরঞ্জন  দাস       
                        --------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।                   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন