বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

Octogonal Mahaprabhu Temple, Hattala, Illambazar, Birbhum


আটকোনা  মহাপ্রভু  মন্দির,  হাটতলা, ইলামবাজার,  বীরভূম 
                  শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম  জেলার  বোলপুর  মহকুমা  ও  ইলামবাজার  থানার  অন্তর্গত  ইলামবাজার  একটি  পৌর  শহর।  বোলপুরের  জামবুনি বাসস্ট্যান্ড  থেকে  বাসে  সহজেই  এখানে  যাওয়া  যায়। 

            ইলামবাজারের  হাটতলায়  টিনের  ছাউনি  দ্বারা  আচ্ছাদিত  এক  আটকোনা  মহাপ্রভু  মন্দির  অবস্থিত।  মন্দিরের  গায়ে  'টেরাকোটা'র  সুন্দর  অলংকার  আছে।  যদিও  কালের  প্রকোপে  অনেক  টেরাকোটা  ফলক  আজ  ভগ্ন।  পত্রলতা  দ্বারা  শোভিত  ভরাট  করা  দরজাগুলি  এই  মন্দিরের  অন্যতম  বৈশিষ্ট।  ভরাট  করা  দরজাগুলির  খিলানের  উপর  সপরিবারে  দুর্গা,  রামরাবণের  যুদ্ধ,  শিব-পার্বতী,  রাসমণ্ডল,  ভগীরথের  গঙ্গা  আনয়ন  ইত্যাদি  দৃশ্য  রূপায়িত।  এছাড়া  সৈন্যদলের  কুচকাওয়াজ,  যুগ্ম  মকরমুখ,  ভক্ত  হনুমান,  কালী,  ঢোল  বাদক,  ছেলে  কোলে  মহিলা  ইত্যাদি  ফলকও  আছে।  মন্দিরে  কয়েকটি  মৃত্যুলতাও  দেখা  যায়।  মন্দিরের  সামনে  নাটমন্দির।  সেদিকে  একটি  প্রবেশদ্বার  আছে।  মন্দিরে  গৌরাঙ্গ-নিত্যানন্দ  যুগল  মূর্তি  নিত্য  পূজিত।


মহাপ্রভু মন্দির, ইলামবাজার 

ভরাট করা দরজা - ১

ভরাট করা দরজা - ২

ভরাট করা দরজা - ৩

খিলানের উপরের কাজ -১
( সপরিবারে  দুর্গা )

সপরিবারে  দুর্গা
খিলানের উপরের কাজ -২
( রামরাবণের যুদ্ধ )

খিলানের উপরের কাজ -৩

বড় করে 

শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা 

খিলানের উপরের কাজ -৪

বড় করে 

বাজানদারের দল - ১

বাজানদারের দল - ২

খিলানের উপরের কাজ -৫

খিলানের উপরের কাজ -৬
( রাসমণ্ডল ) 

ভগীরথের গঙ্গা আনয়ন 

সৈন্যদলের মুখ 

কৃষ্ণ কর্তৃক গোপীদের নদী পার করা ও অন্য চিত্র 

কালী 

কালী ও অন্য দুটি চিত্র 

সৈন্যদলের কুচকাওয়াজ 

কুলুঙ্গির মধ্যের কাজ -১

কুলুঙ্গির মধ্যের কাজ -২

কুলুঙ্গির মধ্যের কাজ -৩

কুলুঙ্গির মধ্যের কাজ -৪

কুলুঙ্গির মধ্যের কাজ -৫
কুলুঙ্গির মধ্যের কাজ -৬

যুগ্ম মকরমুখ - ১

যুগ্ম মকরমুখ - ২

ছেলে কোলে মহিলা 

বাজপাখি হাতে শিকারি 

ভক্ত হনুমান 

নকশা 

মৃত্যুলতা - ১

মৃত্যুলতা - ২

মৃত্যুলতা - ৩

মৃত্যুলতা - ৪


গৌরাঙ্গ-নিত্যানন্দ মূর্তি 


            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ৩১.১০.২০১৯


       সহায়ক  গ্রন্থ :           
                    ৩)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী 

--------------------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।


 -------------------------------------------------------

1 টি মন্তব্য:

  1. আপনার কাছে বিনীত অনুরোধ,
    ইলামবাজারের মহাপ্রভুর মন্দির টি যাহাতে সংস্কার করে দেবার সুবন্দোবস্ত করে দেওয়া যায়।

    উত্তরমুছুন