শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯

Lakshmijanardan and Gopal Temple,Ghurisa, Illambazar, Birbhum, West Bengal

    
লক্ষ্মীজনার্দন  ও  গোপাল  মন্দির,  ঘুড়িষা, ইলামবাজার,  বীরভূম 

শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম  জেলার  ইলামবাজার  ব্লক  ও  থানার  অন্তর্গত  ঘুড়িষা  একটি  শহর।  এখানে  যেতে  হলে  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  উঠে  ঘুড়িষা  আমবাগান  স্টপেজে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  বা  হেঁটে  ঘুড়িষা।  শহরের  বেনে  পাড়ায়  ইঁটের  তৈরি  লক্ষ্মীজনার্দন  ( শালগ্রাম  শিলা ) ও  গোপাল  মন্দিরটি  এখানকার  অন্যতম  দ্রষ্টব্য।  মন্দিরের  প্রতিষ্ঠিতা  ক্ষেত্ৰনাথ  দত্ত।  তিনি  জাতিতে  ছিলেন  গন্ধবণিক।  ১১৪৫  বঙ্গাব্দে  ( ১৭৩৮  খ্রীষ্টাব্দে )  মন্দিরটি  প্রতিষ্টিত  হয়। 

            অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  পূর্বমুখী  মন্দিরটি  নবরত্ন  শৈলীর।  এই  নবরত্ন  মন্দিরে  ইউরোপীয়  স্থাপত্যের  প্রভাবে  ছাদের  গঠনে  বক্রতা  না  করে  সমতল  করা  হয়েছে।  মন্দিরের  প্রবেশদ্বার  পূর্ব  দিকে।  মন্দিরের  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  উত্তর  দিকেও  কিছু  'টেরাকোটা'  ফলক  আছে।  সামনের  ত্রিখিলান  প্রবেশ  পথের  উপরের  বাঁ  দিকে  ছোট  ছোট  খোপে  গনেশ-জননী  ও  অন্যান্য  মূর্তি,  মাঝের  উপরে  সংকীর্তনরত  শ্রীচৈতন্য  ও  নিত্যানন্দ  মহাপ্রভু  ও  নিচে  রাইরাজা  ও  ডান  দিকে  ত্রিপুরাসুন্দরীর  মূর্তি।  উপরিভাগে  লম্বা  ফলকের  মধ্যে  সিংহাসনে  উপবিষ্ট  রাম-সীতা।  ডান  দিকে কৌণিক  ফলকে  আছে  দক্ষিনা  কালী  মূর্তি।  এ  ছাড়া  কুলুঙ্গির  মধ্যে  আছে দশমহাবিদ্যা,  দশাবতার,  রাধাকৃষ্ণ, ইউরোপীয়  বেশবাসে  সজ্জিতা  মহিলা  ইত্যাদি  মূর্তি ।  উত্তর  দিকের  দেওয়ালের  বাঁ  দিকের  কৌণিক  ফলকে  মহিষাসুরমর্দিনী  মূর্তিটিও  দর্শনীয়।  মন্দিরের  গর্ভগৃহে  লক্ষ্মীজনার্দন  ( শালগ্রাম  শিলা )  ও  গোপাল  মূর্তি  নিত্য  পূজিত। 


রামরাজা

লক্ষ্মীজনার্দন  ও  গোপাল  মন্দির

মন্দিরের সামনের বিন্যাস

রাজদরবারে রামসীতা 

বড় করে - ১

বড় করে - ২

বড় করে - ৩ 
( সিংহাসনে  উপবিষ্ট  রাম-সীতা ) 

বড় করে - ৪

গণেশ-জননী ও অন্যান্য চিত্র 

উপরে, সংকীর্তনরত শ্রীচৈতন্য ও নিত্যানন্দ মহাপ্রভু 
                          নিচে, রাইরাজা

ষোড়শী 

দক্ষিণা কালী

কুলুঙ্গির মধ্যে কাজ - ১

কুলুঙ্গির মধ্যে কাজ - ২

কুলুঙ্গির মধ্যে কাজ - ৩

কুলুঙ্গির মধ্যে কাজ - ৪

কুলুঙ্গির মধ্যে কাজ - ৫

কুলুঙ্গির মধ্যে কাজ - ৬

কুলুঙ্গির মধ্যে কাজ - ৭

কুলুঙ্গির মধ্যে কাজ - ৮

কুলুঙ্গির মধ্যে কাজ - ৯

কুলুঙ্গির মধ্যে কাজ - ১০

কুলুঙ্গির মধ্যে কাজ - ১১

কুলুঙ্গির মধ্যে কাজ - ১২

কমলেকামিনী

মহিষাসুরমর্দিনী

'টেরাকোটা'র নকশা

লক্ষ্মীজনার্দন ( শালগ্রাম শিলা ) ও গোপালের নিত্য পূজা 


মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ৩০.১০.১৯

সহায়ক  গ্রন্থ :
 
  
                  ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী 

                                                               *****  

1 টি মন্তব্য: