সোনার গৌরাঙ্গ মন্দির, ৫৭ বেনিয়াটোলা স্ট্রিট, কলকাতা
শ্যামল কুমার ঘোষ
কলকাতার বি. কে. পাল এভেনিউ ও রবীন্দ্র সরণির সংযোগ স্থলের কাছে অবস্থিত বেনিয়াটোলা স্ট্রিট। এই রাস্তা ধরে একটু এগিয়ে গেলে বাঁ দিকে ৫৭, বেনিয়াটোলা স্ট্রিটে অবস্থিত সোনার গৌরাঙ্গ মন্দির। রাস্তা থেকে গলি পথ ধরে এগিয়ে গেলে পড়বে মন্দিরের দরজা। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলে পড়বে প্রশস্ত দালান। ডান দিকে ঘুরলে দেখা যাবে দোতলায় ওঠার খাড়া সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠলে সামনে গর্ভগৃহ। গর্ভগৃহটি তিন খিলানবিশিষ্ট একটি ঘর। মাঝের খিলানের নিচে আছে একটি কলাপসেবল গেট। তার ফাঁক দিয়ে বিগ্রহ দর্শন করা যায়। দু দিকের দুটি খিলানের নিচে আছে লোহার শিক লাগানো দুটি বড় বড় জানলা।
গর্ভগৃহে একটি কাঠের সিংহাসনের উপর বাঁ দিকে আছে একটু বড়ো গৌর ও নিতাই মূর্তি এবং ডান দিকে আছে অপেক্ষাকৃত ছোটো গৌর ও নিতাই মূর্তি। চারটি মূর্তিই দণ্ডায়মান। মূর্তি গুলি সোনার বলা হলেও কিন্তু স্বর্ণ নির্মিত নয়। অষ্ট ধাতুর তৈরি মূর্তির উপর সোনালী ধাতুর পাত দিয়ে মোড়া। বড়ো গৌর-নিতাই মূর্তি দুটি এই মন্দিরের এবং ছোটো গৌর-নিতাই মূর্তি দুটি পাশের বাড়ির শরিক পরিবারের। এই মূর্তি দুটি সব সময় এই মন্দিরে থাকে না। গৌর-নিতাই মূর্তি ছাড়াও দারু নির্মিত রাধা-কৃষ্ণ, একটি দারু নির্মিত জগন্নাথ, একটি কষ্টি পাথরের কৃষ্ণ, একটি দারু নির্মিত রাধা, তিনটি গোপাল মূর্তি ও কয়েকটি নারায়ণ শিলা আছে কাঠের সিংহাসনে। সমস্ত বিগ্রহই নিত্য পূজিত।
মন্দিরটি ১১৮৭ বঙ্গাব্দে প্রতিষ্ঠা করেন প্রভুবর শ্রী নবদ্বীপ চন্দ্র গোস্বামী, বিদ্যারত্ন। ইনি প্রভু নিত্যানন্দের বংশের উত্তরপুরুষ। এই বংশের একটি সোনার গৌরাঙ্গ মন্দির নবদ্বীপে আছে। মন্দিরটি একটি ট্রাস্টি বোর্ড দ্বারা পরিচালিত হয়। এই বোর্ড-কমিটির প্রধান শ্রী বীরচাঁদ গোস্বামী। ১৪১৩ বঙ্গাব্দে মন্দিরটি সংস্কার করা হয়। এই সংস্কারে যাঁরা অর্থ দিয়ে সাহায্য করেছেন তাঁদের একটি তালিকা মন্দিরের দেওয়ালে শ্বেতপাথরের উপর খোদাই করা আছে।
সোনার গৌরাঙ্গ মন্দির, কলকাতা |
গৌর-নিতাই ও অন্যান্য বিগ্রহ - ১ |
গৌর-নিতাই ও অন্যান্য বিগ্রহ - ১ |
বড়ো ও ছোটো গৌর-নিতাই |
দারু নির্মিত রাধা-কৃষ্ণ ও পিতলের গোপাল |
দারু নির্মিত জগন্নাথ, কষ্টি পাথরের কৃষ্ণ, দারু নির্মিত রাধা ও তিনটি গোপাল মূর্তি |
মন্দির সংস্কারের অর্থদাতাগণ সহায়ক গ্রন্থ : ১) কলকাতার মন্দির-মসজিদ ( স্থাপত্য-অলংকরণ-রূপান্তর ) : তারাপদ সাঁতরা |
কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন :
----------------------------------
--------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন