শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

Radha Shyamsundar Jiu Temple, Durga Charan Mukherjee Street, Bagbazar, Kolkata

 রাধা  শ্যামসুন্দর  জিউ  মন্দির,  

দুর্গা  চরণ  মুখার্জী  স্ট্রিট,  বাগবাজার,  কলকাতা

                     শ্যামল  কুমার  ঘোষ

            উত্তর  কলকাতার  বাগবাজারের  ক্ষীরোদ  প্রসাদ  বিদ্যাবিনোদ  এভেন্যুয়ের  উপর  অবস্থিত  সারদা  তোরণের  কাছে  ৩০/১,  দুর্গা  চরণ  মুখার্জী  স্ট্রিটে  রাধা  শ্যামসুন্দর  জিউ  মন্দির  অবস্থিত।

            বাড়ির  প্রবেশদ্বার  দিয়ে  প্রবেশ  করলে  সামনেই  মন্দিরটি  দেখা  যায়।  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত  মন্দিরটি   সমতলছাদবিশিষ্ট  একটি  দালান  শৈলীর  একতলা  মন্দির।  মন্দিরের  সামনে  আছে  অলিন্দ।  অলিন্দের  নিচে  বর্গাকৃতি  ছোট  ফাঁকা  উঠান  এবং  তাকে  ঘিরে  অনেকগুলি  ঘর।  দোতালা  ও  তিনতলাতেও  নিচের  মত  ঘর  আছে।  গর্ভগৃহের  দুপাশে  দুটি  কৃষ্ণলীলার  দুটি  চিত্র  অঙ্কন  করা  আছে।  মন্দিরের  সামনের  উঠানে  চারটি  মর্মর  মূর্তি  আছে।  চারটি  মূর্তির  মধ্যে  দুটি  মূর্তি  মন্দিরের  প্রতিষ্ঠাতা  হরিদাস  সাহা  ও  তাঁর  পুত্র  বঙ্কু  বিহারী  সাহার।  অপর  দুটি  মূর্তি  হরিদাস  সাহা  ও  তাঁর  পুত্র  বঙ্কু  বিহারী  সাহার  পত্নী  যথাক্রমে  মঞ্জরী  দাসী  ও  নবকুমারী  দাসীর।      

          ১৩৪৪  বঙ্গাব্দের  ১৩ই  ফাল্গুন  শুক্রবার  পূর্ণিমা  তিথিতে  ( ১৯৩৮  খ্রিস্টাব্দের  ২৫ শে  ফেব্রুয়ারি )  মন্দিরটি  প্রতিষ্ঠিত  হয়।  প্রতিষ্ঠা  করেন  স্বর্গীয়  হরিদাস  সাহা।  মন্দিরের  প্রবেশ  দ্বারের  বাঁ  দিকে  একটি  শ্বেতপাথরের  প্রতিষ্ঠাফলক  আছে।  মন্দিরের  গর্ভগৃহে  শ্যামসুন্দর  ও  রাধিকা  বিগ্রহ  নিত্য  পূজিত।

শ্যামসুন্দর ও রাধিকা মূর্তি - ১

মন্দিরের প্রবেশদ্বার  

মন্দিরের গর্ভগৃহ 

কৃষ্ণলীলার চিত্র - ১

কৃষ্ণলীলার চিত্র - ২

প্রতিষ্ঠাফলক 

শ্যামসুন্দর ও রাধিকা মূর্তি - ২

শ্যামসুন্দর ও রাধিকা মূর্তি - ৩

             কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন : 

                             কলকাতার  মন্দির

        ----------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------            

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন