তিনটি টেরাকোটা মন্দির, সন্তোষপুর, ইলামবাজার, বীরভূম
শ্যামল কুমার ঘোষ
বীরভূম জেলার ইলামবাজার মহকুমা ও ব্লকের অধীন একটি গ্রাম সন্তোষপুর। গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের প্রতিষ্ঠিত, পাশাপাশি অবস্থিত তিনটি মন্দির উল্লেখযোগ্য।
প্রায় ভূমি সমতলে অবস্থিত ও একই ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত মন্দির তিনটি পূর্বমুখী। প্রতিটি মন্দিরের একটি করে প্রবেশদ্বার, সামনে। মাঝের মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। এর দুপাশে আছে দুটি রেখ দেউল। মন্দির তিনটির সামনের খিলানের উপর সুন্দর সুন্দর টেরাকোটার কাজ আছে। বাঁ দিকের দেউলটিতে সিংহাসনে উপবিষ্ট রামসীতা মূর্তি দেখা যায়। সঙ্গে হনুমান-জাম্বুবান ও অন্যদের লক্ষ্য করা যায়। মাঝের পঞ্চরত্ন মন্দিরটির টেরাকোটার বিষয় : সপরিবারে দুর্গা, কালী ইত্যাদি। ডান দিকের দেউলটির টেরাকোটার বিষয় : শিবের বিয়ে। বিয়েতে অনেককে বাদ্যযন্ত্র বাজিয়ে আনন্দ করতে দেখা যায়। মন্দিরগুলির আশু সংস্কার করা দরকার। মাঝের পঞ্চরত্ন মন্দিরটিতে আগে বিষ্ণু মূর্তি পূজিত হতেন। মূর্তিটি চুরি যাওয়ার পর মন্দিরটি এখন পরিত্যক্ত। দু পাশের দেউল দুটিতে শিবলিঙ্গ নিত্য পূজিত হন।
![]() |
শিবের বিয়ে |
![]() |
তিনটি মন্দির, সন্তোষপুর, বীরভূম |
![]() |
তিনটি মন্দির, সন্তোষপুর, বীরভূম ( পিছন থেকে তোলা ) |
![]() |
বাঁ দিকের দেউলের খিলানের উপরের কাজ |
![]() |
সিংহাসনে উপবিষ্ট রামসীতা |
![]() |
মাঝের পঞ্চরত্ন মন্দিরের খিলানের উপরের কাজ |
![]() |
সপরিবারে দুর্গা |
![]() |
কালী |
![]() |
ডান দিকের দেউলের খিলানের উপরের কাজ |
![]() |
শিবের বিয়ে |
কলকাতা থেকে কী ভাবে যাবেন ?
কলকাতা থেকে ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে জয়দেব-কেঁদুলি। সেখান থেকে টোটোতে সন্তোষপুরের মন্দির।
-----------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন