সোমবার, ২৭ জুন, ২০২২

Five Shib Temples, Ojhapara, Dubrajpur, Birbhum


পাঁচটি  শিব  মন্দির,  ওঝাপাড়া,  দুবরাজপুর,  বীরভূম

শ্যামল  কুমার  ঘোষ

             বীরভূম  জেলার  সিউড়ি  সদর  মহকুমা  ও  দুবরাজপুর  ব্লকের  অন্তর্গত  দুবরাজপুর  একটি  পৌর  শহর।  শহরের  দক্ষিণ  প্রান্তে  'মামা-ভাগনে  পাহাড় '  এখানকার  একটি  দর্শনীয়  স্থান।

             দুবরাজপুরে  অনেকগুলি  ইঁটের  তৈরি  মন্দির  আছে,  বিশেষ  করে  কয়েকটি  তেররত্ন  মন্দির।  এখানে  উল্লেখযোগ্য,  পশ্চিমবঙ্গের  আর  কোথাও  তেররত্ন  মন্দির  দেখা  যায়  না।  আজ  এখানে  ওঝাপাড়ার  পাঁচটি  মন্দির  নিয়ে  আলোচনা  করবো।

            ওঝাপাড়ায়  প্রায়  ভূমি  সমতলে  পাশাপাশি  অবস্থিত,  উত্তরমুখী  পাঁচটি  শিব  মন্দির  বর্তমান।  প্রতিটি  মন্দিরের  একটি  করে  প্রবেশদ্বার,  সামনে।  এই  পাঁচটি  শিব  মন্দিরের  মধ্যে  পূর্ব  দিকের  দুটি  শিব  মন্দিরে  কোন  অলংকার  নেই  এবং  এই  দুটি  মন্দিরের  সংস্কার  করা  হয়েছে।

ওঝাপড়ার মন্দির 

            বাকি  তিনটি  মন্দিরের  বাঁ  দিকের  মন্দিরটি  দেউল  শৈলীর।দেউলের  দরজার  খিলানের  উপর  ও  কার্নিশের  নিচে  পঙ্খের  নকশা  আছে।

দেউল 

খিলানের উপরের পঙ্খের কাজ 

কার্নিশের নিচের পঙ্খের কাজ 

বড় করে ( ১ম অংশ )

বড় করে ( ২য় অংশ )

           এই  দেউলের  ডান  দিকের  মন্দিরটি  তেররত্ন  শৈলীর।  অর্থাৎ  মন্দিরের  শিখরে  তেরটি  চূড়া  বা  রত্ন  আছে।  মন্দিরের  সামনের  দেওয়ালে  টেরাকোটার  অলংকরণ  আছে।  মন্দিরে  মকর  বাহিনী  গঙ্গা,  গৌরাঙ্গের  নগর  সংকীর্তন,  কৃষ্ণ  কর্তৃক  গোপীদের  বস্ত্রহরণ,  নরসিংহ  অবতার,  কূর্ম  অবতার,  মৎস্য  অবতার,  বরাহ  অবতার,  মৃত্যুলতা  ইত্যাদি  টেরাকোটা  অলংকরণ  উৎকীর্ণ  আছে।

তেররত্ন মন্দির 

মন্দিরের সামনের বিন্যাস 


খিলানের উপরের কাজ 
মৃত্যুলতা ও কুলুঙ্গির মধ্যে কাজ - ১

মৃত্যুলতা ও কুলুঙ্গির মধ্যে কাজ - ২

কুলুঙ্গির মধ্যে কাজ - ১

কুলুঙ্গির মধ্যে কাজ - ২

কুলুঙ্গির মধ্যে কাজ - ৩
টেরাকোটার কাজ - ১
টেরাকোটার কাজ - ২

টেরাকোটার নকশা


 

            তেররত্ন  মন্দিরের  ডান  আছে  রেখ  দেউল।  দেউলের  সামনের  দেওয়ালে  পঙ্খের  ও  টেরাকোটার  অলংকরণ  আছে।  টেরাকোটার  বিষয় :  রামরাবণের  যুদ্ধ,  ব্রহ্মা,  বিষ্ণু,  শিব,  নারদ,  নরসিংহ  ইত্যাদি।

রেখ দেউল 

খিলানের উপরের পঙ্খের কাজ 

কার্নিশের নিচের টেরাকোটার কাজ 

বড় করে ( ১ম অংশ )

বড় করে ( ২য় অংশ )

বড় করে ( ৩য় অংশ )

           কলকাতা  থেকে  কী  ভাবে  যাবেন ?

            কলকাতা   থেকে  ট্রেনে  বোলপুর-শান্তিনিকেতন।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  উঠে  দুবরাজপুরের  পাওয়ার  হাউস  স্টপেজে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  মন্দির।

 সহায়ক  গ্রন্থ :

               ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি :  দেবকুমার  চক্রবর্তী           

                            ---------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।                                                                             

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন