টেরাকোটা দেউল, থুপসারা, বীরভূম
শ্যামল কুমার ঘোষ
বীরভূম জেলার নানুর ব্লকের অধীন একটি গ্রাম থুপসারা। গ্রামে স্থানীয় হাজরা পরিবারের শ্রী জন্মেজয় হাজরা কর্তৃক প্রতিষ্ঠিত একটি টেরাকোটা মন্দির উল্লেখযোগ্য।
অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী মন্দিরটি রেখ দেউল শৈলীর। গর্ভগৃহে প্রবেশের একটি দরজা, সামনে। কোন অলিন্দ নেই। ১৮৩৩ খ্রীষ্টাব্দে দেউলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় হাজরা পরিবারের শ্রী জন্মেজয় হাজরা। কারিগর ছিলেন পিতাম্বর মিস্ত্রি। মন্দিরের তিন দিকে তিনটি প্রতিষ্ঠাফলক আছে। মন্দিরে তিনটি প্রতিষ্ঠাফলক এর আগে আমি পাইনি। রেখ দেউলটির তিনদিকে অর্থাৎ দক্ষিণ, পশ্চিম ও পূর্ব দিকে সারা দেওয়াল জুড়ে প্রচুর টেরাকোটা অলঙ্করণ আছে। উত্তর দিকেও সামান্য অলঙ্করণ আছে। পূর্ব ও পশ্চিম দিকে পর্যাপ্ত জায়গা না থাকার জন্য ছবি তোলার খুবই অসুবিধা। গর্ভগৃহে শিবলিঙ্গ নিত্য পূজিত।
![]() |
রামের অভিষেক |
![]() |
টেরাকোটা দেউল, থুপসারা |
![]() |
দেউলের সামনের বিন্যাস |
![]() |
দক্ষিণ দিকের খিলানের উপরের কাজ |
![]() |
দক্ষিণ দিকের বাঁ দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ |
![]() |
বড় করে |
![]() |
বড় করে |
![]() |
বড় করে |
![]() |
দক্ষিণ দিকের ডান দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ |
![]() |
বড় করে |
![]() |
দক্ষিণ দিকের কার্নিশের নিচের কাজ |
![]() |
বড় করে |
![]() |
দক্ষিণ দিকের কুলুঙ্গির কাজ - ১ |
![]() |
দক্ষিণ দিকের কুলুঙ্গির কাজ - ২ |
![]() |
দক্ষিণ দিকের কুলুঙ্গির কাজ - ৩ ( নৃসিংহ ও বরাহ অবতার ) |
![]() |
দক্ষিণ দিকের কুলুঙ্গির কাজ - ৪ ( কূর্ম অবতার ) |
![]() |
দক্ষিণ দিকের কুলুঙ্গির কাজ - ৫ |
![]() |
টেরাকোটা স্তম্ভ |
![]() |
দক্ষিণ দিকের প্রতিষ্ঠাফলক |
![]() |
পশ্চিম দিকের খিলানের উপরের কাজ |
![]() |
পশ্চিম দিকের খিলানের উপরের কাজ |
![]() |
সপরিবারে দুর্গা |
![]() |
জগদ্ধাত্রী |
![]() |
দক্ষিণা কালী |
![]() |
পশ্চিম দিকের খিলানের নিচের চারটি ফলক |
![]() |
পশ্চিম দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ -১ |
![]() |
পশ্চিম দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ- ২ |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ - ১ |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ - ২ |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ - ৩ ( মৎস্য অবতার ও মকরবাহিনী ) |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ - ৪ ( বরাহ অবতার ও ভক্ত হনূমান ) |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ - ৫ ( গণেশ জননী ও যশোদা ) |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ - ৬ |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ- ৭ ( শিব ) |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ- ৮ |
![]() |
পশ্চিম দিকের কুলুঙ্গির কাজ -৯ |
![]() |
পশ্চিম দিকের প্রতিষ্ঠাফলক |
পূর্ব দিকের খিলানের উপরের কাজ |
![]() |
পূর্ব দিকের খিলানের উপরের কাজ ( অন্য কোণ থেকে তোলা ) |
![]() |
রাই রাজা |
![]() |
"কৃষ্ণ চাহে পাদপদ্ম মস্তকে ধরিতে " |
![]() |
পূর্ব দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ- ১ ( সিংহবাহিনী ) |
![]() |
পূর্ব দিকের ভিত্তিবেদি সংলগ্ন কাজ- ২ ( দক্ষিণা কালী ) |
![]() |
পূর্ব দিকের কার্নিশের নিচের কাজ |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ -১ |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ- ২ |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ- ৩ |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ- ৪ |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ- ৫ |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ- ৬ |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ- ৭ |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ- ৮ ( নৃসিংহ অবতার ) |
![]() |
পূর্ব দিকের কুলুঙ্গির কাজ- ৯ |
![]() |
পূর্ব দিকের প্রতিষ্ঠাফলক |
![]() |
উত্তর দিকের কার্নিশের নিচের কাজ |
কলকাতা থেকে ট্রেনে বোলপুর-শান্তিনিকেতন। বোলপুরের জামবুনি বাসস্ট্যান্ড থেকে বাসে উঠে বাসাপাড়া স্টপেজে নামুন। সেখান থেকে টোটোতে থুপসারার মন্দির।
সহায়ক গ্রন্থ :
১) বীরভূম জেলার পুরাকীর্তি : দেবকুমার চক্রবর্তী
------------------------------
খুব সুন্দর লেখা।এরকম প্রচুর নিদর্শন ছড়িয়ে আছে। আনাচে কানাচে।আপনি তাকে তুলে ধরে আামাদের সমৃদ্ধ করছেন।ধন্যবাদ।
উত্তরমুছুনধন্যবাদ।
মুছুন