বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

Nabaratna Damodar Temple, Datta Para, Joypur, Bankura, West Bengal


নবরত্ন  দামোদর  মন্দির,  দত্তপাড়া,  জয়পুর,  বাঁকুড়া 

শ্যামল  কুমার  ঘোষ 

            বাঁকুড়া  জেলার  জয়পুর  থানার  অন্তর্গত  জয়পুর  একটি  গ্রাম।  গ্রামটি  আরামবাগ-বিষ্ণুপুর  বাস  রাস্তায়  অবস্থিত।  জয়পুরের  দত্তপাড়ায়  অবস্থিত  দামোদর  মন্দিরটি  স্থানীয়  দত্ত  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত।  মন্দিরটি  মাকড়া  পাথরের  তৈরি,  সামান্য   উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  ও  নবরত্ন  শৈলীর।  পূর্ব  ও  দক্ষিণ  দিকে   ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট  অলিন্দ  আছে  মন্দিরের  দক্ষিণ  ও  পূর্ব  দিকের  দেওয়ালে  'টেরাকোটা'  অলংকরণ  লক্ষ্য  করা  যায়।  গর্ভগৃহে  প্রবেশের  দুটি  দরজা,  একটি  দক্ষিণে  এবং  অপরটি  পূর্ব  দিকে।  দক্ষিণ  দিকের  কাঠের  দরজায়  দশাবতার  মূর্তি  খোদাই  করা।  মন্দিরের  দ্বিতলের  পূর্ব,  পশ্চিম,  উত্তর  ও  দক্ষিণ  দিকে  ত্রিখিলান  প্রবেশপথ  আছে  এবং  চার  দিকেই  প্রবেশপথের  খিলানের  উপরে  টেরাকোটা-অলংকরণ  লক্ষ্য  করা  যায়।  মন্দিরের  'টেরাকোটা'র  বিষয় :  কৃষ্ণলীলা,  রামায়নের  কাহিনী,  দশাবতার  মূর্তি,  পৌরাণিক  ও  সামাজিক  দৃশ্য।  আগে  একটি  প্রতিষ্ঠাফলক  ছিল।  এখন  সেটি  নষ্ট  হয়ে  গেছে।  তাই  প্রতিষ্ঠাকাল  সঠিক  ভাবে  বলা  সম্ভব  নয়।  গর্ভগৃহে  শ্রীশ্রীদামোদর  ( শালগ্রাম  শিলা )  নিত্য  পূজিত।  

কর্ণ ও অর্জুনের যুদ্ধ 

নবরত্ন দামোদর মন্দির, দত্তপাড়া, জয়পুর 

দক্ষিণ দিকের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 
কর্ণ ও অর্জুনের যুদ্ধ )

মাঝের খিলানের উপরের কাজ 
( উপরে গোপীদের সঙ্গে কৃষ্ণ। মাঝে বাঁ দিকে 'রাইরাজা' ও ডানদিকে 'রামরাজা'। ) 

ডান দিকের খিলানের উপরের কাজ 
( রামরাবণের যুদ্ধ )



বাঁকানো  কার্নিসের  নিচের  'টেরাকোটা"-অলংকরণ :

বকাসুর বধ ও অন্য চিত্র 

নৌকা বিলাস 

বাঁদিকে চার জন গন্ধর্ব-বাজনদার, ডানদিকে বর-বৌয়ের কড়ি খেলা। 

বাঁদিকে পাঁচ জন কিন্নর-বাজনদার, ডানদিকে শ্রীকৃষ্ণকে গোপীদের দধিভান্ড প্রদান 

কংস বধ ও গরুড় কর্তৃক 'গজ-কচ্ছপ' ভক্ষণ 

পূর্বের বাঁ দিকের খিলানের উপরের কাজ
( শ্রীকৃষ্ণের মথুরা গমন দৃশ্য )

পূর্বের মাঝের খিলানের উপরের কাজ

পূর্বের ডান দিকের খিলানের উপরের কাজ
( উপরে গোষ্ঠবিহার, নিচে ষড়ভুজ গৌরাঙ্গ ও অনন্তশয়ানে বিষ্ণু )

দধিমন্থন কালে শিশু কৃষ্ণের দধিভান্ডে হস্ত প্রবেশ 

নন্দীর পিঠে শিব-পার্বতী ও ডানদিকে নারদ 


দ্বিতীয় তলের পূর্ব দিকের খিলানের উপরের কাজ 
দ্বিতীয় তলের দক্ষিণ দিকের খিলানের উপরের কাজ

মাঝের খিলানের উপর 'ভীষ্মের শর-শয্যা' 
শ্রীকৃষ্ণকে কালীরূপে রাধার পূজা। ডানদিকে তরবারি হাতে আয়ান ঘোষ ও জটিলা 



দ্বিতীয় তলের উত্তর দিকের খিলানের উপরের কাজ 

শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ ও সপরিবারে দুর্গা 

সপরিবারে দুর্গা

দ্বিতীয় তলের পশ্চিম দিকের  কাজ

দ্বিতীয় তলের পশ্চিম দিকের খিলানের উপরের কাজ
( মাঝে গজলক্ষ্মী )

হরিহর মূর্তি 
( এখানে বৃষ-গজের একই মাথা  )
 

কুলুঙ্গির কাজ 

দক্ষিণ দিকের দরজার কাজ 

বিষ্ণুর দুই অবতার 

বিষ্ণুর চার অবতার

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ০৭.০৯.২০১৯

                                              *******

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন