গিরিগোবর্ধন মন্দির, ভদ্রপাড়া, কোতুলপুর, বাঁকুড়া
শ্যামল কুমার ঘোষ
বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত কোতুলপুর একটি শহর। শহরটি আরামবাগ-বিষ্ণুপুর বাস রাস্তায় অবস্থিত। কোতুলপুরের ভদ্রপাড়ায় অবস্থিত শ্রীধর মন্দিরটি এখানকার প্রথম পুরাকীর্তি। এই মন্দিরটি সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন :
শ্রীধর মন্দির, ভদ্রপাড়া, কোতুলপুর, বাঁকুড়া
ভদ্রপাড়ার দ্বিতীয় পুরাকীর্তিটি গিরিগোবর্ধন মন্দির। শ্রীধর মন্দিরের পিছনে অবস্থিত, ইটের তৈরি, পশ্চিমমুখী, পঞ্চচূড়াযুক্ত গিরিগোবর্ধন মন্দিরটি এক অভিনব নির্মাণরীতির নিদর্শন। দেবগৃহের চালা প্রচলিত কোনও পদ্ধতিতে তৈরি না করে কৃষ্ণের গিরিগোবর্ধন ধারণের সুপরিচিত কাহিনীরটির অনুসরণে পলেস্তারা-আবৃত বড় বড় শিলাখণ্ডের আকারে বিন্যস্ত। মন্দিরটি দৈর্ঘ্যে ৪.৬ মিটার, প্রস্থে ৩.৪ মিটার ও উচ্চতায় প্রায় ৭.৬ মিটার। মন্দিরের পোড়ামাটির সজ্জা সাধারণ শ্রেণীর কিন্তু দেওয়ালে নিবদ্ধ চুনবালির দ্বারপাল, ইন্দ্র, কালী, কৃষ্ণকালী, বৃষবাহনা পার্বতী প্রভৃতি বড় বড় মূর্তিগুলি অভিনব। যদিও মূর্তিগুলি এখন ভগ্ন। মন্দিরটি 'টেরাকোটা'-শিল্পের অবনতির যুগে নির্মিত।
গিরিগোবর্ধন মন্দিরের সামনে একটি সতের চূড়া রাসমঞ্চ আছে। ভদ্রপাড়ায় অন্য একটি শরিকের বাড়িতে আর একটি সতের চূড়া রাসমঞ্চ আছে।
 |
কৃষ্ণকালী |
 |
গিরিগোবর্ধন মন্দির |
 |
মন্দিরের সামনের বিন্যাস |
 |
কালী ও অন্য মূর্তি |
 |
গণেশ-জননী ও অন্য মূর্তি |
 |
শিব পুজো ও অন্য দুটি মূর্তি |
 |
কালী ও অন্য মূর্তি |
 |
কালী |
 |
কৃষ্ণকালী ও শিব |
 |
কালী ও অন্য মূর্তি |
 |
কৃষ্ণকালী ও অন্য মূর্তি |
 |
কৃষ্ণকালী |
 |
শিব ও অন্য মূর্তি |
 |
তিনটি 'টেরাকোটা' মূর্তি |
 |
সপরিবারে দুর্গা |
 |
বিষ্ণুর চার অবতার, নারদ ও অন্য মূর্তি |
 |
জগন্নাথ, নারদ ও অন্য মূর্তি |
 |
নৃসিংহ ও অন্য মূর্তি |
 |
দরজার খিলানের উপরের কাজ |
 |
রাসমঞ্চ - ১ |
 |
রাসমঞ্চ - ২ |
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ০৯.০৯.২০১৯
সহায়ক গ্রন্থ :
১) বাঁকুড়া জেলার পুরাকীর্তি : অমিয়কুমার বন্দোপাধ্যায়
----------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে। কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
--------------------------------------------------------
কিভাবে এখানে পৌঁছানো যায়
উত্তরমুছুন