শ্রীধরলাল মন্দির, দে পাড়া, জয়পুর, বাঁকুড়া
শ্যামল কুমার ঘোষ
বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত জয়পুর একটি গ্রাম। গ্রামটি আরামবাগ-বিষ্ণুপুর বাস রাস্তায় অবস্থিত। জয়পুরের দেপাড়ায় অবস্থিত শ্রীধরলাল মন্দিরটি স্থানীয় দে বংশ কর্তৃক প্রতিষ্ঠিত। মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী ও নবরত্ন শৈলীর। পূর্ব ও দক্ষিণ দিকে ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট অলিন্দ আছে। মন্দিরের দক্ষিণ ও পূর্ব দিকের দেওয়ালে 'টেরাকোটা' অলংকরণ লক্ষ্য করা যায়। 'টেরাকোটা'র বিষয় : কৃষ্ণলীলা, রামায়নের কাহিনী, দশাবতার মূর্তি, পৌরাণিক ও সামাজিক দৃশ্য। মন্দিরটির প্রতিষ্ঠাকাল ১৭৬৫ শকাব্দ ( ১৮৪৩ খ্রীষ্টাব্দ ) বা ১২৫০ বঙ্গাব্দ। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। গর্ভগৃহে শ্রীধরলাল ( শালগ্রাম শিলা ) নিত্য পূজিত।
প্রণব রায় তাঁর মন্দির 'টেরাকোটা'য় গণেশ প্রবন্ধে লিখেছেন, " মন্দির-'টেরাকোটা' অলংকরণে গণেশের অপর একটি চিত্র লক্ষ্য করা যায় দেবী চণ্ডীর কোলে শিশু গণেশের মধ্যে। এটি টেরাকোটা-শিল্পের 'গণেশ-জননী' 'মোটিফ'। সতের থেকে উনিশ শতকের মধ্যে তৈরি বহু মন্দিরে এই 'মোটিফ' স্থান পেয়েছে। কিন্তু শুধুমাত্র গণেশজননী-'টেরাকোটা'- ফলকের চেয়ে এই দৃশ্য রূপায়িত হয়েছে 'চণ্ডীমঙ্গলে' বর্ণিত 'কমলেকামিনী' দৃশ্যের মধ্যে। সেখানে সমুদ্রের মাঝদরিয়ায় দেবী চণ্ডী বা অভয়া একটি বিকশিত পদ্মের ওপর আসীনা, তাঁর কোলে শিশু গণেশকে তিনি যেন স্তন্যপান করাচ্ছেন। ..... 'চণ্ডীমঙ্গলে'র কাহিনী অনুসারে কিন্তু 'কমলেকামিনী' গণেশজননী নন, তিনি মাঝদরিয়ায় পদ্মের ওপর বসে একটি হাতিকে গলাধঃকরণ করছিলেন, অপরদিকে সেই হাতিকে মুখ থেকে আবার বের করছিলেন।... টেরাকোটা-শিল্পী এই বীভৎস দৃশ্যের থেকে করুণাময়ী গণেশজননীর মূর্তিই রূপায়িত করেছেন প্যানেলে।"
এই মন্দিরটি আমি অমিতাভ গুপ্তের ব্লগ থেকে সন্ধান পাই। তাঁকে ধন্যবাদ।
 |
বাজনদারের দল সহ জমিদারের অন্যত্র গমন |
 |
শ্রীধরলাল মন্দির, দে পাড়া, জয়পুর |
 |
মন্দিরের দক্ষিণ দিকের ত্রিখিলান বিন্যাস |
 |
দক্ষিণ দিকের বাঁ দিকের খিলানের উপরের কাজ |
 |
দক্ষিণ দিকের বাঁ দিকের খিলানের উপরের কাজ |
 |
রামরাবণের যুদ্ধ |
 |
মারীচ বধ
|
 |
দক্ষিণ দিকের মাঝের খিলানের উপরের কাজ |
 |
রামের সঙ্গে লব-কুশের যুদ্ধ |
 |
ভায়লা |
 |
দক্ষিণ দিকের ডান দিকের খিলানের উপরের কাজ |
 |
বাজনদারের দল সহ জমিদারের অন্যত্র গমন |
 |
বাজনদারের দল সহ জমিদারের অন্যত্র গমন |
|
 |
দক্ষিণ দিকের ডান দিকের খিলানের উপরের কাজ( বড় করে ) |
 |
পূর্ব দিকের মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
 |
পূর্ব দিকের বাঁ দিকের খিলানের উপরের কাজ |
 |
পূর্ব দিকের মাঝের খিলানের উপরের কাজ |
 |
উপরে, দু'পাশে রাধিকা ও প্রধানা গোপী। মাঝে কৃষ্ণ।
নিচে, কৃষ্ণ কর্তৃক দধিভান্ডসহ গোপীদের নদী পার করা। |
 |
পূর্ব দিকের ডান দিকের খিলানের উপরের কাজ |
 |
'চণ্ডীমঙ্গল' কাব্যের একটি দৃশ্য
( সমুদ্রের মাঝে শ্রীমন্ত সদাগর পদ্মের উপর আসীনা দেবী চণ্ডীকে দর্শন। ) |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
 |
হরিণ ও গাভি |
 |
গাভি |
 |
মৎস্যাবতার ও অন্য চিত্র |
 |
শিবপুজো ও অন্য চিত্র |
 |
শিবপুজো |
 |
বিষ্ণুর দুই অবতার |
 |
পরশুরাম |
 |
কুর্মাবতার |
 |
ষড়ভুজ গৌরাঙ্গ |
 |
প্রতিষ্ঠাফলক |
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ০৭.০৯.২০১৯
------------------------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
-------------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন