নিস্তারিণী কালী মন্দির / নানেদের কালী মন্দির, ২৫ বেথুন রো, কলকাতা, পশ্চিমবঙ্গ
শ্যামল কুমার ঘোষ
নিস্তারিণী কালী মন্দির উত্তর কলকাতার হেদুয়া পার্কের কাছে ২৫ নম্বর বেথুন রো-তে অবস্থিত। স্থানীয় লোকেদের কাছে এই মন্দির নানেদের কালী মন্দির নামে পরিচিত।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, দক্ষিণমুখী মন্দিরটি নবরত্ন শৈলীর। গর্ভগৃহের সামনে অলিন্দ আছে। মন্দিরে সামান্য পঙ্খের কাজ আছে। ১৭৮৭ শকাব্দে ( ১২৭২ বঙ্গাব্দে ) অর্থাৎ ১৮৬৫ খ্রীষ্টাব্দে মন্দিরটি প্রতিষ্ঠা করেন ঈশ্বর চন্দ্র নান। মন্দিরে একটি প্রতিষ্ঠাফলক আছে। প্রতিষ্ঠাফলকটি এই রকম :
" শ্রীশ্রীনিস্তারিণী জয়তি
কালিকে চরম কালে তব রাঙ্গা পায়
ঈশ্বরের মনঃপ্রাণ সকলী মিশায়
শকাব্দা : ১৭৮৭
সন ১২৭২ সাল "
ঈশ্বরচন্দ্রের প্রতিবেশী কৃষ্ণচন্দ্র সিংহ বারাণসী থেকে কষ্টিপাথরের দক্ষিণা কালীর একটি মূর্তি তৈরি করে আনেন। কিন্তু কোন কারণে তিনি বিগ্রহটি প্রতিষ্ঠা করতে না পেরে মূর্তিটি ঈশ্বরচন্দ্রকে দিয়ে দেন। পরে ঈশ্বরচন্দ্র বেথুন রো-তে এই নবরত্ন মন্দির তৈরি করে ১৮৬৫ খ্রীষ্টাব্দের রথযাত্রার দিন বিগ্রহটি প্রতিষ্ঠা করেন। মন্দিরের সামনের দুপাশে আছে দুটি আটচালা শিব মন্দির। দুটি মন্দিরের ভিতরে দুটি কষ্টিপাথরের শিবলিঙ্গ আছে। নিস্তারিণী কালী ও দুটি শিবলিঙ্গ নিত্যপূজিত। নিত্যপূজা ছাড়াও প্রতি অমাবস্যায় মায়ের বিশেষ পূজা ও হোম হয়ে থাকে। এছাড়া কালীপূজা ও প্রতিষ্ঠাবার্ষিকীতে সমারোহ সহকারে পূজা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব মতে মায়ের পূজা হয়। তাই মন্দিরে কোন পশুবলি হয় না। মন্দির খোলা থাকার সময় : সকাল ৭ টা থেকে ১০ টা এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা।
মন্দিরে কালীমন্দির ও শিব মন্দির ছাড়াও আছে নারায়ণের ঘর ও দুর্গা দালান। কালী মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই এই পরিবারে পালা করে দুর্গা পূজা হয়। দুর্গা পূজার সময় দুর্গা পূজা হয় এই দুর্গা দালানে।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৬.০৯.২০২১
নিস্তারিণী মন্দির, বেথুন রো, কলকাতা |
নিস্তারিণী মন্দির, বেথুন রো, কলকাতা |
মন্দিরের শিখর |
মন্দিরের সামনে |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
খিলানের উপরের কাজ |
মন্দিরের প্রতিষ্ঠাফলক |
মা নিস্তারিণী |
বাঁ দিকের শিব মন্দির |
বাঁ দিকের শিব মন্দিরের শিবলিঙ্গ |
-------------------------------------------
--------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন