রবিবার, ২১ নভেম্বর, ২০২১

Narayan Temple / Kalachand Temple, Ramdulal Sarkar Street, Hedua, Kolkata

 নারায়ণ  মন্দির  /  কালাচাঁদ  মন্দির,  রামদুলাল  সরকার  স্ট্রিট,  হেদুয়া,  কলকাতা 

                          শ্যামল  কুমার  ঘোষ 


            উত্তর  কলকাতার  হেদুয়া  পার্কের  কাছে  রামদুলাল  সরকার  স্ট্রিট  ও  বেথুন  রো-এর  সংযোগস্থলের  একটি  বাড়ির  পরে  ১৩৩/২/১  রামদুলাল  সরকার  স্ট্রিটে  একটি  সুন্দর  পাথরের  মন্দির  আছে।  মন্দিরটি  স্থানীয়দের  কাছে  নারায়ণ  মন্দির  বা  কালাচাঁদ  মন্দির  নামে  পরিচিত।  মন্দিরটি  কলকাতায়  হলেও  কলকাতা  নগরবাসীর  কাছে  প্রায়  অপরিচিত। 

            মন্দিরটি  প্রতিষ্ঠা  করেন  নান  পরিবারের  বি.  সি.  নান।  বেথুন  রো-এর  নিস্তারিণী  কালী  মন্দিরের  প্রতিষ্ঠাতা  যে  নান  পরিবার  তাঁরা  এই  নান  পরিবারের  অন্য  শরিক।  এই  পরিবারের  মালিকাধীন  মানিকতলা  বাজার।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠাফলক  নেই।  তাই  মন্দিরটি  কবে  প্রতিষ্ঠা  হয়েছিল  তা  বলা  যাবে  না।

            উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  মন্দিরটির  স্থাপত্যশৈলী  বাংলার  প্রচলিত  মন্দিরস্থাপত্যশৈলীর  থেকে  একটু  আলাদা।  একটি  সমতল  ছাদ  দালানের  উপর  চার  কোণে  চারটি  ছোট  ছোট  শিখর  ও  মাঝখানে  আছে  একটি  বড়  শিখর।  মাঝের  শিখরটির  উপর  আছে  একটি  তেরচূড়া  প্রতীক  মন্দির।  

            মন্দিরের  দরজার  উপরে-পাশে,  জানলার  উপরে-নিচে-পাশে,  ঝুল-বারান্দায়  ও  অন্যান্য  স্থানে  চমৎকার  সব  পাথরের  কাজ  আছে।  মন্দিরের  কার্নিসের  ভার-বাহক  হিসাবে  বিভিন্ন  বাদকবৃন্দের  ছোট  ছোট  মূর্তি  দেখা  যায়।  মাঝখানের  দুটি  বিন  বাদকের  মাঝে  একটি  ছোট  শিব-অন্নপূর্ণা  মূর্তিও  আছে।  

            মন্দিরের  ঢোকার  দুটি  দরজা।  একটি  সামনে।  অপরটি  পিছনে।  সামনের  দরজা  দিয়ে  ঢুকলে  প্রথমে  পড়বে  অলিন্দ।  অলিন্দটি  বেশ  বড়।  তারপর  তিনটি  খিলানবিশিষ্ট  গর্ভগৃহ।  গর্ভগৃহে  ঢোকার  দুটি  কাঠের  দরজা  ও  একটি  কলাপসিবল  গেট।  এই  দুটি  কাঠের  দরজা  ও  মন্দিরের  অন্যান্য  কাঠের  দরজাগুলিতে  সুন্দর  কাঠের  কাজ  আছে।  গর্ভগৃহের  সামনের  দেওয়ালে  সুন্দর অলংকরণ  আছে। অলংকরণগুলির  মধ্যে  রামসীতা,  অনন্তশয়ানে  বিষ্ণু,  রাধাকৃষ্ণ,  বিভিন্ন  কৃষ্ণলীলা  ও  ফুলকারি  নকশা  উল্লেখযোগ্য।  অলিন্দে  প্রেক্ষাগৃহের  মত  সুন্দর  ঝুল-বারান্দা  আছে।  মন্দিরের  গর্ভগৃহে  নারায়ণ  শিলা  নিত্য  পূজিত।

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ১৬.১১.২০২১ 

মন্দিরের মাঝের শিখর

মাঝের শিখরের উপর প্রতীক মন্দির 

মাঝের শিখরের ত্রিখালান বিন্যাস 

নারায়ণ / কালাচাঁদ মন্দির, রামদুলাল সরকার স্ট্রিট, কলকাতা 

ভার-বাহক বাদক বৃন্দ - ১
ভার-বাহক বাদক বৃন্দ - ২
ভার-বাহক বাদক বৃন্দ - ৩
দুই বিন বাদকের মাঝে অন্নপূর্ণা মূর্তি 
ঝুল বারান্দা ও বাড়ির প্রবেশ-দরজার উপরের কাজ 
ঝুল বারান্দার কাজ ( বড় করে ) 
বাড়ির প্রবেশ-দরজার উপরের কাজ
জানলার উপরের কাজ
জানলার নিচের কাজ
মন্দির প্রবেশ-দরজার উপরের কাজ 
মন্দির প্রবেশ-দরজার উপরের কাজ ও গরুড় মূর্তি 
দরজার পাশে পাথরের কাজ - ১
দরজার পাশে পাথরের কাজ - ২
দরজার পাশে পাথরের কাজ - ৩
বাঁ দিকের শিখরের কাজ - ১
বাঁ দিকের শিখরের কাজ - ২
খিলানের কাজ 
গর্ভগৃহের সামনের বিন্যাস - ১ 
গর্ভগৃহের সামনের বিন্যাস - ২
গর্ভগৃহের সামনের বিন্যাস ( বড় করে )
গর্ভগৃহের দরজা - ১
গর্ভগৃহের দরজা - ২
অলিন্দে প্রেক্ষাগৃহের মত সুন্দর ঝুল-বারান্দা
কৃষ্ণ লীলা - ১
কৃষ্ণ লীলা - ২
কৃষ্ণ লীলা - ৩
কৃষ্ণ লীলা - ৪
কৃষ্ণ লীলা - ৫
কৃষ্ণ লীলা - ৬


কালাচাঁদ / নারায়ণ শিলা 

             কলকাতার অন্যান্য মন্দির সম্বন্ধে জানতে নিচের লিংকে ক্লিক করুন / লিংকের উপর আঙুল দিয়ে টোকা দিন : 

                        কলকাতার  মন্দির 

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন