রাধাগোকুলানন্দ জিউ মন্দির, আলংগিরি, পূর্ব মেদিনীপুর
শ্যামল কুমার ঘোষ
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের অধীন একটি গ্রাম আলংগিরি। হাওড়া স্টেশন বাস স্ট্যান্ড থেকে এগরা গামী বাসে প্রথমে এগরার দীঘামোড়। সেখান থেকে ট্রেকারে আলংগিরি বাজার। সেখান থেকে টোটোতে বা হেঁটে আলংগিরি গ্রাম। এখানকার প্রথম উল্লেখযোগ্য পুরাকীর্তি গ্রামের দক্ষিণে শ্রীশ্রী রঘুনাথ জিউ ও বালমুকুন্দ জিউ'র নবরত্ন মন্দির এবং দ্বিতীয়টি গ্রামের উত্তরে শ্রীশ্রী রাধাগোকুলানন্দ মন্দির । এখানে রাধাগোকুলানন্দ মন্দির সম্বন্ধে লিখব।
অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত পূর্বমুখী মন্দিরটি একরত্ন শৈলীর। মন্দির সংলগ্ন জগমোহনটি অভিনব। মন্দিরটিতে কোন প্রতিষ্ঠাফলক না থাকলেও এই বৈষ্ণব মঠের সেবাইতদের মতে, স্থানীয় ভূস্বামী নরহরি করমহাপাত্রের আনুকূল্যে আঠার শতকের মাঝামাঝি সময়ে মন্দিরটি নির্মিত। মন্দিরটি একটি ঘেরাক্ষেত্রে অবস্থিত। মন্দিরের সামনে একটি গরুড় মূর্তি আছে।গর্ভগৃহে রাধাগোকুলানন্দ ও অন্যান্য বিগ্রহ নিত্য পূজিত। ঘেরাক্ষেত্রের বাইরে একটি চারকোণা রাসমঞ্চ আছে।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ০৭.০৩.২০১৯
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত পূর্বমুখী মন্দিরটি একরত্ন শৈলীর। মন্দির সংলগ্ন জগমোহনটি অভিনব। মন্দিরটিতে কোন প্রতিষ্ঠাফলক না থাকলেও এই বৈষ্ণব মঠের সেবাইতদের মতে, স্থানীয় ভূস্বামী নরহরি করমহাপাত্রের আনুকূল্যে আঠার শতকের মাঝামাঝি সময়ে মন্দিরটি নির্মিত। মন্দিরটি একটি ঘেরাক্ষেত্রে অবস্থিত। মন্দিরের সামনে একটি গরুড় মূর্তি আছে।গর্ভগৃহে রাধাগোকুলানন্দ ও অন্যান্য বিগ্রহ নিত্য পূজিত। ঘেরাক্ষেত্রের বাইরে একটি চারকোণা রাসমঞ্চ আছে।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ০৭.০৩.২০১৯
![]() |
রাধাগোকুলানন্দ মন্দির |
![]() |
মন্দিরের রত্ন |
![]() |
গরুড় মূর্তি |
![]() |
রাধাগোকুলানন্দ ও অন্যান্য বিগ্রহ |
![]() |
রাধাগোকুলানন্দ ও রাধিকা বিগ্রহ |
![]() |
রাসমঞ্চ |
সহায়ক গ্রন্থ :
১) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর - শ্রী তারাপদ সাঁতরা
--------------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
--------------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন