কালিকা-মঙ্গলা মাতার মন্দির ও রাসমঞ্চ, রঘুনাথ মন্দির চত্বর, আলংগিরি, পূর্ব মেদিনীপুর
শ্যামল কুমার ঘোষ
পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নং ব্লকের অধীন একটি গ্রাম আলংগিরি। হাওড়া স্টেশন বাস স্ট্যান্ড থেকে এগরা গামী বাসে প্রথমে এগরার দীঘামোড়। সেখান থেকে ট্রেকারে আলংগিরি বাজার। আলংগিরি বাজার থেকে টোটোতে বা হেঁটে আলংগিরি গ্রাম। গ্রামের দক্ষিণে শ্রীশ্রী রঘুনাথ জিউ ও বালমুকুন্দ জিউ'র নবরত্ন মন্দির এখানকার প্রধান পুরাকীর্তি। এই মন্দির সম্বন্ধে অন্যত্র লিখেছি। মন্দিরটি সম্বন্ধে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন :
এই মন্দিরের দক্ষিণ-পশ্চিম কোণে মন্দির সংলগ্ন কালিকা-মঙ্গলা মাতার মন্দির অবস্থিত। মন্দিরটি সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পূর্বমুখী ও ইঁটের তৈরি একটি ঘর। মন্দিরে প্রবেশের একটিই দরজা। মন্দিরের দুই প্রান্তের এক সারি করে কুলুঙ্গির মধ্যে এবং কার্নিসের নিচে টেরাকোটা ফলক লাগানো আছে। এই টেরাকোটার বিষয় : দেবী দুর্গার বিভিন্ন রূপ, বিষ্ণুর বিভিন্ন অবতার রূপ, লতাপাতা ইত্যাদি। দরজার খিলানের উপরে পঙ্খের কাজটিও খুব সুন্দর। গর্ভগৃহে কালিকা ও মঙ্গলা মাতার পিতলের বিগ্রহ নিত্য পূজিত।
মন্দির ও রাসমঞ্চ পরিদর্শনের তারিখ : ০৭.০৩.২০১৯
কালিকা-মঙ্গলা মাতার মন্দির |
খিলানের উপরের কাজ |
বলরাম ও অন্য চিত্র |
জগন্নাথ-বলরাম-সুভদ্রা ও অন্য চিত্র |
পরশুরাম |
দুর্গার বিভিন্ন রূপ |
অন্নপূর্ণা ও গনেশজননী |
নবরত্ন মন্দিরের দক্ষিণে, একটু দূরে একটি আটকোণা ও ন'চূড়াযুক্ত রাসমঞ্চ আছে। রাসমঞ্চের কার্নিসের নিচে 'টেরাকোটা'র সুন্দর সুন্দর ফলক বিদ্যমান। 'টেরাকোটা'র বিষয় : মূলতঃ কৃষ্ণলীলা। আগে প্রতি খিলানের স্তম্ভে বড় বড় টেরাকোটা মূর্তি ছিল। এখন দু-একটি ছাড়া সবই ভগ্ন।
রাসমঞ্চ |
টেরাকোটা ফলক - ১ |
টেরাকোটা ফলক - ২ |
টেরাকোটা ফলক - ৩ |
টেরাকোটা ফলক - ৪ |
টেরাকোটা ফলক - ৫ |
টেরাকোটা ফলক - ৬ |
টেরাকোটা ফলক - ৭ |
দ্বারে দন্ডায়মানা নারী মূর্তি ****** |
The octagonal Rasamancha
উত্তরমুছুনsurmounted by nine miniature shikharas looks beautiful. But the pillars with their capitals and the cornices are built in European style maintaining a meaningful balance with the traditional Bengal terra cotta temple architecture.