রাধা-দামোদর মন্দির, শ্যামবাজার, গোঘাট, হুগলি
শ্যামল কুমার ঘোষ
আরামবাগ মহকুমার গোঘাট ব্লকের অন্তর্গত একটি গ্রাম শ্যামবাজার। শ্যামবাজারে যেতে হলে তারকেশ্বর বা আরামবাগ থেকে বদনগঞ্জের বাসে উঠে কর্ণপুরে নামতে হবে। সেখান থেকে হেঁটে শ্যামবাজার গ্রাম। একসময় গ্রামটি তসর ও তাঁতের কাপড় এবং আবলুস কাঠের খেলনার জন্য বিখ্যাত ছিল। গ্রামে দত্ত ও দাস বংশ প্রতিষ্ঠিত দুটি 'টেরাকোটা' অলংকারযুক্ত মন্দির উল্লেখযোগ্য। এখানে আমরা দাস বংশ প্রতিষ্ঠিত রাধা-দামোদর মন্দিরটি সম্বন্ধে আলোচনা করব।
দাস বংশ প্রতিষ্ঠিত রাধা-দামোদর মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পূর্বমুখী, ত্রিখিলান প্রবেশপথযুক্ত ও পঞ্চরত্ন শৈলীর। শিখরগুলি রেকধরণের খাঁজকাটা। গর্ভগৃহের সামনে অলিন্দ। মন্দিরে ঢোকার একটিই দরজা। মন্দিরে কোন প্রতিষ্ঠাফলক নেই। মন্দিরের সামনের দেওয়াল টেরাকোটা অলংকারে অলংকৃত। ভিত্তিবেদি সংলগ্ন দুটি পূর্ণ স্তম্ভ ও ডানদিকের অর্ধ স্তম্ভ নষ্ট হয়ে গেছে। সম্প্রতি মন্দিরটির সংস্কার করা হয়েছে। তিনটি খিলানের উপরের টেরাকোটার বিষয় : রামায়ণের কাহিনী। বর্গাকার কুলুঙ্গিতে আছে বিভিন্ন মূর্তি -- কৃষ্ণ, পঞ্চানন, মৎস্য ও বরাহ অবতার, ষষ্ঠী, মহাদেব, মহিষমর্দিনী প্রভৃতি। মন্দিরের গর্ভগৃহে শ্রীশ্রী রাধা-দামোদর নিত্য পূজিত।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ০৪.১২.২০১৮
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ০৪.১২.২০১৮
![]() |
রাধা-দামোদর মন্দির |
![]() |
মন্দিরের শিখর |
![]() |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
![]() |
বাঁদিকের খিলানের উপরের কাজ |
![]() |
বাঁদিকের খিলানের উপরের কাজ ( বড় করে )- ১ |
![]() |
বাঁদিকের খিলানের উপরের কাজ ( বড় করে )- ২ |
![]() |
মাঝের খিলানের উপরের কাজ |
![]() |
ডান দিকের খিলানের উপরের কাজ |
![]() |
ডান দিকের খিলানের উপরের কাজ ( বড় করে ) |
![]() |
কুলুঙ্গির মধ্যের কাজ - ১ |
![]() |
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
![]() |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
![]() |
পঞ্চানন ও কৃষ্ণ |
![]() |
মৎস্য ও বরাহ অবতার |
![]() |
ষষ্ঠী ঠাকুরুন |
![]() |
মহাদেব |
![]() |
মহিষমর্দিনী |
![]() |
বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ১ |
![]() |
বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ২ |
![]() |
বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ৩ |
![]() |
বাঁকানো কার্নিসের নিচের কুলুঙ্গির কাজ - ৪ |
![]() |
মন্দিরের বাঁ দিকের কোনাচ |
![]() |
মন্দিরের ডান দিকের কোনাচ |
![]() |
একটি টেরাকোটা ফলক |
![]() |
ভিত্তিবেদি সংলগ্ন টেরাকোটা ফলক |
সহায়ক গ্রন্থাবলী :
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
--------------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
------------------------------------------------------------
অপুর্ব। সত্যিই অসাধারণ।
উত্তরমুছুনযাওয়ার ইচ্ছে রইলো।
ধন্যবাদ।
মুছুনসুন্দর প্রতিবেদন ।
উত্তরমুছুনধন্যবাদ।
উত্তরমুছুন