রবিবার, ৫ নভেম্বর, ২০১৭

Shitala Temple, Baligori, Hooghly, West Bengal


শীতলা  মন্দির,  বালিগোড়ী,  হুগলি

শ্যামল  কুমার  ঘোষ  

               হাওড়া-তারকেশ্বর  রেলপথে তারকেশ্বরের  আগের  স্টেশন  লোকনাথ।  রেলপথে  হাওড়া  থেকে  দূরত্ব  ৫৫  কিমি।  লোকনাথ  স্টেশন  থেকে  ২ / ৩  কিমি  দূরের  একটি  গ্রাম  বালিগোড়ী।  তারকেশ্বর  থেকে  বাসেও  এখানে  যাওয়া  যায়।  বালিগোড়ী  গ্রামের  অধরমণি  দত্ত  বিদ্যামন্দিরের  কাছে   একটি  আটচালা  শীতলা  মন্দির  আছে।

            প্রায়  ভূমি  সমতলের  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত,  অলিন্দযুক্ত,  দক্ষিণমুখী  ও  এক  দ্বারবিশিষ্ট   মন্দিরটি  স্থানীয়  দত্ত  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত  মন্দিরের  সামনের  দিকের  দেওয়াল   'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  তবে  এই  'টেরাকোটা'র  বেশির  ভাগই  নষ্ট  হয়ে  গেছে।  খিলানের  উপরের  টেরাকোটার  বিষয়  -  প্রতীক  শিবমন্দির  ও  তার  মধ্যে  শিবলিঙ্গ  এবং  রামরাবণের  যুদ্ধ।  মন্দিরটি  ১৬৬৯  শকাব্দে  ( ১৭৪৭  খ্রিস্টাব্দে )  প্রতিষ্ঠিত।  মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  বর্তমান।  মন্দিরের  গর্ভগৃহে  মা  শীতলা  ও  অন্য  দেবদেবীর  মূর্তি  নিত্য  পূজিত।


শীতলা  মন্দির

মন্দিরের  সামনের  বিন্যাস

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস

মন্দিরের  মাঝের  খিলানের  উপরের  কাজ 
বড়  করে 

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ

বড়  করে

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ

বড়  করে

প্রতিষ্ঠাফলক

মহিষমর্দিনী  মূর্তি

মন্দিরের  কোনাচ

                   -------------------------------------------
            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন