শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭

Raghunandan Temple, Parul, Arambagh, hooghly District, West Bengal


শ্রীশ্রী রঘুনন্দন  মন্দির,  পারুল,  আরামবাগ,  হুগলি 

শ্যামল  কুমার  ঘোষ

            রেলপথে  হাওড়া  থেকে  আরামবাগের  দূরত্ব  ৮২ কিমি।  ট্রেনে  সময়  লাগে  ২  ঘন্টা।  আরামবাগ  মহকুমার  অধীন  একটি  গ্রাম  পারুল।  স্টেশন  থেকে  অটো  বা  টোটোতে  সহজেই  পারুল  যাওয়া  যায়।  কলকাতা  থেকে  বাসেও  এখানে  যেতে  পারেন।  বাসে  গেলে  পারুল  স্টপেজে  নামতে  হবে।  পারুলে  দুটি মন্দির আছে।রঘুনন্দন  ও  বিশালাক্ষী।  আলোচ্য  রঘুনন্দন  মন্দিরটি  স্থানীয়  চক্রবর্তী  বংশ  কর্তৃক  প্রতিষ্ঠিত।  দৈর্ঘে  ৭ মি,  প্রস্থে  ৬ মি।  নির্মাণকাল  প্রতিষ্ঠাফলক  অনুযায়ী  ১৬৯৫  শকাব্দ  অর্থাৎ  ১৭৭৩ খ্রিষ্টাব্দ।  ( মন্দিরে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে। )  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য  লিখিত  'হুগলী  জেলার  পুরাকীর্তি'  গ্রন্থে  নির্মাণকাল  ১৭৬৮  খ্রিষ্টাব্দ  বলে  উল্লেখ  আছে।  DAVID  J.  McCUTTCHION  তাঁর  'Late  Mediaeval  Temples  of  Bengal'  গ্রন্থে  ১৭৬৮  খ্রিষ্টাব্দ  বলে  উল্লেখ  করলেও  সঙ্গে  একটি  জিজ্ঞাসা  চিহ্ন  যোগ  করেছেন।  

            মন্দিরটি  উচ্চ  ভিত্তিবেদির  উপর  প্রতিষ্ঠিত, পূর্বমুখী,   ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  ও  আটচালা  শৈলীর।  মন্দিরের  সামনে  অলিন্দ।  মন্দিরের  সামনের দেওয়াল  'টেরাকোটা'  অলংকারে  অলংকৃত।  টেরাকোটার  বিষয়বস্তু :  রামরাবণের  যুদ্ধ,  কৃষ্ণলীলা,  দেবদেবী,  সঙ্গিনীসহ  পুরুষ,  নৌকা  বিলাস,  বন্দুক  হাতে  সাহেব,  নাচের  ভঙ্গিমা  ইত্যাদি।  গর্ভগৃহে  ঢোকার  একটিই  দরজা।  গর্ভগৃহে  শ্রীশ্রী রঘুনন্দন ( নারায়ণ  শিলা )  নিত্যপূজিত।


রঘুনন্দন  মন্দির,  পারুল,  আরামবাগ

মন্দিরের  সামনের  বিন্যাস

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ 

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

মাঝের  খিলানের  উপরের  কাজ

মাঝের  খিলানের  উপরের  কাজ ( বড়  করে )

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ  ( বড়  করে )

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ১


ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ১ক

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ১খ

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ২

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - 3

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৪

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৪ক 

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৪খ 

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৪গ 

ভিত্তিবেদি  সংলগ্ন  'টেরাকোটা'র  কাজ - ৪ঘ 

একটি  পূর্ণস্থম্ভে  মহিষমর্দিনী  মূর্তি 

পূর্ণস্থম্ভের  'টেরাকোটা'র  কাজ - ১

পূর্ণস্থম্ভের  'টেরাকোটা'র  কাজ - ২

পূর্ণস্থম্ভের  'টেরাকোটা'র  কাজ - ৩

পূর্ণস্থম্ভের  'টেরাকোটা'র  কাজ - ৪

পূর্ণস্থম্ভের  'টেরাকোটা'র  কাজ - ৫

প্রান্তবর্তী  অংশের  'টেরাকোটা'র  কাজ - ১

প্রান্তবর্তী  অংশের  'টেরাকোটা'র  কাজ - ২

প্রান্তবর্তী  অংশের  'টেরাকোটা'র  কাজ - ৩

প্রান্তবর্তী  অংশের  'টেরাকোটা'র  কাজ - ৪

প্রান্তবর্তী  অংশের  'টেরাকোটা'র  কাজ - ৫

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ১

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ২

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ৩

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ৪

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ৫

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ৬

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ৭

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ৮

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ৯

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ১০

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ১১

কুলুঙ্গির  মধ্যের  'টেরাকোটা'র  কাজ - ১২

প্রতিষ্ঠাফলক 

মন্দিরের  শিখর

শ্রীশ্রী রঘুনন্দন ( নারায়ণ  শিলা )


সহায়ক  গ্রন্থ : 
          ১)  হুগলি  জেলার  পুরাকীর্তি :  নরেন্দ্রনাথ  ভট্টাচার্য 

          -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন