অনন্ত বাসুদেব মন্দির, সিদ্ধেশ্বরী কালী মন্দির, অম্বিকা কালনা, বর্ধমান
শ্যামল কুমার ঘোষ
সিদ্ধেশ্বরী কালী মন্দিরের অদূরে রাস্তার বিপরীতে অনন্ত বাসুদেব মন্দির। উঁচু ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত ইঁটের তৈরি 'আটচালা' মন্দির। মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরটির সামনের দেওয়ালের কার্নিসের নিচে কয়েক সারির সংস্কৃত ভাষার লিপি :
' রসাব্ধিরস চন্দ্রাঙ্কগণিত্যেব্দে শকাবধি।
চক্রে বৈকুন্ঠনাথস্য মন্দিরম্ সুমনোহরম্
জগদ্রামস্য মহিষী কৃত্তিচন্দ্রনৃপ প্রসু
শ্রী শ্রী ত্রিলোকচন্দ্রস্য নৃপতে র্যা পিতামহী।।'
অর্থাৎ রস = ৬, অব্দি = ৭, রস = ৬, চন্দ্রাঙ্ক = ১ । অঙ্কের বামাগতি নিয়মানুসারে, ১৬৭৬ শকাব্দ বা ১৭৫৪ খ্রীষ্টাব্দে জগৎরাম রায়ের মহিষী, কীর্তিচন্দ্রের জননী এবং রাজা ত্রিলোকচন্দ্রের পিতামহী বৈকুন্ঠনাথের অতিরমণীয় এই মন্দির নির্মাণ করলেন।
অনন্তবাসুদেবের মূর্তিটি কালো পাথরের একটি ফলকে খোদিত ভাস্কর্য। মন্দিরটিতে এখন ( ২০১৬ ) সংস্কারের কাজ চলছে। সেজন্য বাসুদেবের মূর্তি ঢাকা আছে। শুধু মুখ খোলা। অন্যান্য মূর্তি গুলি সামনের একটি মন্দিরে স্থানান্তরিত।
মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ। খিলানের উপরে রয়েছে নানা ফুলকারি নকশা, রথমধ্যস্থ শিবলিঙ্গ ইত্যাদি। কয়েক সারি কুলুঙ্গির মধ্যে আছে নানা টেরারাকোটা মূর্তি। এই টেরাকোটার কাজ ছাদের বাঁকানো কার্নিস পর্যন্ত উঠে গেছে। তবে বারবার সংস্কারে রং ও সিমেন্টের প্রলেপে টেরাকোটার অলঙ্করণ অনেকাংশে ঢাকা পড়েছে।
অনন্ত বাসুদেব মূর্তি ও অন্যান্য দেবদেবীর মূর্তি নিত্য পূজিত। মন্দিরে নিত্য পূজা ছাড়াও অন্যান্য উৎসব পালিত হয়।
অম্বিকা কালনার এই মন্দিরে যেতে হলে শিয়ালদহ থেকে সকাল ৮ টা ৬ মিনিটের কাটোয়া লোকাল বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরুন। ব্যাণ্ডেল থেকেও অম্বিকা কালনা যাওয়ার গাড়ি পাবেন। স্টেশন থেকে রিকশা বা টোটোতে মন্দিরে পৌঁছে যান। নদিয়া জেলার শান্তিপুর থেকেও গঙ্গা পেরিয়ে কালনায় যেতে পারেন।
সহায়ক গ্রন্থাবলি :
১) কালনা মহকুমার প্রত্নতত্ত্ব ও ধর্মীয় সংস্কৃতির ইতিবৃত্ত : বিবেকানন্দ দাস
২) বাংলার মন্দির স্থাপত্য ও ভাস্কর্য : প্রণব রায়
শ্যামল কুমার ঘোষ
সিদ্ধেশ্বরী কালী মন্দিরের অদূরে রাস্তার বিপরীতে অনন্ত বাসুদেব মন্দির। উঁচু ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত ইঁটের তৈরি 'আটচালা' মন্দির। মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরটির সামনের দেওয়ালের কার্নিসের নিচে কয়েক সারির সংস্কৃত ভাষার লিপি :
' রসাব্ধিরস চন্দ্রাঙ্কগণিত্যেব্দে শকাবধি।
চক্রে বৈকুন্ঠনাথস্য মন্দিরম্ সুমনোহরম্
জগদ্রামস্য মহিষী কৃত্তিচন্দ্রনৃপ প্রসু
শ্রী শ্রী ত্রিলোকচন্দ্রস্য নৃপতে র্যা পিতামহী।।'
অর্থাৎ রস = ৬, অব্দি = ৭, রস = ৬, চন্দ্রাঙ্ক = ১ । অঙ্কের বামাগতি নিয়মানুসারে, ১৬৭৬ শকাব্দ বা ১৭৫৪ খ্রীষ্টাব্দে জগৎরাম রায়ের মহিষী, কীর্তিচন্দ্রের জননী এবং রাজা ত্রিলোকচন্দ্রের পিতামহী বৈকুন্ঠনাথের অতিরমণীয় এই মন্দির নির্মাণ করলেন।
অনন্তবাসুদেবের মূর্তিটি কালো পাথরের একটি ফলকে খোদিত ভাস্কর্য। মন্দিরটিতে এখন ( ২০১৬ ) সংস্কারের কাজ চলছে। সেজন্য বাসুদেবের মূর্তি ঢাকা আছে। শুধু মুখ খোলা। অন্যান্য মূর্তি গুলি সামনের একটি মন্দিরে স্থানান্তরিত।
মন্দিরের সামনে ত্রিখিলান অলিন্দ। খিলানের উপরে রয়েছে নানা ফুলকারি নকশা, রথমধ্যস্থ শিবলিঙ্গ ইত্যাদি। কয়েক সারি কুলুঙ্গির মধ্যে আছে নানা টেরারাকোটা মূর্তি। এই টেরাকোটার কাজ ছাদের বাঁকানো কার্নিস পর্যন্ত উঠে গেছে। তবে বারবার সংস্কারে রং ও সিমেন্টের প্রলেপে টেরাকোটার অলঙ্করণ অনেকাংশে ঢাকা পড়েছে।
অনন্ত বাসুদেব মূর্তি ও অন্যান্য দেবদেবীর মূর্তি নিত্য পূজিত। মন্দিরে নিত্য পূজা ছাড়াও অন্যান্য উৎসব পালিত হয়।
অনন্ত বাসুদেব মন্দির, কালনা |
মন্দিরের সামনের ত্রিখিলান বিন্যাস |
মন্দিরের প্রতিষ্ঠা-লিপি |
মন্দিরের কোনাচ |
মন্দিরের উপরের চারচালা |
মন্দিরের শিখর -দেশ |
মন্দিরের অন্যান্য বিগ্রহ - ১ |
মন্দিরের অন্যান্য বিগ্রহ - ২ |
অনন্ত বাসুদেব বিগ্রহ |
অম্বিকা কালনার এই মন্দিরে যেতে হলে শিয়ালদহ থেকে সকাল ৮ টা ৬ মিনিটের কাটোয়া লোকাল বা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরুন। ব্যাণ্ডেল থেকেও অম্বিকা কালনা যাওয়ার গাড়ি পাবেন। স্টেশন থেকে রিকশা বা টোটোতে মন্দিরে পৌঁছে যান। নদিয়া জেলার শান্তিপুর থেকেও গঙ্গা পেরিয়ে কালনায় যেতে পারেন।
সহায়ক গ্রন্থাবলি :
১) কালনা মহকুমার প্রত্নতত্ত্ব ও ধর্মীয় সংস্কৃতির ইতিবৃত্ত : বিবেকানন্দ দাস
২) বাংলার মন্দির স্থাপত্য ও ভাস্কর্য : প্রণব রায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন