দুটি শিব মন্দির, পিরতলা, দাসপুর,
পশ্চিম মেদিনীপুর
শ্যামল কুমার ঘোষ
পাঁশকুড়া-ঘাটাল বাস রাস্তার একটি স্টপেজ পিরতলা। এই পিরতলা থেকে লাওদা যাওয়ার রাস্তার ডান দিকে গুঁই পরিবার প্রতিষ্ঠিত দুটি শিব মন্দির দেখা যায়। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পরস্পরের মুখোমুখি অবস্থিত মন্দির দুটি আটচালা শৈলীর। একটি মন্দির উত্তরমুখী ও অপরটি দক্ষিণমুখী। মন্দিরদুটিতে একটি করে দরজা, সামনে। উত্তরমুখী মন্দিরটিতে কিছু পঙ্খের কাজ আছে। এই মন্দিরটিতে একটি শ্বেতপাথরের ফলক আছে। তাতে লেখা আছে, 'শ্রী নদের চাঁদ গুঁই / সা. পদমপুর / সন ১৩১৭ সাল ২৭ ফাল্গুন।' অর্থাৎ মন্দির দুটি ১৩১৭ বঙ্গাব্দে ( ১৯১০ খ্রীষ্টাব্দে ) প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠাতা শ্রী নদের চাঁদ গুঁই। উত্তরমুখী শিব মন্দিরে একটি শ্বেতপাথরের শিবলিঙ্গ ও দক্ষিণমুখী শিব মন্দিরে একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ নিত্য পূজিত।
![]() |
উত্তরমুখী শিব মন্দির |
![]() |
পঙ্খের কাজ |
![]() |
পঙ্খের কাজ ( দ্বারবর্তিনী ) |
![]() |
শ্বেতপাথরের প্রতিষ্ঠাফলক |
![]() |
শ্বেতপাথরের শিবলিঙ্গ |
![]() |
দক্ষিণমুখী শিব মন্দির |
![]() |
কষ্টিপাথরের শিবলিঙ্গ |
কী ভাবে যাবেন ?
হাওড়া থেকে মেদিনীপুর গামী ট্রেনে উঠে পাঁশকুড়া স্টেশনে নামুন। স্টেশনের কাছেই পাঁশকুড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে ঘাটাল গামী বাসে উঠে পিরতলা স্টপেজে নামুন। সেখান থেকে লাওদা যাওয়ার রাস্তার ডান দিকে পড়বে মন্দির।
********
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন