রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Atchala Shitalananda temple, Harirampur, Daspur, Paschim Medinipur

  আটচালা শীতলানন্দ মন্দির, হরিরামপুর, দাসপুরপশ্চিম মেদিনীপুর

                 শ্যামল কুমার ঘোষ

             পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার অধীন একটি গ্রাম হরিরামপুর। গ্রামে শীতলানন্দ শিবের মন্দিরটি একটি উল্লেখযোগ্য পুরাকীর্তি। পাঁশকুড়া-ঘাটাল বাস রাস্তার একটি স্টপেজ বকুলতলা। সেখান থেকে নাড়াজোলগামী বাস রাস্তার উপরেই হরিরামপুর গ্রাম এবং মন্দির। বকুলতলা থেকে বাসে বা টোটোতে এই মন্দিরে যাওয়া যায়। 

          অল্প উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, পশ্চিমমুখী মন্দিরটি আটচালা শৈলীর। গর্ভগৃহের সামনে ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট অলিন্দ। গর্ভগৃহে প্রবেশের দুটি দরজা, একটি সামনে অর্থাৎ পশ্চিম দিকে এবং অপরটি দক্ষিণ দিকে। মন্দিরটির তিনটি খিলানের উপর প্রচুর টেরাকোটা আছে। টেরাকোটার বিষয় : রামরাবণের যুদ্ধ, রামরাজা, সুপার্শ্ব কর্তৃক রাবণের রথকে গেলার চেষ্টা, রামের হরধনুভঙ্গ, কৃষ্ণের কালীয়দমন, কৃষ্ণের মথুরাগমন দৃশ্য, অনন্তশয়ানে বিষ্ণু, কমলেকামিনীর পরিবর্ত হিসাবে গণেশজননী, মহিষাসুরমর্দিনী মূর্তি এবং শিবের কোলে গণেশ, পাশে পার্বতী, উপস্থিত অন্যান্য দেবতারা। উত্তর দিকের দেওয়ালে আছে পঙ্খের ফুলের সাজি হাতে এক দ্বারবর্তিনী। মন্দিরটিতে কোন প্রতিষ্ঠালিপি না থাকলেও স্থাপত্য বিচারে এটি উনিশ শতকের মধ্যভাগে নির্মিত বলে অনুমিত হয়। মন্দিরের সামনে টিনের চাল দেওয়া একটি আটচালা নাটমন্দির আছে। গর্ভগৃহে শিবলিঙ্গ নিত্য পূজিত।  

শিবের কোলে গণেশ, পাশে পার্বতী,
উপস্থিত অন্যান্য দেবতারা

শীতলানন্দ শিব মন্দির, হরিরামপুর 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 

শিবের কোলে গণেশ, পাশে পার্বতী,
উপস্থিত অন্যান্য দেবতারা

সিংহল যাত্রা কালে ধনপতি ও তার পুত্র,
মাঝে কমলেকামিনীর পরিবর্ত হিসাবে গণেশজননী
 

মাঝের খিলানের উপরের কাজ

অনন্তশয়ানে বিষ্ণু ও অন্য চিত্র 

কৃষ্ণ লীলা 

কৃষ্ণের মথুরাগমন দৃশ্য

কৃষ্ণের কালীয়দমন

ডান দিকের খিলানের উপরের কাজ

সুপার্শ্ব কর্তৃক রাবণের রথকে গেলার চেষ্টা
ও অন্য দুটি চিত্র 

রামরাবণের যুদ্ধ

ফুলের সাজি হাতে এক দ্বারবর্তিনী

গর্ভগৃহের শিবলিঙ্গ 

               কী ভাবে যাবেন ?

             হাওড়া থেকে মেদিনীপুর গামী ট্রেনে উঠে পাঁশকুড়া স্টেশনে নামুন। স্টেশনের কাছেই পাঁশকুড়া বাস স্ট্যান্ড। সেখান থেকে ঘাটাল গামী বাসে বকুলতলা স্টপেজে নামুন। সেখান থেকে নাড়াজোলগামী রাস্তায় বাসে হরিরামপুরের মন্দিরে যাওয়া যায়। হরিরামপুরের রাস্তার ধারেই মন্দির। 

          সহায়ক গ্রন্থ :

                ১) পুরাকীর্তি সমীক্ষা - মেদিনীপুর :  তারাপদ সাঁতরা 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন