জোড়া শিব মন্দির, কাগ্রাম, মুর্শিদাবাদ
শ্যামল কুমার ঘোষ
মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ ব্লকের অধীন কাগ্রাম একটি প্রাচীন গ্রাম। কেউ কেউ এই গ্রামকে প্রাচীন ' কঙ্কগ্রাম' বলে থাকেন। হাওড়া-আজিমগঞ্জ রেলপথে সালার স্টেশনে নেমে সহজেই এই গ্রামে যাওয়া যায়। গ্রামে পোড়ামাটির অলংকার সমৃদ্ধ শিবের এক জোড়া মন্দির আছে।
অল্প উঁচু এবং একই ভিত্তিবেদির উপর স্থাপিত মন্দির দুটি দেউল শৈলীর। দেউল দুটির সামনের দেওয়াল টেরাকোটা অলংকরণে অলংকৃত। টেরাকোটার বিষয় : রামরাবণের যুদ্ধের মাঝে মহিষাসুরমর্দিনীর আবির্ভাব, ষড়ভুজ গৌরাঙ্গ, গণেশ, গরুড়বাহন বিষ্ণু, মৎস্যবতার ইত্যাদি। দেউল দুটিতে কয়েকটি মহিষাসুরমর্দিনী মূর্তি ও হংসশ্রেণী আছে। কোন প্রতিষ্ঠাফলক নেই। তবে ১৮ শতকের মাঝামাঝি নির্মিত বলে অনুমিত হয়। দেউল দুটির গর্ভগৃহে একটি করে শিব লিঙ্গ নিত্য পূজিত।
![]() |
কসরত ও হংস |
![]() |
জোড়া দেউল, কাগ্রাম, মুর্শিদাবাদ |
![]() |
বাঁ দিকের দেউল |
![]() |
খিলানের উপরের কাজ |
![]() |
রামরাবণের যুদ্ধের মাঝে মহিষাসুরমর্দিনীর আবির্ভাব |
![]() |
কুলুঙ্গির কাজ - ১ |
![]() |
কুলুঙ্গির কাজ - ২ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৩ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৪ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৫ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৬ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৭ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৮ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৯ |
![]() |
কুলুঙ্গির কাজ - ১০ |
![]() |
কুলুঙ্গির কাজ - ১১ |
![]() |
কুলুঙ্গির কাজ - ১২ |
![]() |
স্তম্ভ |
![]() |
টেরাকোটার কাজ - ১ |
![]() |
টেরাকোটার কাজ - ২ |
![]() |
হংসশ্রেণী - ১ |
![]() |
হংসশ্রেণী - ২ |
![]() |
হংসশ্রেণী - ৩ |
![]() |
ডান দিকের দেউল |
![]() |
খিলানের উপরের কাজ |
![]() |
বড় করে |
![]() |
কুলুঙ্গির কাজ - ১ |
![]() |
কুলুঙ্গির কাজ - ২ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৩ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৪ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৫ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৬ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৭ |
![]() |
কুলুঙ্গির কাজ - ৭ |
![]() |
টেরাকোটার কাজ - ৩ |
![]() |
নকশা |
![]() |
কসরত |
![]() |
কসরত ও হংস |
কী ভাবে যাবেন ?
হাওড়া-আজিমগঞ্জ রেলপথে সালার স্টেশনে নেমে টোটোতে সহজেই এই গ্রামে যাওয়া যায়। কাটোয়া বা কান্দি থেকে কাটোয়া-কান্দি বাসেও এখানে যেতে পারেন।
------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন