শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

Lakshmi Varaha Temple, Bagrui, Keshpur Police Station, Paschim Medinipur District

 লক্ষ্মীবরাহ  মন্দির,  বাগরুই,  কেশপুর  থানা,  পশ্চিম  মেদিনীপুর

                 শ্যামল  কুমার  ঘোষ

             পশ্চিম  মেদিনীপুর  জেলার  কেশপুর  থানার  অধীন  বাগরুই  একটি  গ্রাম।  মেদিনীপুর  শহর  থেকে  দূরত্ব  ২৩  কিমি।  গ্রামে  কংসাবতী  নদী  তীরবর্তী  বাঁধ-রাস্তার  ধারে  অবস্থিত  মাইতি  পরিবারের  লক্ষ্মীবরাহের  মন্দিরটি  উল্লেখযোগ্য।  বর্তমানে  পরিত্যক্ত  হলেও  এখনও  সুন্দর  সুন্দর  টেরাকোটা  অলংকারে  মন্দিরটি   সজ্জিত।  ইঁটের  তৈরি  পূর্বমুখী  মন্দিরটি  নবরত্ন  শৈলীর।  দৈর্ঘ-প্রস্থে  ৬.৭২  মি  এবং  উচ্চতা  প্রায়  ১৩.৭২  মি।  উত্তর,  পূর্ব  ও  দক্ষিণে  ত্রিখিলান  প্রবেশপথযুক্ত  অলিন্দ।  পূর্ব  ও  দক্ষিণ  দিকে  গর্ভগৃহে  প্রবেশের  দুটি  দরজা।  মন্দিরে  কোন  প্রতিষ্ঠালিপি  নেই।  তারাপদ  সাঁতরা  লিখেছেন,  পোড়ামাটিসজ্জার  নিরিখে  মন্দিরটি  খ্রিস্টীয়  আঠার  শতকের  শেষ  দিকে  নির্মিত  বলেই  মনে  হয়। 

            চিন্ময়  বাবুর  লেখা  থেকে  জানা  যায়  যে  কোন  এক  বছর  ভয়ানক  বন্যায়  বসতবাড়ি,  মন্দির  ইত্যাদি  ডুবে  যাওয়ার  কারণে  মাইতি  পরিবারের  কয়েকটি  শরিক  বাগরুই  গ্রাম ছেড়ে  অন্যত্র  চলে  যান।  তাঁদেরই  এক  শরিক  মন্দিরের  লক্ষ্মীবরাহ  নামক  শালগ্রাম  শিলাটি  সঙ্গে  নিয়ে  যান।  সেই  থেকে  মন্দিরটি  পরিত্যক্ত  হয়ে  পড়ে। 

            মন্দিরে  টেরাকোটার  প্রাচুর্য  বিশেষভাবে  দৃষ্টি  আকর্ষণ  করে।  পূর্ব  দিকের  প্রথম  তলের  উল্লেখযোগ্য  টেরাকোটা  ফলকগুলি :  গোপীদের  বস্ত্রহরণ,  কৃষ্ণ  কর্তৃক  দধিভাণ্ডসহ  গোপীদের  নদী  পার  করে  দেওয়া,  নবগুঞ্জর,  রামরাবণের  যুদ্ধ,  চতুর্ভুজা  মহিষাসুরমর্দিনী,  সঙ্গে  লক্ষ্মী-সরস্বতী  ইত্যাদি।  আলাদা  ভাবে  আছেন  দেব সেনাপতি কার্তিক ও  সিদ্ধিদাতা গণেশ।   নবগুঞ্জর  ফলকটি  এখানে  একটু  অন্য  রকম।  বাঁকানো  কার্নিসের  নিচে  তিন  সারি  ও  দু  পাশের  দু  সারি  কুলুঙ্গির  মধ্যে  টেরাকোটা  ফলক  বর্তমান।  এই  দিকে  দ্বিতলেও  টেরাকোটার  অলঙ্করণ  আছে।  তবে  সামনে  আগাছা  থাকার  কারণে  সব  ফলক  দৃশ্যমান  হয়  নি।  যেটুকু  দেখা  গেছে  তার  মধ্যে  উল্লেখযোগ্য :  বলরাম  ও  রেবতী,  কর্ণ  ও  পদ্মাবতীর  পুত্র  বৃষকেতুর  হত্যাদৃশ্য,  ধেনুকাসুর  বধ,  কমলেকামিনী  দৃশ্য,  গজ-কচ্ছপের  গল্প  ইত্যাদি।

            এ  ছাড়া  মন্দিরে  আছে  মকরের  কয়েকটি  ফলক,  সঙ্গে  আছে  টিয়া,  পারাবত,  লক্ষ্মী  পেঁচা  ইত্যাদি  পাখি।  মিথুন  ফলকও  আছে।  আর  আছে  ফুলের  সারি। 

            দক্ষিণ  দিকের  প্রথম  তলের  উল্লেখযোগ্য  টেরাকোটা  ফলকগুলি :  সংকীর্তনদৃশ্য,  সমুদ্রমন্থন,  কৃষ্ণকালী,  সঙ্গে  আয়ান  ঘোষ, জটিলা  ও  কুটিলা,  অনন্তশয়ানে  বিষ্ণু  ইত্যাদি।  এদিকের  দ্বিতলে  আছে  একটি  প্যানেল,  জগন্নাথ-বলরাম-সুভদ্রা,  এঁদের  একদিকে  কৃষ্ণ  ও  অপর  দিকে  রাধা।  এটি  অবশ্য  পঙ্খের  কাজ।

            গর্ভগৃহের  দুটি  দরজার  উপরে  আছে  নকশি  কাজ।  পূর্ব  দিকের  দরজার  দুপাশে  আছে  দুটি  মূর্তি।  একজন  চামর  হাতে  মহিলা  ও  অপরটি  শঙ্খ  বাদিকা।  দক্ষিণ  দিকের  দরজার  দুপাশেও  আছে  দুটি  মূর্তি।  উত্তর  দিকের  দেওয়ালে  কোন  টেরাকোটা  কাজ  নেই।  তিনটি  খিলানের  উপরে  আছে  সামান্য  পঙ্খের  কাজ।  পশ্চিম  দিকের  দেওয়ালে  কোন  কাজ  নেই।  মন্দিরটিতে  যাওয়ার  ব্যাপারে  চিন্ময়  বাবু  ( চিন্ময়  দাস )  আমাকে  সাহায্য  করেছেন।  তাঁকে  ধন্যবাদ। 

সমুদ্র মন্থন 
     

লক্ষ্মীবরাহ মন্দির, বাগরুই 

মন্দিরের সামনের বিন্যাস 

মন্দিরের সামনের ত্রিখিলান বিন্যাস 

ডান দিকের খিলানের উপরের কাজ 

গোপীদের বস্ত্রহরণ 

কৃষ্ণ কর্তৃক দধিভাণ্ডসহ গোপীদের নদী পার করে দেওয়া

নবগুঞ্জর 

মাঝের খিলানের উপরের কাজ

রামরাবণের যুদ্ধ 

শ্রীকৃষ্ণের মথুরাগমন


বাঁ দিকের খিলানের উপরের কাজ

রামরাজা ও অন্য একটি চিত্র 


দেব সেনাপতি কার্তিক ও সিদ্ধিদাতা গণেশ 

চতুর্ভুজা মহিষাসুরমর্দিনী 

কুলুঙ্গির মধ্যের কাজ - ১

কুলুঙ্গির মধ্যের কাজ - ২

কুলুঙ্গির মধ্যের কাজ - ৩

মিথুন মূর্তি 

দোতলায় ত্রিখিলান বিন্যাস

বাঁ দিকের খিলানের উপরের কাজ

বলরাম-রেবতী, শ্রীকৃষ্ণের রজ্জুবন্ধন ও ধেনুকাসুর  বধ

শ্রীকৃষ্ণের রজ্জুবন্ধন

ধেনুকাসুর বধ

মাঝের খিলানের উপরের কাজ


কমলেকামিনী 

গজ-কচ্ছপের  গল্প

কর্ণ ও পদ্মাবতীর পুত্র বৃষকেতুর হত্যাদৃশ্য

দক্ষিণ দিকের প্রথম তলের ত্রিখিলান বিন্যাস

দক্ষিণ দিকের মাঝের খিলানের উপরের কাজ

গোষ্ঠে বলরাম, কৃষ্ণ ও অন্য বালকেরা  

হরিরাম সংকীর্তন

মকর মূর্তি ও টিয়া পাখি 

হরিরাম সংকীর্তন ও অন্য চিত্র

দক্ষিণ দিকের মাঝের খিলানের উপরের কাজ

সমুদ্র মন্থন 

 কৃষ্ণকালী, সঙ্গে আয়ান ঘোষ-জটিলা-কুটিলা

দক্ষিণ দিকের বাঁ দিকের খিলানের উপরের কাজ

অনন্তশয়ানে বিষ্ণু ও অন্য চিত্র 

 জগন্নাথ-বলরাম-সুভদ্রা, সঙ্গে কৃষ্ণ ও রাধা 

গর্ভগৃহের দরজার খিলানের উপরের কাজ ( পূর্ব দিকের ) 

গর্ভগৃহের দরজার খিলানের উপরের কাজ ( দক্ষিণ দিকের ) 

উত্তর দিকের খিলানের উপরের কাজ 


 ********

২টি মন্তব্য: