রবিবার, ২৯ আগস্ট, ২০২১

Panihati Rasbari and Radhagobinda Jiu Temple, Panihati, North 24 Parganas

পানিহাটি  রাসবাড়ি  এবং  রাধাগোবিন্দ  জিউ  মন্দির,  পানিহাটি,  উত্তর  ২৪ পরগনা

                          শ্যামল  কুমার  ঘোষ 

            পানিহাটির  দণ্ডমহোৎসবতলার  কিছুটা  আগে  বাজারের  ঘাট।  লর্ড  ক্লাইভের  আমলে  রানি  ভবানীর  দেওয়ান  গৌরীচরণ  রায়চৌধুরী  ( সাবর্ণ  গোত্র )  পানিহাটির  জমিদারি  পান।  গৌরীচরণের  ছেলে  জয়গোপাল  রায়চৌধুরী  এই  বাজার  ও  ঘাট  প্রতিষ্ঠা  করেন।  বাজারের  কাছেই  একটি  পুরান  দোতালা  দালান।  দোতালার  একটি  ঘরে  রায়চৌধুরীদের  রাধাগোবিন্দ  বিগ্রহ  রয়েছেন।  রাধাগোবিন্দের  প্রাচীন  মন্দির  ভেঙে  যাওয়ার  পর  থেকেই  ঠাকুর  এই  দোতালায়  আশ্রয়  নিয়েছেন।  গোবিন্দ  বিগ্রহ  কষ্টিপাথরের।  রাধা  মূর্তি   অষ্টধাতুর।  কাছেই  একটি  আটকোনা  ও  নয়  চূড়াযুক্ত রাসমঞ্চ  ও  চারটি  আটচালা  শিবমন্দির  আছে।

             মন্দিরে  নিত্য  পূজা  ছাড়াও  জন্মাষ্টমী,  দোলযাত্রা,  স্নানযাত্রা,  ঝুলন,  রাসযাত্রা  ইত্যাদি  উৎসব  অনুষ্ঠিত  হয়।  রাসের  সময়  বিগ্রহ  রাসমঞ্চে  বসিয়ে  রাসযাত্রা  উৎসব  পালন  করা  হয়। 

কী  ভাবে  যাবেন ?

            যদি  আপনি  পানিহাটির  গিরিবালা  ঠাকুরবাড়ি  দেখে  এখানে  আসতে  চান  তবে  হাওড়া,  শিয়ালদহ  বা  শ্যামবাজার  থেকে  বি. টি. রোড  গামী  বাসে  উঠে  পানিহাটির  মোল্লার  হাটে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  গিরিবালা  ঠাকুরবাড়ি।  হেঁটেও  আসতে  পারেন।  শিয়ালদহ  থেকে  ট্রেনে  এলে  আগরপাড়ায়  নামুন।  সেখান  থেকে  অটোতে  গিরিবালা  ঠাকুরবাড়ি।  গিরিবালা  ঠাকুরবাড়ি  দেখে  গঙ্গার  ধার  দিয়ে  হেঁটে  পানিহাটি  বাজারের  ঘাট।  কাছেই  রাসমঞ্চ। 

            যদি  আপনি  কেবল  রাসমঞ্চ,  শিবমন্দির  ও  রাধাগোবিন্দ  বিগ্রহ  দেখতে  চান  তবে  হাওড়া,  শিয়ালদহ  বা  শ্যামবাজার  থেকে  বি. টি. রোড  গামী  বাসে  উঠে  সোদপুরে  নামুন।  সেখান  থেকে  অটোতে  পানিহাটি  ফেরিঘাট।  শিয়ালদহ  থেকে  ট্রেনে  এলে  সোদপুরে  নামুন।  সেখান  থেকে  অটোতে  পানিহাটি  ফেরিঘাট।  কাছেই  রাসমঞ্চ।  কোন্নগর  ফেরিঘাট  থেকে  গঙ্গা  পেড়িয়ে  পানিহাটি  ফেরিঘাটে  আসতে  পারেন।      

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ২৫.০৮.২০২১  

রাসমঞ্চ 

দোতালা দালান ( এখানেই দোতালায় রাধাগোবিন্দ থাকেন ) 

দেওয়ালে লাগানো ফলক 

রাধাগোবিন্দ বিগ্রহ - ১

রাধাগোবিন্দ বিগ্রহ - ২

চারটি আটচালা শিবমন্দির 

  সহায়ক  গ্রন্থ /  সূত্র : 

                 ১)  পশ্চিমবঙ্গ  ভ্রমণ  ও  দর্শন :  ভূপতিরঞ্জন  দাস         

-----------------------------------------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন