দোলমঞ্চ, তালচিনান,হুগলি
শ্যামল কুমার ঘোষ
হুগলি জেলার পোলবা-দাদপুর ব্লকের একটি গ্রাম তালচিনান। গ্রামটি চুঁচুড়া-ধনিয়াখালি বাস রাস্তায় অবস্থিত। চুঁচুড়া বা ধনিয়াখালি হল্ট স্টেশন থেকে ১৭ নম্বর বাসে যাওয়া যায়। এখানে পাঠকবংশ কর্তৃক প্রতিষ্ঠিত জনার্দনের একটি দোলমঞ্চ আছে।
উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত দোলমঞ্চটি পঞ্চরত্ন ধরণের। কেদ্রীয় চূড়াটি উঁচু। প্রতিটি শিখরের উপরিভাগ রেখদেউল ধরণের আড়াআড়িভাবে খাঁজকাটা। চারটি স্তম্ভের উপর দোলমঞ্চটি দণ্ডায়মান। স্তম্ভগুলি পরস্পর ধনুরাকৃতি খিলানে দ্বারা সংযুক্ত। ১৭১৪ শকাব্দে ( ১৭৯২খ্রিষ্টাব্দ ) নির্মিত দোলমঞ্চটির সামনের দিক পুরো দেওয়াল জুড়ে উত্তম 'টেরাকোটা' অলংকারে অলংকৃত। পাশের দেওয়াল দুটির শুধু খিলানের উপর 'টেরাকোটা' আছে। তবে সংস্কারের সময় রঙের প্রলেপ দেওয়াতে এই 'টেরাকোটা' কিছুটা এখন ম্লান।
 |
দোলমঞ্চ ( আমার ডান দিক থেকে তোলা ) |
 |
দোলমঞ্চ ( আমার বাঁ দিক থেকে তোলা ) |
 |
দোলমঞ্চের সামনের বিন্যাস |
 |
দোলমঞ্চের সামনের একাংশ |
 |
দোলমঞ্চের সামনের অপরাংশ |
 |
দোলমঞ্চের সামনের উপর দিকেরবিন্যাস |
 |
সামনের দিকের খিলানের উপরের কাজ |
 |
প্রতিষ্ঠাফলক |
 |
দোলমঞ্চের বাঁ পাশের খিলানের উপরের কাজ |
 |
দোলমঞ্চের ডান পাশের খিলানের উপরের কাজ |
 |
বড় করে |
 |
ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ১ |
 |
ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২ |
 |
ভিত্তিবেদি সংলগ্ন কাজ - ২ ( বড় করে ) |
 |
দোলমঞ্চের ডান দিকের কোনাচ |
 |
কুলুঙ্গির মধ্যে কাজ - ১ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ২ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৩ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৪ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৫ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৬ |
 |
কুলুঙ্গির মধ্যের কাজ - ৭ |
 |
দোলমঞ্চের বাঁ দিকের কোনাচ |
সহায়ক গ্রন্থাবলী :
১) হুগলি জেলার পুরাকীর্তি : নরেন্দ্রনাথ ভট্টাচার্য
----------------------------------------------------------
রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।
বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন : 9038130757 এই নম্বরে।
কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।
--------------------------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন