বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

Octogonal Deul Shib Temple, Banpas Mistripara, Purba Bardhaman


   আটকোনা  শিবমন্দির,  বনপাস  মিস্ত্রিপাড়া,  পূর্ব  বর্ধমান

শ্যামল  কুমার  ঘোষ  

               বর্ধমান-রামপুরহাট  রেলপথে  বনপাস  একটি  রেলস্টেশন।  এই  স্টেশন  থেকে  কয়েক  কিলোমিটার  দূরে  বনপাস  মিস্ত্রিপাড়া।  বনপাস  স্টেশন  থেকে  টোটোতে  সহজেই  এখানে  যাওয়া  যায়।  বর্ধমান  থেকে  বাসেও  এখানে  যেতে  পারেন। 

            বনপাস  মিস্ত্রিপাড়ায়  বড়  রাস্তার  ধারে  একটি  অষ্টকোনাকৃতি  দেউল  আকৃতির  শিবমন্দির  অবস্থিত।  মন্দিরের  চারিদিক  সুন্দর  টেরাকোটা  অলংকারে  অলংকৃত।  টেরাকোটার  বিষয় :  রামরাবণের  যুদ্ধ,  রাজসভায় রামসীতা,  সপরিবারে দুর্গা,  নন্দীপৃষ্ঠে শিব-পার্বতী,  রাসমণ্ডল,  কৃষ্ণলীলার  দৃশ্য,  মুখমণ্ডলের সারি,  বেনুকৃষ্ণ,  কালী,  ঘোড়সওয়ার,  নানা  সামাজিক  দৃশ্য  ইত্যাদি।  মন্দিরটি   ১৭৪৮  শকাব্দে  ( ১৮২৬  খ্রীষ্টাব্দে )  বা  ১২৩৩  বঙ্গাব্দে  প্রতিষ্ঠিত।  মন্দিরে  দুটি  প্রতিষ্ঠাফলক  আছে।  গর্ভগৃহে  শিবলিঙ্গ  নিত্য  পূজিত  হন।  মন্দিরটি   পশ্চিমবঙ্গ  সরকার  কর্তৃক  সংরক্ষিত। 

            মন্দিরটির  পরিদর্শনের  তারিখ :  ১৯.০২.২০২০  


আটকোনা মন্দির, কামারপাড়া, পূর্ব বর্ধমান 

খিলানের উপরের কাজ - ১

বড় করে 

সংকীর্তন 

রামরাবণের যুদ্ধ 

খিলানের উপরের কাজ - ২

বড় করে 

প্রতিষ্ঠাফলক - ১

প্রতিষ্ঠাফলক - ১ ( বড় করে )

খিলানের উপরের কাজ - ২
( রাজসভায় রামসীতা ও অন্যান্য চিত্র )

খিলানের উপরের কাজ - ৩

খিলানের উপরের কাজ - ৪
( সপরিবারে দুর্গা )

প্রতিষ্ঠাফলক - ২

খিলানের উপরের কাজ - ৫
( নন্দিপৃষ্ঠে শিব-পার্বতী )

খিলানের উপরের কাজ - ৬
( রাসমণ্ডল )

রাসমণ্ডল

খিলানের উপরের কাজ - ৭
( কৃষ্ণলীলা )

খিলানের উপরের কাজ - ৮

বড় করে 

খিলানের উপরের কাজ - ৮ ( বড় করে )

তিনটি মুখমণ্ডলের সারি - ১

তিনটি মুখমণ্ডলের সারি - ২

একটি টেরাকোটা ফলক 

বেনুকৃষ্ণ, ঘোড়সওয়ার অন্য দুটি চিত্র 


বেনুকৃষ্ণ ও ঘোড়সওয়ার

ঘোড়সওয়ার 

নকশা 

কুলুঙ্গির মধ্যের কাজ - ১

কুলুঙ্গির মধ্যের কাজ - ২

কুলুঙ্গির মধ্যের কাজ - ৩

কুলুঙ্গির মধ্যের কাজ - ৪

কুলুঙ্গির মধ্যের কাজ - ৫

কুলুঙ্গির মধ্যের কাজ - ৬

কুলুঙ্গির মধ্যের কাজ - ৭

কুলুঙ্গির মধ্যের কাজ - ৮

কুলুঙ্গির মধ্যের কাজ - ৯

কুলুঙ্গির মধ্যের কাজ - ১০

কুলুঙ্গির মধ্যের কাজ - ১১

কুলুঙ্গির মধ্যের কাজ - ১২

কুলুঙ্গির মধ্যের কাজ - ১৩

কুলুঙ্গির মধ্যের কাজ - ১৪

কুলুঙ্গির মধ্যের কাজ - ১৫

কুলুঙ্গির মধ্যের কাজ - ১৬

কুলুঙ্গির মধ্যের কাজ - ১৭

কুলুঙ্গির মধ্যের কাজ - ১৮

কুলুঙ্গির মধ্যের কাজ - ১৯


                                                *******

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন