শ্রীশ্রীরাধাবল্লভ মন্দির, পাঠকপাড়া,
বাঁকুড়া শহর, বাঁকুড়া
শ্যামল কুমার ঘোষ
বাঁকুড়া জেলায় পুরাকীর্তির অভাব না থাকলেও বাঁকুড়া শহরে তা কিন্তু নামমাত্র। বাঁকুড়া শহরের পাঠক পাড়ায় অবস্থিত, পাঠক পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত, মন্দিরটি উল্লেখযোগ্য। উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত, ত্রিখিলান প্রবেশপথবিশিষ্ট, দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর। মন্দিরে কোন প্রতিষ্ঠাফলক নেই। পোড়ামাটির অলংকরণগুলি শুধু সামনের দেওয়ালে নিবদ্ধ। 'টেরাকোটা'-কারিগরি মাঝারি ধরণের। 'টেরাকোটা'র বিষয় : কৃষ্ণলীলা, দশাবতার, পৌরাণিক কাহিনী ও নানাবিধ সামাজিক দৃশ্য। খিলানশীর্ষের প্যানেলগুলিতে ফুল-লতা-পাতার নকশা, নৃত্যরত কৃষ্ণ-গোপিনী ও পেখমমেলা ময়ূরের ভাস্কর্যগুলি সুন্দর। গর্ভগৃহে রাধাবল্লভ ও রাধিকা মূর্তি নিত্য পূজিত।
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৩.০৭.২০১৯
*****
রাধাবল্লভ মন্দিরের শিখর |
রাধাবল্লভ মন্দির, পাঠকপাড়া |
মন্দিরের মাঝের খিলানের উপরের কাজ |
মন্দিরের ডান দিকের খিলানের উপরের কাজ |
মন্দিরের ডান দিকের খিলানের উপরের কাজ ( বড় করে ) |
মন্দিরের কৌণিক ভাস্কর্য |
কুলুঙ্গির মধ্যে কাজ - ১ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ২ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৩ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৪ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৫ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৬ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৭ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৮ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৯ |
মন্দিরটি পরিদর্শনের তারিখ : ১৩.০৭.২০১৯
সহায়ক গ্রন্থ :
১) বাঁকুড়া জেলার পুরাকীর্তি : অমিয়কুমার বন্দোপাধ্যায়
১) বাঁকুড়া জেলার পুরাকীর্তি : অমিয়কুমার বন্দোপাধ্যায়
*****
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন