শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

Radhagobinda and Radharaman Temple, Gobindanagar, Paschim Medinipur


শ্রীশ্রী রাধাগোবিন্দ  ও  রাধারমণ  জিউর   মন্দির,  গোবিন্দনগর, পশ্চিম  মেদিনীপুর 

শ্যামল  কুমার  ঘোষ 

                        পশ্চিম  মেদিনীপুর  জেলার  দাসপুর-২  ব্লকের  অধীন  একটি  গ্রাম  গোবিন্দনগর।  হাওড়া-মেদিনীপুর  রেলপথে  পাঁশকুড়া  স্টেশন  থেকে  ঘাটাল  গামী  বাসে  গৌরাতে  নেমে  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে  স্থানীয়  গোস্বামী   পরিবারের  প্রতিষ্ঠিত  শ্রীশ্রী রাধাগোবিন্দ  ও  রাধারমণ  জিউর  মন্দিরটি  উল্লেখযোগ্য।

            মন্দিরটি  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পূর্বমুখী,   ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট  ও  পঞ্চরত্ন  শৈলীর।  গর্ভগৃহের  সামনে  অলিন্দ।  গর্ভগৃহে   প্রবেশের  দুটি  দরজা,  একটি  পূর্ব  দিকে,  অপরটি  দক্ষিণ  দিকে।  সামনের  দেওয়ালের  তিনটি  খিলানের  উপরে,  দুই  প্রান্তের  ও  বাঁকানো  কার্নিসের  নিচের  দুই  সারি  করে  কুলুঙ্গির  মধ্যে  'টেরাকোটা'র  ফলক  আছে।  তিনটি  খিলানের  উপরে  পোড়ামাটির  ফলকে  উৎকীর্ণ  সপরিবারে দুর্গা,  মারীচ  বধ,  সীতাহরণ,  লঙ্কাযুদ্ধ  ও  কৃষ্ণের  বস্ত্রহরণ  প্রভৃতি  খুবই  সুন্দর।  কুলুঙ্গির  মধ্যে  দশাবতার  ও  অন্যান্য  মূর্তি  আছে।  ভিত্তিবেদি  সংলগ্ন  স্তম্ভগুলির  উপরের  সারিতে  আছে  কৃষ্ণলীলা  ও  নিচের  সারিতে  আছে  সামাজিক  দৃশ্য।  তবে  অনেক  'টেরাকোটা'  ফলক  নষ্ট  হয়ে  গেছে।  মন্দিরের  গর্ভগৃহের  দরজার  পাল্লায়  তক্ষন-ভাস্কর্য  খোদিত  আছে।  যদিও  সেগুলিও  অপটু  হাতে  রং  করার  ফলে  এখন  অনেকটাই  ম্লান ।  মন্দিরটি  ১৭৮১  খ্রীষ্টাব্দে  নির্মিত।  দাসপুরের  সাফলরামচন্দ্র  মিস্ত্রী  মন্দিরটি  নির্মাণ  করেন।  গর্ভগৃহে  রাধারমণ,  গোবিন্দ  ও  দুটি  রাধারানী  মূর্তি  নিত্য  পূজিত।  মন্দিরটি  পশ্চিম  বঙ্গ  সরকার  কর্তৃক  সংরক্ষিত।  খুব  শীঘ্রই  সরকার  থেকে  মন্দিরটির  সংস্কার  করা  হবে।     

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১৬.০১.২০১৯ 


জমিদারের অন্যত্র গমন 

রাধাগোবিন্দ ও রাধারমণ মন্দির

মন্দিরের সামনের বিন্যাস 

মন্দিরের ত্রিখিলান বিন্যাস 

বাঁ দিকের খিলানের উপরের কাজ 
( উপরে, 
সপরিবারে দুর্গা  ও  নিচে  মারীচ  বধ )

সপরিবারে দুর্গা 

মাঝের খিলানের উপরের কাজ

উপরে, লক্ষণের শক্তিশেল ও সীতার  কুটিরে  রাবণের  আগমন
নিচে, রামরাবণের যুদ্ধ 

ডান দিকের খিলানের উপরের কাজ

বস্ত্রহরণ দৃশ্য 

ভিত্তিবেদি সংলগ্ন স্তম্ভের কাজ - ১

বড় করে 

ভিত্তিবেদি সংলগ্ন স্তম্ভের কাজ - ২

পুতনা বধ ও ভালুক নাচ 

জমিদারের অন্যত্র গমন

বাঁকানো কার্নিসের নিচের কাজ 

গর্ভগৃহের দরজার কাজ - ১

গর্ভগৃহের দরজার কাজ - ২

বাঁ দিক থেকে যথাক্রমে রাধারমণ, রাধারানি, গোবিন্দ ও রাধারানি 


 সহায়ক  গ্রন্থ : 
                 ১)  পুরাকীর্তি  সমীক্ষা :  মেদিনীপুর  ~  তারাপদ  সাঁতরা
                 ২)  ঘাটালের  কথা :  পঞ্চানন  রায়  ও  প্রণব  রায়




                                                         *****

1 টি মন্তব্য:

  1. চিন্ময় দাশ, মেদিনীপুর।১০ জানুয়ারী, ২০২৩ এ ৬:৩৭ PM

    দেখেছি মন্দিরটি। কংসাবতীর একটি শাখা বয়ে গিয়েছে পাশ দিয়ে। যেমন অলঙ্কৃত, তেমনই সযত্ন রক্ষিত মন্দিরটি। প্রচুর ভক্ত সমাগম হয় এখানে।

    উত্তরমুছুন