রাধা দামোদর মন্দির ও রাসমঞ্চ, মাংলই, পূর্ব মেদিনীপুর
শ্যামল কুমার ঘোষ
দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-মেদিনীপুর রেলপথে পাঁশকুড়া একটি স্টেশন। হাওড়া থেকে দূরত্ব ৭০ কিমি। ট্রেনে পাঁশকুড়া গিয়ে স্টেশন সংলগ্ন বাসস্ট্যান্ড লাগোয়া ট্রেকার স্ট্যান্ড থেকে ট্রেকারে উঠে শ্যামসুন্দরপুর-পাটনা স্কুলে নেমে হরেকৃষ্ণপুরের মধ্যে দিয়ে সহজেই মাংলই গ্রামে যাওয়া যায়। হরেকৃষ্ণপুরে জানা বংশ কর্তৃক প্রতিষ্ঠিত একটি টেরাকোটা অলংকরণযুক্ত নবরত্ন মন্দির আছে। এক ফাঁকে এই মন্দিরটিও দেখে নিতে পারেন।
মাংলই গ্রামের রাধা-দামোদর মন্দির ও রাসমঞ্চ স্থানীয় মাইতি বংশ কর্তৃক প্রতিষ্ঠিত। উঁচু ভিত্তিভূমির উপর স্থাপিত, দক্ষিণমুখী মন্দিরটি পঞ্চরত্ন শৈলীর ও খাঁজবিহীন রেখ ধরনের বক্রশীর্ষ শিখরবিশিষ্ট। মন্দিরের সামনে ত্রিখিলান প্রবেশপথ। গর্ভগৃহের সামনে অলিন্দ। গর্ভগৃহে প্রবেশের দুটি দরজা। একটি সামনে অর্থাৎ দক্ষিণ দিকে এবং অপরটি পূর্ব দিকে। মন্দিরের সামনের দেওয়ালে সুন্দর 'টেরাকোটা'র অলংকরণ আছে। তারমধ্যে একটি অষ্টাদশভুজা দুর্গামূর্তি অনবদ্য। মন্দিরটি ১৮৫৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত। গর্ভগৃহে রাধাদামোদর ( নারায়ণ শিলা ) নিত্য পূজিত। মন্দিরের দুদিকে দুটি 'দেউল' ধরণের মন্দির আছে।
অষ্টাদশভুজা দুর্গামূর্তি |
রাধাদামোদর মন্দির |
মন্দিরের সামনের বিন্যাস |
মন্দিরের ত্রিখিলান বিন্যাস |
বাঁ দিকের খিলানের উপরের কাজ |
বাঁ দিকের খিলানের উপরের কাজ ( বড় করে ) |
মাঝের খিলানের উপরের কাজ |
|
মাঝের খিলানের উপরের কাজ ( বড় করে ) - ২ |
ডান দিকের খিলানের উপরের কাজ |
ডান দিকের খিলানের উপরের কাজ ( বড় করে ) |
ব্যাধ ও শিবদুর্গা |
কুলুঙ্গির মধ্যে কাজ - ১ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ২ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৩ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৪ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৫ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৬ |
কুলুঙ্গির মধ্যে কাজ - ৭ |
বামন অবতার |
কূর্মাবতার ও মৎস্যাবতার |
কূর্মাবতার |
মৎস্যাবতার |
'টেরাকোটা'র নকশা |
এই মন্দিরের পিছনে, উত্তর-পশ্চিম কোণে একটি বড়মাপের আটকোনা ও রেখ দেউলের মত ১৭ টি ( প্রথম তলের আটকোণে আটটি + দ্বিতীয় তলের আটকোণে আটটি + কেন্দ্রীয় চূড়া ) চূড়া-বিশিষ্ট রাসমঞ্চ আছে। রাসমঞ্চটির আটদিকেই খিলানের উপরে চমৎকার টেরাকোটা অলংকরণে ( মুখ্যত কৃষ্ণলীলা ) সমৃদ্ধ। তবে বেশ কয়েকটি চূড়া ও প্রতিটি খিলান স্তম্ভে গ্রথিত বড় মাপের মূর্তিগুলি এখন ভগ্ন। টেরাকোটা সজ্জাও জীর্ণ। তবে এখনো যা আছে তাও কম নয়। রাসমঞ্চটি ১৮৬৯ খ্রিস্টাব্দে নির্মিত। রাসমঞ্চে একটি প্রতিষ্ঠাফলক আছে। প্রতিষ্ঠাফলকে ইংরাজি সালের উল্লেখ কৌতুকবহ। লিপির পাঠ নিম্নরূপ :
" শ্রীশ্রী রাধা দামোদর জীউ
শুভমস্তু সকাব্দাঃ
১৭৮০ শক সন ১২৬৬ সাল ইঙ্গরাজী
সন ১৮৫৯ সাল
শ্রী ঠাকুর দাস মাইতি "
রাসমঞ্চ, মাংলই |
রাসমঞ্চের মাঝের অংশ |
প্রথম খিলানের উপরের কাজ |
প্রথম খিলানের উপরের কাজ (বড় করে ) |
প্রথম খিলানের উপরের কাজ (বড় করে ) |
প্রথম খিলানের উপরের কাজ (বড় করে ) |
দ্বিতীয় খিলানের উপরের কাজ |
দ্বিতীয় খিলানের উপরের কাজ (বড় করে ) |
দ্বিতীয় খিলানের উপরের কাজ (বড় করে ) |
তৃতীয় খিলানের উপরের কাজ |
তৃতীয় খিলানের উপরের কাজ (বড় করে ) |
চতুর্থ খিলানের উপরের কাজ |
চতুর্থ খিলানের উপরের কাজ (বড় করে ) |
চতুর্থ খিলানের উপরের কাজ (বড় করে ) |
চতুর্থ খিলানের উপরের কাজ (বড় করে ) |
চতুর্থ খিলানের উপরের কাজ (বড় করে ) |
পঞ্চম খিলানের উপরের কাজ |
ষষ্ঠ খিলানের উপরের কাজ |
ষষ্ঠ খিলানের উপরের কাজ ( সত্যভামার তুলাভরম ব্রত ও অন্য চিত্র ) |
ষষ্ঠ খিলানের উপরের কাজ (বড় করে ) |
সপ্তম খিলানের উপরের কাজ |
সপ্তম খিলানের উপরের কাজ (কৃষ্ণ লীলা ) |
প্রতিষ্ঠাফলক |
অষ্টম খিলানের উপরের কাজ |
অষ্টম খিলানের উপরের কাজ (বড় করে ) |
সমুদ্রমন্থন |
এমন একটি 'টেরাকোটা' সুসজ্জিত রাসমঞ্চ ক্রমশই বিনষ্ট হতে চলেছে। মন্দির ও রাসমঞ্চটির সংস্কার হওয়া একান্তই দরকার।
মন্দির ও রাসমঞ্চ পরিদর্শনের তারিখ : ২৬.০১.২০১৮
সহায়ক গ্রন্থ :
১) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর ~ তারাপদ সাঁতরা
*****
১) পুরাকীর্তি সমীক্ষা : মেদিনীপুর ~ তারাপদ সাঁতরা
*****
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন