শুক্রবার, ৬ জুলাই, ২০১৮

Gopinath Temple, Dogachia, Purbasthali, Purba Bardhaman

            
গোপীনাথ  মন্দির,  দোগাছিয়া,  পূর্ব  বর্ধমান 


             শ্যামল  কুমার  ঘোষ 


            হাওড়া-কাটোয়া  বা  শিয়ালদহ-কাটোয়া  রেলপথে  পূর্বস্থলি  একটি  স্টেশন।  হাওড়া  থেকে  দূরত্ব  ১১২  কিমি। পূর্বস্থলি  স্টেশন  থেকে  কয়েক  কিমি  দূরের  একটি  গ্রাম  দোগাছিয়া।  পূর্বস্থলি  স্টেশন  থেকে  টোটোতে  এই  গ্রামে  যাওয়া  যায়।  গ্রামে  স্থানীয়  রায়  চৌধুরী  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত  গোপীনাথ  মন্দির  উল্লেখযোগ্য। 

            সামান্য  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  অলিন্দযুক্ত  ও  বাংলা  আটচালা  শৈলীর  মন্দির।  আগে  মন্দিরের  গর্ভগৃহে  ঢোকার  একটি  দরজা  ছিল।  এখন  আর  একটি  দরজা  করা  হয়েছে।  মন্দিরের  সামনের  দেওয়ালে   'টেরাকোটা'  আছে।  কিন্তু  সেই  'টেরাকোটা'য়  ফুলের  আধিক্য।  দু-একটি  ছোট  ছোট  মূর্তি  ছাড়া  অন্য  কোন  মূর্তি  নেই।  আর  আছে  খিলানের   উপরে  আটচালা  প্রতীক  শিবালয়  ও  তারমধ্যে  শিবলিঙ্গ।  প্রতিষ্ঠাফলক  অনুযায়ী  প্রতিষ্ঠাকাল  ১৫৭৬  শকাব্দ  বা  ১৬৫৪  খ্রীষ্টাব্দ ( ১০৬০  বঙ্গাব্দ )।  সংস্কারকাল  যথাক্রমে  ১২৬৯  ও  ১৩৬৯  বঙ্গাব্দ।  এখানে  উলেখ্য,  মন্দিরের  প্রতিষ্ঠাফলকটি  সামনের  দেওয়ালের  কোণে  লাগানো।  সংস্কারফলক  দুটিও  অন্য  দুটি  দেওয়ালের  কোণে  লাগানো।  গর্ভগৃহে  শ্রী গোপীনাথ  ও শ্রী রাধিকা  বিগ্রহ  ও  মদনমোহন  নামক  একটি  একক  কৃষ্ণ  বিগ্রহ  নিত্য  পূজিত।  মন্দিরের  বাইরে  একটি  রাসমঞ্চ  আছে।   


গোপীনাথ  মন্দির,  দোগাছিয়া 

মন্দিরের  সামনের  বিন্যাস 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

বাঁ  দিকের  খিলানের  উপরের  কাজ 

মাঝের  খিলানের  উপরের  কাজ 

ডান  দিকের  খিলানের  উপরের  কাজ 

মন্দিরের  টেরাকোটার  কাজ 

টেরাকোটার  ফুল 

প্রতিষ্ঠাফলক 

সংস্কার-ফলক - ১

সংস্কার-ফলক - ২

শ্রী মদনমোহন  বিগ্রহ 

শ্রী গোপীনাথ  ও শ্রী রাধিকা  বিগ্রহ 

রাসমঞ্চ 
                                                                         

--------------------------------------------------------------

রামায়ণের ৭টি খণ্ডের ৬৪ টি উপাখ্যান ও ১৮৫ টি টেরাকোটা ফলকের আলোকচিত্র সংবলিত আমার লেখা এবং 'রা প্রকাশন' কর্তৃক প্রকাশিত বই 'বাংলার টেরাকোটা মন্দিরে রামায়ণ' প্রকাশিত হয়েছে।


 বইটি ডাক যোগে সংগ্রহ করতে হলে যোগাযোগ করুন :  9038130757 এই নম্বরে। 

কলকাতার কলেজস্ট্রিটের মোড়ে দুই মোহিনীমোহন কাঞ্জিলালের কাপড়ের দোকানের মাঝের রাস্তা ১৫, শ্যামাচরণ দে স্ট্রিটের উপর অবস্থিত বিদ্যাসাগর টাওয়ারের দু'তলায় 'রা প্রকাশনে'র দোকান। ওখান থেকে বইটি সংগ্রহ করতে পারেন। কোনও অসুবিধা হলে উপরোক্ত নম্বরে ফোন করতে পারেন।

--------------------------------------------------------------

1 টি মন্তব্য: