মঙ্গলবার, ১৭ জুলাই, ২০১৮

Sitaram Temple, Rautara, Howrah District, West Bengal


সীতারামজিউর  মন্দির,  রাউতারা,  হাওড়া

শ্যামল  কুমার  ঘোষ   


            হাওড়া  জেলার  আমতা  ২  নং  ব্লকের  অন্তর্গত  একটি  গ্রাম  রাউতারা।  হাওড়া  স্টেশনের  হাওড়া  বাসস্ট্যান্ড  থেকে  ঝিখিরার  বাসে  এই  গ্রামে  যাওয়া  যায়।  সময়  লাগে  ২  ঘন্টা  ১৫  মিনিট।  বাসটি  ঝিখিরার  হলেও  রাউতারা  পর্যন্ত  যায়।  ঝিখিরা  ও  রাউতারা  পাশাপাশি  দুটি  গ্রাম।  এখানকার  উল্লেখযোগ্য  পুরাকীর্তি,  স্থানীয়  ঘোষ  পরিবার  কর্তৃক  প্রতিষ্ঠিত   সীতারাম  জিউর  মন্দির।

            মন্দিরটি   সামান্য  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  ত্রিখিলান  প্রবেশপথবিশিষ্ট,  দক্ষিণমুখী,  অলিন্দযুক্ত  ও  বাংলা  আটচালা  শৈলীর।  গর্ভগৃহে  ঢোকার  একটিই  দরজা,  সামনে।  পশ্চিম  দিকে  একটি  জানলা  আছে।  মন্দিরের  সামনের  দেওয়াল  টেরাকোটা  অলংকারে  অলংকৃত।  তিনটি  খিলানের  উপরের  টেরাকোটার  বিষয় :  লঙ্কা  যুদ্ধ।  বাঁকানো  কার্নিসের  নিচের  দুই  অনুভূমিক  সারি  ও  দেওয়ালের  ধারের  দুই  উলম্ব  সারির  বর্গাকার  কুলুঙ্গিতে  আছে  বিভিন্ন  মূর্তি।  মন্দির  রক্ষার  সাধু  উদ্দেশ্যে  মন্দিরটি  সংস্কার  করা  হয়েছে।  কিন্তু  বারবার  রঙের  প্রলেপে  'টেরাকোটা'র  সূক্ষ্মতার  হানি  হয়েছে।  সংস্কারের  সময়  মন্দিরে    অনেকগুলি  টেরাকোটার  নতুন  টালি  লাগানো  হয়েছে।  মাঝখানের  খিলানশীর্ষে  নিবদ্ধ  প্রতিষ্ঠাফলকের  পাঠ -  " শুভমস্তু  সক  ১৬২২ .  .  মার্গ   ১৬  দিনে  শ্রী  গোপাল  কর্মী  গঠিত। "  অর্থাৎ  মন্দিরটির  নির্মাণকাল  ১৬২২ শকাব্দ  বা  ১৭০০  খ্রীষ্টাব্দ।  দেবালয়টির  দৈর্ঘ  ৫.৮ মি,  প্রস্থ  ৪.৯  মি  এবং  উচ্চতা  প্রায়  ১০.৫  মি। 

            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ১১. ০৭. ২০১৮

অঙ্গদ ও রাবণ

সীতারাম  মন্দির 

মন্দিরের  শিখর 

মন্দিরের  ত্রিখিলান  বিন্যাস 

বাঁ  দিকের  খিলানের  উপরের কাজ 

মাঝের  খিলানের  উপরের কাজ 

মাঝের  খিলানের  উপরের কাজ ( বড়  করে )

ডান  দিকের  খিলানের  উপরের কাজ 

প্রতিষ্ঠাফলক 

বর্গাকার  কুলুঙ্গির  মধ্যের  কাজ - ১

বর্গাকার  কুলুঙ্গির  মধ্যের  কাজ - ২

বর্গাকার  কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৩

বর্গাকার  কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৪

বর্গাকার  কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৫

বর্গাকার  কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৬

বর্গাকার  কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৭
বর্গাকার  কুলুঙ্গির  মধ্যের  কাজ - ৮

মন্দিরের  কিনারার  কাজ - ১

মন্দিরের  কিনারার  কাজ - ২

মন্দিরের  কিনারার  কাজ - ৩
অঙ্গদ ও রাবণ 


সহায়ক  গ্রন্থ : 
                 ১)  হাওড়া  জেলার  পুরাকীর্তি : তারাপদ  সাঁতরা

                                                         *****
     

২টি মন্তব্য:

  1. Sir, সীতারাম জিউ এর মন্দিরটা রাওতারা হাওড়া খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ এমন সব ঐতিহাসিক মন্দির গুলো কে আমাদের সামনে তুলে ধরার জন্য।

    উত্তরমুছুন
  2. রাউতাড়ার নিকটস্থ পন্ডিত বাড়ী আমার বাপের বাড়ি।সীতারাম নারায়ন শিলা আছেন।নিত্য পূজা হয়ে।ভাল লাগল‌

    উত্তরমুছুন