আদি আনন্দময়ী কালী / বসা কালী মন্দির,
১৬০/২, রামদুলাল সরকার স্ট্রিট, কলকাতা
শ্যামল কুমার ঘোষ
আদি আনন্দময়ী কালী মন্দির উত্তর কলকাতার চিত্তরঞ্জন এভেনিউ ও রামদুলাল সরকার স্ট্রিট-এর সংযোগস্থলের কাছে ১৬০/২, রামদুলাল সরকার স্ট্রিটে অবস্থিত। স্থানীয় লোকেদের কাছে এই মন্দির 'বসা কালীর মন্দির' নামে পরিচিত। ১১২৫ বঙ্গাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মতিলাল দেবশর্মা। মন্দির প্রবেশের আগে ডানদিকের দেওয়ালে একটি প্রতিষ্ঠাফলক আছে।
প্রতিষ্ঠাফলকের পাঠ :
জয় আদি শ্রীশ্রী ঁ আনন্দময়ী কালী
স্থাপিত : সন ১১২৫ সাল
স্বত্ত্বাধিকারী - শ্রী মতিলাল দেবশৰ্ম্মা।
সাদামাটা লাল রঙের মন্দির। আসলে এটি মন্দির বললে ভুল হবে। এখানে একটি বাড়ির একটি ঘরে মা বিরাজ করছেন। অন্যান্য কালী মূর্তির থেকে এখানে মাতৃ মূর্তির বিশেষ পার্থক্য রয়েছে। এখানে মা শায়িত মহাদেবের বুকের উপর পদ্মাসনে উপবিষ্টা। এ রকম মূর্তি আর কোথাও দেখা যায় না। মায়ের মূর্তির দক্ষিণ দিকে কাল ভৈরবের মূর্তি স্থাপিত। মন্দিরের প্রবেশ পথে রয়েছে হাড়িকাঠ।
এই বন্দোপাধ্যায় পরিবারে কোনো পুত্র সন্তান না থাকার কারণে পরিবারের দুই বোন মধুশ্রী চ্যাটার্জী ও তনুশ্রী চক্রবর্তী মায়ের সেবা-কার্য ও মন্দিরটি দেখাশোনা করেন। এঁদের ঠাকুরদার বাবা মতিলাল বন্দোপাধ্যায় (দেবশৰ্ম্মা ) স্বপ্নাদেশ পেয়ে সংলগ্ন জঙ্গলের মধ্যে থেকে মাকে উদ্ধার করেন। তিনশো বছর আগে এই স্থান ছিল জঙ্গলাকীর্ণ। এই জায়গা ছিল তখনকার স্থানীয় জমিদার মিত্র পরিবারের জমিদারির অন্তর্ভুক্ত। তাঁরা মতিলাল বাবুকে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করেন।
মন্দিরে মায়ের নিত্য পূজা ছাড়াও প্রতি অমাবস্যায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও ফলহারিণী কালীপূজা, রটন্তী কালীপূজা ও দীপান্বিতা কালীপূজায় বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। মানসিকের পূজায় জোড়া নারকেল ও বাতাসা দেওয়া হয়। প্রতি অমাবস্যায় নিশিপুজো হয়। অমাবস্যার ভোগে খিচুড়ি, আলুর দম, মাছ দেওয়া হয়। অম্বুবাচির চার দিনের দিন মাকে প্রতীকী স্নান করানো হয়। মাকে নতুন গামছা, আলতা-সিঁদুর দেওয়া হয়। কালীপূজার আগে মায়ের অঙ্গরাগ হয়। দীপান্বিতা অমাবস্যায় মায়ের ধুমধাম করে পূজা অনুষ্ঠিত হয়। এই পূজার ভোগে অবশ্যই ষোল মাছ দেওয়া হয়।
আদি আনন্দময়ী কালী মা -১ |
আদি আনন্দময়ী কালী মা -২ |
মন্দিরের প্রতিষ্ঠাফলক |
------------------------------------
------------------------------------
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন