বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২

Cluster of four Charchala Shib temples, Uchkaran, Birbhum

 

        চারটি  চারচালা  শিব  মন্দিরের  গুচ্ছ,  উচকরণ,  বীরভূম

                          শ্যামল  কুমার  ঘোষ

            বীরভূম  জেলার  নানুর  থানার  অন্তর্গত  একটি  গ্রাম  উচকরণ।  গ্রামে  সরখেল  পরিবারের  গৃহের  সামনে  চারটি  চারচালা  শিব  মন্দির  উল্লেখযোগ্য।  

            অল্প  উঁচু  এবং  একই  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  পশ্চিমমুখী  মন্দির  চারটি  চারচালা  শৈলীর।  প্রতিটি  মন্দিরের  একটি  করে  প্রবেশদ্বার,  সামনে।  কোন  অলিন্দ  নেই।  ১১৭৫  বঙ্গাব্দে  অর্থাৎ  ১৭৬৮  খ্রীষ্টাব্দে  মন্দিরগুলি  প্রতিষ্ঠিত  হয়।  একটি  মন্দিরের  গায়ে  একটি  প্রতিষ্ঠাফলক  আছে।  প্রতিটি  মন্দিরের  সামনের  দেওয়ালে  টেরাকোটার  অলঙ্করণ  আছে।  কিন্তু  রাসায়নিক  রঙের  প্রলেপে  টেরাকোটার  অলঙ্করণ  আজ  অনেকটাই  ম্লান।  মন্দিরগুলিতে  রামরাবণের  যুদ্ধ,  রাজসভায়  রামচন্দ্র,  দশাবতার,  কৃষ্ণলীলা,  দ্বিভুজা  মহিষাসুরমর্দিনী,  কালী,  হর-গৌরী,  হরি-হর,  রাম-লক্ষ্মণ-সীতা,  পাশা খেলা,   সুর্পনখার নাসিকা ছেদন,  ষড়ভুজ গৌরাঙ্গ,  শিব পূজা,  তকলিতে সুতো কাটা,  হুঁকাতে তামাক সেবন,  নারদ,  ব্রহ্মা  ও  বিষ্ণু  ইত্যাদি  টেরাকোটা  ফলকে  উৎকীর্ণ।  গর্ভগৃহের  শিবলিঙ্গগুলি  নিত্য  পূজিত।  

দুই কালী 

চারটি মন্দিরের গুচ্ছ, উচকরণ, বীরভূম  

১ম মন্দিরের খিলানের উপরের  কাজ 

২য় মন্দিরের খিলানের উপরের  কাজ

৩য় মন্দিরের খিলানের উপরের  কাজ
( লঙ্কা যুদ্ধ, রাম-লক্ষ্মণের পিছনে বিভীষণ )

৪ র্থ মন্দিরের খিলানের উপরের  কাজ

কৌণিক ভাস্কর্য - ১
(শিব পূজা ) 

কৌণিক ভাস্কর্য - ২
( তকলিতে সুতো কাটা ) 

কৌণিক ভাস্কর্য - ৩
( ভায়লা - ১ )

কৌণিক ভাস্কর্য - ৪
( ভায়লা - ২ )

কৌণিক ভাস্কর্য - ৫
( হুঁকাতে তামাক সেবন
 )

কৌণিক ভাস্কর্য - ৬
( মা ও শিশু )

কৌণিক ভাস্কর্য - ৭
( মকরবাহিনী গঙ্গা )

দুই কালী

কালী

দ্বিভুজা মহিষাসুরমর্দিনী  

বরবধূর পাশাখেলা 

কুলুঙ্গির কাজ - ১
(রাম-লক্ষ্মণ-সীতা, পাশা খেলা ও
সুর্পনখার নাসিকা ছেদন )

কুলুঙ্গির কাজ - ২
( নারদ, ব্রহ্মা ও বিষ্ণু )

কুলুঙ্গির কাজ - ৩
( হর-গৌরী, হরি-হর ও
ষড়ভুজ গৌরাঙ্গ )

কুলুঙ্গির কাজ - ৪
( হর-গৌরী ও হরি-হর )

রামসীতা ও অন্যান্য চিত্র 

ভার বাহক ও সূক্ষ্ম কাজ 

প্রতিষ্ঠাফলক ও রাধাকৃষ্ণ 


          কলকাতা  থেকে  কী  ভাবে  যাবেন ?

            কলকাতা   থেকে  ট্রেনে  বোলপুর-শান্তিনিকেতন।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  উঠে  বালিগুনি  স্টপেজে  নামুন।  সেখান  থেকে  টোটোতে  উচকরণের  মন্দির।  নানুর  থেকেও  টোটোতে  উচকরণ  যেতে  পারেন। 

 সহায়ক  গ্রন্থ :

               ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি :  দেবকুমার  চক্রবর্তী                        

 --------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।                                                                          

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন