বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯

Twin Shib Temple, Supur, Bolpur, Birbhum


জোড়া  শিব  মন্দির,  সুপুর,  বোলপুর,  বীরভূম 

                    শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম  জেলার  বোলপুর  ( শান্তিনিকেতন ) থেকে  ৭  কিমি  দূরের  একটি  গ্রাম  সুপুর।  বোলপুর  থেকে  টোটোতে  বা  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  ইলামবাজারের  বাসে  সুপুর  মোড়ে  নেমে  সেখান  থেকে  টোটোতে  এই  গ্রামে  যাওয়া  যায়।  তবে  টোটোতে  সরাসরি  যাওয়াই  ভাল। 

            সুপুরের  লালবাজার  পল্লীতে  অল্প  উঁচু  ভিত্তিবেদির  উপর  স্থাপিত,  দক্ষিণমুখী  দুটি  মন্দির  পাশাপাশি  অবস্থিত।  পূর্ব  দিকের  মন্দিরটি  আটকোনা  দেউল  ও  অপরটি  সাধারণ  চারকোনা  দেউল।  আটকোনা  দেউলটিতে  আটদিকেই  'টেরাকোটা'র  অলংকরণ  আছে।  টেরাকোটার  বিষয় :  সপরিবারে  দুর্গা,  রাজদরবারে  সিংহাসনে  উপবিষ্ট  রামসীতা,  কৃষ্ণ  কোলে  যশদাকূর্মাবতার,  বামন  অবতার,  গণেশজননী,  গোপীদের  বস্ত্রহরণ,  শিশু  কৃষ্ণকে  যমুনার  জলপূর্ণ  ঘটের  দ্বারা  স্নান  করানো,  নকশা  ইত্যাদি।  এখানে  উল্লেখ্য,  খিলানের  উপরের  কাজের  সবগুলোতেই  মাঝের  ও  নিচের  সারির  বিষয়  গুলির  পুনরাবৃত্তি  করা  হয়েছে।  মন্দিরে  শিবলিঙ্গ  নিত্য  পূজিত। 


জোড়া শিব মন্দির, সুপুর 

আটকোনা মন্দিরের সামনের বিন্যাস 

খিলানের উপরের কাজ - ১

খিলানের উপরের কাজ - ২

খিলানের উপরের কাজ - ৩

খিলানের উপরের কাজ - ৪

খিলানের উপরের কাজ - ৫

খিলানের উপরের কাজ - ৬

খিলানের উপরের কাজ - ৭

সিংহাসনে উপবিষ্ট রামসীতা ও অন্য দুটি চিত্র 

কৃষ্ণ কোলে যশোদা ও অন্যান্য চিত্র

কৃষ্ণ কোলে যশোদা ও অন্য দুটি চিত্র 
বামন অবতার ও অন্যান্য চিত্র

টেরাকোটা চিত্র - ১

টেরাকোটা চিত্র - ২

টেরাকোটা চিত্র - ৩

কূর্মাবতার 

বামন অবতার - ১

বামন অবতার - ২

গণেশজননী 

শ্রীকৃষ্ণের  বস্ত্রহরণ 

আর একটি 'টেরাকোটা' চিত্র 

শিশু কৃষ্ণকে যমুনার জলপূর্ণ ঘটের দ্বারা স্নান করানো 

তিন বাদিকা 

'টেরাকোটা'র নকশা

             পশ্চিম  দিকের  মন্দিরটি  সাধারণ  চারকোনা  দেউল।  দেউলটির  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  দ্বারা  সজ্জিত।  তবে  পশ্চিম  দিকে  একটি  ফলক  আছে।  টেরাকোটার  বিষয় :    সিংহাসনে  উপবিষ্ট  রামসীতা,  রাধাকৃষ্ণ,  কৃষ্ণ  কর্তৃক  রাধার  মানভঞ্জন,  কালী,  বাদ্যযন্ত্র  বাদক,  যশোদার  দধি  মন্থন  কালে  শিশু  কৃষ্ণের  দধিভান্ডে  হস্ত  প্রবেশ  ইত্যাদি।  এ  মন্দিরেও  শিবলিঙ্গ  নিত্য  পূজিত। 

পশ্চিম দিকের দেউল 

সিংহাসনে  উপবিষ্ট  রামসীতা

গোপীদের মাঝে কৃষ্ণ 

রাধাকৃষ্ণ

কৃষ্ণ  কর্তৃক  রাধার  মানভঞ্জন

যশোদা শিশু কৃষ্ণকে কিছু খাওয়াচ্ছেন 

কালী

একটি চিত্র 

বাদ্যযন্ত্র  বাদক

যশোদার  দধি  মন্থন  কালে  শিশু  কৃষ্ণের  দধিভান্ডে  হস্ত  প্রবেশ
             
            মন্দিরটি  পরিদর্শনের  তারিখ : ০১.১১.১৯

সহায়ক  গ্রন্থ : 
                 ১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী  

           -------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

           --------------------------------------------


                                 

২টি মন্তব্য: