বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

Jorbangla Kali Temple, Itanda, Birbhum


জোড়বাংলা  কালী  মন্দির ,  ইটন্ডা ,  বীরভূম
                   
                   শ্যামল  কুমার  ঘোষ 

            বীরভূম  জেলার  বোলপুর  মহকুমার  অন্তর্গত  ইটন্ডা ( ইটান্ডা )  একটি  গ্রাম।  বোলপুরের  জামবুনি  বাসস্ট্যান্ড  থেকে  বাসে  সহজেই  এখানে  যাওয়া  যায়।  গ্রামের  প্রান্তদেশে  মাল  পাড়ায়  খ্রীষ্টীয় অষ্টাদশ  শতকের  মধ্য  ভাগে  প্রতিষ্ঠিত,  ইঁটের  তৈরি,  দক্ষিণমুখী  ও  জোড়বাংলা  শৈলীর  একটি  কালীমন্দির  আছে।  কালের  প্রকোপে  মন্দিরের সম্মুখভাগ  ও  ছাদের  কিছু  অংশ  ভেঙে  গিয়েছিল।  রাজ্য  সরকার  মন্দিরটি  অধিগ্রহণ  করে  সংস্কার  করায়  মন্দিরটি  ধ্বংসের  হাত  থেকে  রক্ষা  পায়।  মন্দিরের  সামনের  দেওয়াল  'টেরাকোটা'  অলংকরণে  অলংকৃত।  পূর্ব  ও  পশ্চিম  দিকেও  অল্প  'টেরাকোটা'  আছে।  'টেরাকোটা'র  বিষয় :  ঘোড়সওয়ার,  পর্তুগিজ  রণতরী,  ঘোড়ায়  চড়ে  শিকার,  শুম্ভ-নিশুম্ভদলনী চন্ডী,  সৈন্যদলের কুচকাওয়াজ,  কালভৈরব,  শিব, বগলামুখী,  কালী,  শিকারের  দৃশ্য  ও  কৃষ্ণলীলার  দৃশ্য  ইত্যাদি।  মন্দিরে  এখন  মৃন্ময়ী  কালী  মূর্তি  নিত্য  পূজিত  হন। 
  

জোড়বাংলা কালীমন্দির, ইটান্ডা


মন্দিরের সামনের বিন্যাস 

ঘোড়ায় চড়ে শিকার 

ঘোড়সওয়ার 

রণতরী ও কৃষ্ণ-বলরাম 

রণতরী

কৃষ্ণ-বলরাম

শুম্ভ-নিশুম্ভদলনী চন্ডী  

সৈন্যদলের কুচকাওয়াজ 

সৈন্যদল ও অন্য চিত্র 

টেরাকোটার ফুল ও অন্য চিত্র 

যুগ্ম-মকরমুখ  

কৃষ্ণলীলা ও অন্য চিত্র 

ভক্ত হনুমান ও অন্যান্য চিত্র 

নাকাড়া বাদক ও অন্য দুটি চিত্র 

দেবী কমলা ও অন্যান্য চিত্র 

শিশু কৃষ্ণ ও অন্য চিত্র 

বলরাম ও অন্য চিত্র 

ঢাল-তরোয়ালধারী ও অন্য দুটি চিত্র 

ছেলে কোলে মা ও অন্যান্য চিত্র 

জগন্নাথ ও বলরাম 

কূর্মাবতার ও মৎস্যবতার 

পরশুরাম ও বামনাবতার 

বিষ্ণু

বগলামুখী  

কালী 

কালভৈরব 

ত্রিপুরাসুন্দরী 

ব্রম্ভা 

জগদ্ধাত্রী 

মনসা 

অশ্বারোহী দুই সৈনিক 

দুই বান্ধবী 

দ্বারপাল - ১

দ্বারপাল - ২

দ্বারপাল - ৩

দ্বারপাল - ৪

মৃত্যুলতা - ১

মৃত্যুলতা - ২

মৃত্যুলতা - ৩

কৌণিক ভাস্কর্য - ১ ( রথারূঢ় সূর্য  )

কৌণিক ভাস্কর্য - ২ ( রথারূঢ় সূর্য ও হনুমান )

কৌণিক ভাস্কর্য - ৩ ( সীতা, রাবণ  ও সুপার্শ্ব )

কৌণিক ভাস্কর্য - ৪


মন্দিরটি  পরিদর্শনের  তারিখ :  ৩১.১০.২০১৯

  সহায়ক  গ্রন্থ :   
১)  বীরভূম  জেলার  পুরাকীর্তি : দেবকুমার  চক্রবর্তী                                                            

 ----------------------------------------------------------

            আমার  ইমেল :  shyamalfpb@gmail.com   প্রয়োজনে  যোগাযোগ  করতে  পারেন।

-------------------------------------------------------------                                

1 টি মন্তব্য:

  1. Good documentation! The temple was acquired by the state government in the seventies. It was damaged heavily as you rightly noted. The repair and restoration work was started in 1997-98, and that work actually got completed during 2007-2008 with about an 8-9 years gap in between. This is one of the medium size temples but the restoration work was quite substantial. possibly the largest repair of a medieval Bengal temple.

    উত্তরমুছুন